ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে ৯ মাস আগে সবশেষ ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে বিচ্ছিন্ন নন তিনি। এ বছরের মে মাসে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছেন । সবকিছু ঠিকঠাক থাকলে আজ দেড় মাস পর তাঁকে দেখা যেতে পারে ২২ গজের লড়াইয়ে।
২০২৫ গ্লোবাল সুপার লিগে (জিএসএল) সাকিবকে নিয়েছে দুবাই ক্যাপিটালস। কেশব মহারাজের পরিবর্তেই মূলত সাকিবকে নেওয়া হয়েছে বলে কদিন আগে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় সেন্ট্রাল ডিস্ট্রিক্টস-দুবাই ক্যাপিটালস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর। দুবাইয়ের একাদশে সুযোগ পেলে ৪৮ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে নামবেন সাকিব।
এবারের জিএসএলে দু্বাই ক্যাপিটালস দলটার দিকে একটু তাকানো যাক। এই দলে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সাকিবের পাশাপাশি আছেন হায়দার আলী, রভমান পাওয়েল, বেভন জ্যাকবস, সেদিকুল্লাহ আতাল, কাদিম আলেইনি, ডমিনিক ড্রেকস, কালিম সানা, আরিয়াংশ ভার্মা, জর্ডান জনসন। যাদের মধ্যে আফগানিস্তানের আতাল, দুই ক্যারিবীয় পাওয়েল, ড্রেকস টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত মুখ। কানাডার কালিম কিপ্টে বোলিংয়ে ব্যাটারদের রান আটকে রাখতে পারেন। নিউজিল্যান্ডের জ্যাকবসের ১৪৮.৪২ স্ট্রাইকরেটও টি-টোয়েন্টির সঙ্গে মানানসই।
দুবাই ক্যাপিটালসের দল ও সাকিবের সাম্প্রতিক পারফরম্যান্সে আজ গ্লোবাল সুপার লিগে তাঁর (সাকিব) খেলার সম্ভাবনা কম। এপ্রিল-মে মাসে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে তিন ম্যাচে ৮.১৬ ইকোনমিতে নিয়েছেন ১ উইকেট। দুই ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেলেও রানের খাতা খুলতে পারেননি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবশেষ সাকিব খেলেছেন এ বছরের ২৩ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে।
সাকিবের দুবাই ক্যাপিটালস এরপর ১১, ১৪ ও ১৬ জুলাই খেলবে হোবার্ট হারিকেনস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্সের বিপক্ষে। সবকিছু ঠিকঠাক থাকলে ১৬ জুলাই বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে সাকিবকে দেখা যেতে পারে। টুর্নামেন্টের সব ম্যাচই হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। গ্রুপ পর্বের সেরা দুই দল খেলবে ফাইনালে। ২০২৪ সালে জিএসএলের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স।
গ্লোবাল সুপার লিগে সাকিবের দুবাই ক্যাপিটালসের ম্যাচ
প্রতিপক্ষ তারিখ শুরুর সময় (বাংলাদেশ সময়)
সেন্ট্রাল স্ট্যাগস ১০ জুলাই রাত ৮টা
হোবার্ট হারিকেনস ১১ জুলাই রাত ৮টা
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ১৪ জুলাই ভোর ৫টা
রংপুর রাইডার্স ১৬ জুলাই রাত ৮টা

আন্তর্জাতিক ক্রিকেটে ৯ মাস আগে সবশেষ ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে বিচ্ছিন্ন নন তিনি। এ বছরের মে মাসে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছেন । সবকিছু ঠিকঠাক থাকলে আজ দেড় মাস পর তাঁকে দেখা যেতে পারে ২২ গজের লড়াইয়ে।
২০২৫ গ্লোবাল সুপার লিগে (জিএসএল) সাকিবকে নিয়েছে দুবাই ক্যাপিটালস। কেশব মহারাজের পরিবর্তেই মূলত সাকিবকে নেওয়া হয়েছে বলে কদিন আগে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় সেন্ট্রাল ডিস্ট্রিক্টস-দুবাই ক্যাপিটালস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর। দুবাইয়ের একাদশে সুযোগ পেলে ৪৮ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে নামবেন সাকিব।
এবারের জিএসএলে দু্বাই ক্যাপিটালস দলটার দিকে একটু তাকানো যাক। এই দলে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সাকিবের পাশাপাশি আছেন হায়দার আলী, রভমান পাওয়েল, বেভন জ্যাকবস, সেদিকুল্লাহ আতাল, কাদিম আলেইনি, ডমিনিক ড্রেকস, কালিম সানা, আরিয়াংশ ভার্মা, জর্ডান জনসন। যাদের মধ্যে আফগানিস্তানের আতাল, দুই ক্যারিবীয় পাওয়েল, ড্রেকস টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত মুখ। কানাডার কালিম কিপ্টে বোলিংয়ে ব্যাটারদের রান আটকে রাখতে পারেন। নিউজিল্যান্ডের জ্যাকবসের ১৪৮.৪২ স্ট্রাইকরেটও টি-টোয়েন্টির সঙ্গে মানানসই।
দুবাই ক্যাপিটালসের দল ও সাকিবের সাম্প্রতিক পারফরম্যান্সে আজ গ্লোবাল সুপার লিগে তাঁর (সাকিব) খেলার সম্ভাবনা কম। এপ্রিল-মে মাসে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে তিন ম্যাচে ৮.১৬ ইকোনমিতে নিয়েছেন ১ উইকেট। দুই ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেলেও রানের খাতা খুলতে পারেননি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবশেষ সাকিব খেলেছেন এ বছরের ২৩ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে।
সাকিবের দুবাই ক্যাপিটালস এরপর ১১, ১৪ ও ১৬ জুলাই খেলবে হোবার্ট হারিকেনস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্সের বিপক্ষে। সবকিছু ঠিকঠাক থাকলে ১৬ জুলাই বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে সাকিবকে দেখা যেতে পারে। টুর্নামেন্টের সব ম্যাচই হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। গ্রুপ পর্বের সেরা দুই দল খেলবে ফাইনালে। ২০২৪ সালে জিএসএলের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স।
গ্লোবাল সুপার লিগে সাকিবের দুবাই ক্যাপিটালসের ম্যাচ
প্রতিপক্ষ তারিখ শুরুর সময় (বাংলাদেশ সময়)
সেন্ট্রাল স্ট্যাগস ১০ জুলাই রাত ৮টা
হোবার্ট হারিকেনস ১১ জুলাই রাত ৮টা
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ১৪ জুলাই ভোর ৫টা
রংপুর রাইডার্স ১৬ জুলাই রাত ৮টা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
৪১ মিনিট আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
৪৪ মিনিট আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
২ ঘণ্টা আগে