ওয়েস্ট ইন্ডিজ সফর
আজকের পত্রিকা ডেস্ক

মুশফিকুর রহিমের বাঁ হাতের আঙুলে ব্যান্ডেজ। আঙুলের চোটে আফগানিস্তান সিরিজ শেষ হয়ে গেছে এ উইকেটরক্ষক-ব্যাটারের। জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ২২ নভেম্বর শুরু হতে যাওয়া টেস্ট সিরিজেও পাওয়া যাবে না তাঁকে। তবে টেস্ট সিরিজের পর সফরে ওয়ানডে সিরিজে মুশফিককে পাওয়ার আশা বিসিবির।
বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে মুশফিকের আঙুলের ব্যান্ডেজ খোলা হবে দুই সপ্তাহ পর। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের শুরুর দিনই ব্যান্ডেজ খোলা হবে। প্রায় স্পষ্ট, লাল বলের সিরিজে থাকছেন না মুশফিক।
মুশফিকের চোট প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজকের পত্রিকাকে বলেছেন, ‘মুশফিকের আঙুলের ব্যান্ডেজ খুলব আমরা দুই সপ্তাহ পর। ব্যান্ডেজ খোলার পরই আঙুলের চোটের পরবর্তী অবস্থা কেমন তা নিরূপণ করব। এই সময় ক্রিকেটের বাইরে থাকতে হবে তাকে। অবস্থা ভালো হলে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে আবার মাঠে ফিরবেন।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ৮ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ, সেখানে মুশফিককে পাওয়ার আশা বিসিবির। তবে সাদা বলের সিরিজেও তাঁর খেলাটা নির্ভর করছে আঙুলের অবস্থা ও চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার ওপর।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বললেন, ‘মুশফিকের চোটের ব্যাপারে আমাদের চিকিৎসকেরা যা জানিয়েছে, তাতে সেরে উঠতে এক মাসের কাছাকাছি সময় লাগবে। সে হিসেবে তাকে আমরা টেস্ট সিরিজে পাচ্ছি না। ওয়ানডে সিরিজ নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। আঙুলের চোট ভালো হয়ে গেলে ওয়ানডে সিরিজে থাকতে পারে।’
গত পরশু শারজায় আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কিপিং করার সময় বাঁ হাতের তর্জনীতে আঘাত পান মুশফিক। পরে ব্যথা কমার জন্য তাঁকে বিশ্রাম নিতে বলা হয়। যে কারণেই মূলত ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে হয় টিম ম্যানেজমেন্টকে। ম্যাচের পর জানা যায়, মুশফিকের আঙুলে ফ্র্যাকচার হয়েছে। ছিটকে যান সিরিজ থেকেই।

মুশফিকুর রহিমের বাঁ হাতের আঙুলে ব্যান্ডেজ। আঙুলের চোটে আফগানিস্তান সিরিজ শেষ হয়ে গেছে এ উইকেটরক্ষক-ব্যাটারের। জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ২২ নভেম্বর শুরু হতে যাওয়া টেস্ট সিরিজেও পাওয়া যাবে না তাঁকে। তবে টেস্ট সিরিজের পর সফরে ওয়ানডে সিরিজে মুশফিককে পাওয়ার আশা বিসিবির।
বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে মুশফিকের আঙুলের ব্যান্ডেজ খোলা হবে দুই সপ্তাহ পর। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের শুরুর দিনই ব্যান্ডেজ খোলা হবে। প্রায় স্পষ্ট, লাল বলের সিরিজে থাকছেন না মুশফিক।
মুশফিকের চোট প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজকের পত্রিকাকে বলেছেন, ‘মুশফিকের আঙুলের ব্যান্ডেজ খুলব আমরা দুই সপ্তাহ পর। ব্যান্ডেজ খোলার পরই আঙুলের চোটের পরবর্তী অবস্থা কেমন তা নিরূপণ করব। এই সময় ক্রিকেটের বাইরে থাকতে হবে তাকে। অবস্থা ভালো হলে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে আবার মাঠে ফিরবেন।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ৮ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ, সেখানে মুশফিককে পাওয়ার আশা বিসিবির। তবে সাদা বলের সিরিজেও তাঁর খেলাটা নির্ভর করছে আঙুলের অবস্থা ও চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার ওপর।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বললেন, ‘মুশফিকের চোটের ব্যাপারে আমাদের চিকিৎসকেরা যা জানিয়েছে, তাতে সেরে উঠতে এক মাসের কাছাকাছি সময় লাগবে। সে হিসেবে তাকে আমরা টেস্ট সিরিজে পাচ্ছি না। ওয়ানডে সিরিজ নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। আঙুলের চোট ভালো হয়ে গেলে ওয়ানডে সিরিজে থাকতে পারে।’
গত পরশু শারজায় আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কিপিং করার সময় বাঁ হাতের তর্জনীতে আঘাত পান মুশফিক। পরে ব্যথা কমার জন্য তাঁকে বিশ্রাম নিতে বলা হয়। যে কারণেই মূলত ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে হয় টিম ম্যানেজমেন্টকে। ম্যাচের পর জানা যায়, মুশফিকের আঙুলে ফ্র্যাকচার হয়েছে। ছিটকে যান সিরিজ থেকেই।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৭ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৮ ঘণ্টা আগে