Ajker Patrika

আলোচনায় যখন শান্তর স্ট্রাইক রেট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ০৭ মে ২০২৪, ২১: ৪৬
আলোচনায় যখন শান্তর স্ট্রাইক রেট

টি-টোয়েন্টি খেলার ধরনটা বদলাচ্ছে দ্রুতগতিতে। ২০২৪ আইপিএলে দেখা যাচ্ছে, ২০ ওভারের ম্যাচে এখন ২৫০ রানও নিরাপদ নয়! অথচ এই সংস্করণে বাংলাদেশ এখনো পড়ে আছে ‘আদি যুগে’। জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে ১২০-১৩০ রান তাড়া করতে বাংলাদেশের ব্যাটাররা কী সংগ্রামই-না করছেন।

দুই ম্যাচেই টস জিতে ব্যাটিং নেওয়ার ‘সাহস’ দেখায়নি বাংলাদেশ। পরে ব্যাটিং করেও টপ অর্ডার এগিয়েছে টি-টোয়েন্টিবিরোধী ব্যাটিং করে। কাল দলের সহকারী কোচ নিক পোথাস স্বীকার করলেন, পরীক্ষা-নিরীক্ষা চট্টগ্রামে সেভাবে করছেন না তাঁরা। খেলছেন সিরিজ জিততে। পরীক্ষা-নিরীক্ষা যদি করতে হয়, সেটি হবে সিরিজ জেতার পর দুই ম্যাচে। সেসব হতে পারে সাকিব-সৌম্যর উপস্থিতিতে।

জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে এই হিসাবি ক্রিকেট উপভোগ্য হওয়ার কথা নয় দর্শকদের। বিশ্বকাপের আগে টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশের ব্যাটারদের ২০০ রান তোলার অভ্যাস না তৈরি হলে আইসিসির রানপ্রসবা উইকেটে শান্তরা কীভাবে নিজেদের স্বচ্ছন্দে এগিয়ে নেবেন?

আগে ব্যাটিং করে ২০০ কিংবা পরে ব্যাটিংয়ে নেমে ২০০ রান তাড়া করতে হলে নিখাদ একটা টপ অর্ডার প্রয়োজন। নিজেদের দুর্বলতা ভালো করেই জানে স্বাগতিকেরা। টস জিতে দুর্বল প্রতিপক্ষকে ব্যাটিং পাঠানো নিজেদের দুর্বলতা বিবেচনা করেই। কদিন ধরে আলোচনায় বাংলাদেশের টপ অর্ডারের স্ট্রাইকরেট। লিটন দাসের গত ১০টি-টোয়েন্টির মধ্যে ৬ ইনিংসে ১০০-এর কম স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন, সৌম্য সরকারের ক্যারিয়ার স্ট্রাইকরেটই ১২২.৩৩। সবচেয়ে বেশি চর্চা যাঁকে নিয়ে, সেই অধিনায়ক শান্তর স্ট্রাইকরেট ১১১.০৫। অথচ টপ অর্ডারই শুরুতে প্রতিপক্ষের সেরা বোলারদের ওপর রানবন্যা বইয়ে দলকে বড় স্কোর গড়তে সহায়তা করে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দলের সম্ভাব্য অধিনায়কদের মধ্যেও সবচেয়ে কম স্ট্রাইকরেট নিয়ে তালিকায় ১৯ নম্বরে শান্ত। তাঁর পরে আছেন শুধু উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে থাকা বাকি চার দলের অধিনায়কের চেয়েও শান্তর স্ট্রাইকরেট কম। দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামের ১৫০.৬৭, শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার ১৩০.৫২, নেপালের রোহিত পাওডেলের ১২৪.৯১ ও নেদারল্যান্ডসের স্কট এডোয়ার্ডসের ১২১.৫৫।

শান্তর এমন স্ট্রাইকরেটের ব্যাটিং টি-টোয়েন্টিতে কতটা মানানসই? অধিনায়ককে নিয়ে সহকারী কোচকে এমন কঠিন প্রশ্নও শুনতে হলো। তিনি অবশ্য শান্তর স্ট্রাইকরেট নিয়ে মোটেও চিন্তিত নন, ‘হ্যাঁ, আমি মনে করি, তার ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে। তবে তার স্ট্রাইকরেট নিয়ে আলাপটা অপ্রাসঙ্গিক; কারণ, সে যদি বড় ইনিংস খেলতে পারে, তাহলে স্ট্রাইকরেটও বেড়ে যায়। সম্ভবত বিষয়টা হচ্ছে, কখন ওই পর্যায়ে পৌঁছাবে? কারণ, সে যদি খেলাটা ওভাবে শুরু করতে পারে, তাহলে তার স্ট্রাইকরেট আকাশ ছুঁয়ে যাবে।’

টেস্ট ও ওয়ানডেতে রানে ফিরলেও টি-টোয়েন্টিতে খুব একটা ছন্দে নেই শান্ত। গত ১৪ ম্যাচে তাঁর একটি ফিফটি। বিশ্বকাপের আগে এটা নিয়েও চিন্তিত নন পোথাস। বললেন, ‘একেবারেই না। সে দারুণ খেলছে। কিন্তু তার সম্পর্কে সবচেয়ে মুগ্ধ করার বিষয় হলো, সে যেভাবে দলটির নেতৃত্ব দিচ্ছে। সে একজন তরুণ অধিনায়ক। খুবই সাহসী। ভবিষ্যতে আপনারা এর উপকারিতা দেখবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান কীভাবে করবে বিসিবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
২৬ ডিসেম্বর বিপিএলের প্রথম দিনই পালন করা হবে উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: ফাইল ছবি
২৬ ডিসেম্বর বিপিএলের প্রথম দিনই পালন করা হবে উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: ফাইল ছবি

১২তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াতে আর বেশি সময় বাকি নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, টুর্নামেন্ট শুরুর প্রথম দিনই হবে উদ্বোধনী অনুষ্ঠান।

২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেট টাইটান্স-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নতুন বিপিএল। প্রথম দিন কীভাবে আয়োজন করা হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান, আজ সংবাদমাধ্যমকে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন মিঠু। সাংবাদিকদের বিসিবি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান বলেন, ‘এমনি তো উদ্বোধনী অনুষ্ঠানে যেটা হয়, সভাপতি ও স্পোর্টস সেক্রেটারি ওপেন করবেন ও করমর্দন করবেন। ১ মিনিট নীরবতা পালন করব সাম্প্রতিক ঘটনার জন্য। মাঝখানে মাঠেই স্টেজ করে গানের অনুষ্ঠান করব। প্রথমটা হবে ১৫ মিনিটের। আমাদের তো জায়গা নেই। কারণ, দলগুলোকে ওয়ার্ম আপ করতে কমপক্ষে আধা ঘণ্টা দিতে হয়। জুমার নামাজের পর ২টা ১৫ মিনিটে শুরু করা হবে ও শেষ করা হবে ১৫ মিনিটে। দুই ম্যাচের মাঝখানে আমরা ছোট করে অনুষ্ঠান করব।’

আগের সূচি অনুযায়ী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের উদ্বোধনী ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর দুইটায়। কিন্তু নতুন সূচিতে এক ঘণ্টা পিছিয়ে বেলা ৩টায় মাঠে গড়াবে প্রথম ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। এই ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস। কেন সময়সূচি বদলানো হলো সেই ব্যাখ্যায় মিঠু বলেন, ‘আমাদের সূচিতে হাত দেওয়ার সুযোগ নেই। সুতরাং ২৬ তারিখে ছোট করে উদ্বোধনী অনুষ্ঠান করব। সেদিন শুক্রবার পড়েছে। ২টা ১৫ মিনিটে শুরু করতে হবে। ম্যাচ তাই বিকেল ৩টায় করে দেওয়া হয়েছে।’

২৩ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে বিপিএলের ফাইনাল। বিপিএল শেষ হতে না হতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় যৌথভাবে হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির এই ইভেন্ট শুরুর প্রথম দিনই ম্যাচ রয়েছে বাংলাদেশের। ঠাসা সূচির কারণে ২৬ ডিসেম্বরই বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন মিঠু। সাংবাদিকদের আজ বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান বলেন, ‘পরিস্থিতি একটু চ্যালেঞ্জিং। পরিকল্পনা ঘণ্টায় ঘণ্টায় বদলাতে হচ্ছে। ২৪ তারিখ যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান করতে পারিনি, ২৬ তারিখ ম্যাচের দিন ছোট করে করা হবে। ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠান করা বা শিফট করার কোনো আলোচনাই হয়নি। জানুয়ারির শেষে চলে যাবে বাংলাদেশ দল।’

এবারের বিপিএলে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে কিনেছে চট্টগ্রাম রয়্যালস। দ্বিতীয় সর্বোচ্চ ৯২ লাখ টাকা দাম উঠেছে হৃদয়ের। তাঁকে কিনেছে রংপুর রাইডার্স। একই দল লিটনকে কিনেছে ৭০ লাখ টাকায়। তাসকিনকে সরাসরি চুক্তিতে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। এই বিপিএলেই প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। তবে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালও। সাকিব আল হাসান, তামিম ইকবালকেও দেখা যাবে না ২০২৬ বিপিএলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক    
শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

ছেলেদের ফুটবলে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন। আজ ফিফার সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে তাদের পয়েন্ট ১৮৭৭.১৮। দুই, তিন, চার ও পাঁচে থাকা আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিলের পয়েন্ট ১৮৭৩.৩৩, ১৮৭০, ১৮৩৪.১২ ও ১৭৬০.৪৬। বাংলাদেশ আগের মতো ১৮০ নম্বরে অবস্থান করছে। তবে হাভিয়ের কাবরেরার দলের পয়েন্ট ৯১১.১৯ থেকে কমে হয়েছে ৯১১.১।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই বছর শেষ করল স্পেন। ছবি: এএফপি
র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই বছর শেষ করল স্পেন। ছবি: এএফপি

র‍্যাঙ্কিংয়ে প্রথম ৩৩ পর্যন্ত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এক ধাপ এগিয়ে ৩৪ নম্বরে উঠে এসেছে আলজেরিয়া। মিশরের সঙ্গেই মূলত আলজেরিয়ার অবস্থান পরিবর্তন হয়েছে। এক ধাপ পিছিয়ে মিশর এখন ৩৫ নম্বরে। আরব কাপে চ্যাম্পিয়ন হয়েও সেরা দশের আরও কাছাকাছি আছে মরক্কো। আফ্রিকা মহাদেশের এই দলটি ১৭১৬.৩৪ পয়েন্ট নিয়ে আগের মতোই ১১ নম্বরে। তাদের পয়েন্ট বেড়েছে ৩.২২। এই টুর্নামেন্টে রানার্সআপ জর্ডান দুই ধাপ এগিয়ে ৬৪ নম্বরে উঠে এসেছে।

ভারতের বিপক্ষে ২২ বছর পর জয় পেয়েছে বাংলাদেশ ।ছবি: এএফপি
ভারতের বিপক্ষে ২২ বছর পর জয় পেয়েছে বাংলাদেশ ।ছবি: এএফপি

নতুন র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে ভিয়েতনামের। তিন ধাপ এগিয়ে এখন তারা ১০৭ নম্বরে অবস্থান করছে। পয়েন্ট ও অবস্থান দুই দিক থেকেই অবনতি হয়েছে মালয়েশিয়ার। পাঁচ ধাপ পিছিয়ে এশিয়া মহাদেশের দলটি অবস্থান করছে ১২১ নম্বরে। ২২.৫২ পয়েন্ট কমে এখন দলটির পয়েন্ট ১১৪৫.৮৯।

গত নভেম্বরে নেপালের বিপক্ষে ২-২ গোলে ড্র করলেও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মোস্তারির টানা তিন ফিফটিতে সবার ওপরে উত্তরাঞ্চল

ক্রীড়া ডেস্ক    
আবারও ফিফটি তুলে নিয়েছেন উত্তরাঞ্চলের অধিনায়ক। ছবি: বিসিবি
আবারও ফিফটি তুলে নিয়েছেন উত্তরাঞ্চলের অধিনায়ক। ছবি: বিসিবি

ফর্মের তুঙ্গে আছেন সোবহানা মোস্তারি। মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) টানা ৩ ফিফটির দেখা পেলেন উত্তরাঞ্চলের অধিনায়ক। তাঁর অধিনায়কোচিত ইনিংসে ভর করে সবশেষ ম্যাচে পূর্বাঞ্চলকে ৫০ রানে হারিয়েছে উত্তরাঞ্চল। এটা তাদের টানা চতুর্থ জয়।

পূর্বাঞ্চলকে হারিয়ে টেবিলের শীর্ষে ওঠে এসেছে উত্তরাঞ্চল। হেরে টুর্নামেন্ট শুরু করলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শিরোপার লড়াই করছে তারা। ৫ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। শিরোপার লড়াইয়ে দলটির একমাত্র প্রতিদ্বন্দ্বী মধ্যাঞ্চল। ৪ ম্যাচে ৩ জয়ে তাদের নামের পাশে শোভা পাচ্ছে ৬ পয়েন্ট। টেবিলের দুইয়ে অবস্থান করছে নিগার সুলতানা জ্যোতির দল। টেবিলের পরের স্থান দুটিতে আছে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল। উভয় দলের পুঁজি দুটি করে পয়েন্ট। শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে তারা।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করে ১৩৮ রান তোলে উত্তরাঞ্চল। ৭০ বলে ১১ বাউন্ডারিতে ৮১ রান করেন মোস্তারি। এছাড়া সারমিন সুলতানা ২৪ ও শারমিন সুপ্তার ব্যাট থেকে আসে ১৩ রান। ৩ উইকেট নিয়ে পূর্বাঞ্চলের সেরা বোলার অধিনায়ক ফাহিমা খাতুন। ৪ ওভারে ২৩ রান দেন তিনি। আশরাফি ইয়াসমিন অর্থি ও ফাতেমা জাহান সোনিয়া একটি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় শানজিদা আক্তার মেঘলা ও শরিফা খাতুনের দুর্দান্ত বোলিংয়ে এক বল বাকি থাকতে ৮৮ রানে গুটিয়ে যায় পূর্বাঞ্চল। সর্বোচ্চ ৩০ রান করেন স্বর্ণা আক্তার। রুবাইয়া হায়দার ঝিলিক এনে দেন ১৯ রান। ১৮ রানে ৪ উইকেট নেন মেঘলা। শরিফার শিকার তিনটি। ১২ রান দেন এই পেসার। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মোস্তারি। এ নিয়ে টানা তিন ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন উত্তরাঞ্চলের এই ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

রেকর্ড জয়ে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলল নিউজিল্যান্ড, বাংলাদেশ কোথায়

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১৭: ৪৬
ওয়েস্ট ইন্ডিজকে ৩২৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। ছবি: ক্রিকইনফো
ওয়েস্ট ইন্ডিজকে ৩২৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। ছবি: ক্রিকইনফো

মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে ড্র করার দারুণ এক সম্ভাবনা ছিল ওয়েস্ট ইন্ডিজের। হাতে ১০ উইকেট নিয়ে আজ শেষ দিনে পুরো ৯০ ওভার কাটিয়ে দিতে পারলেই হতো। কিন্তু ব্যাটারদের বাজে পারফরম্যান্সে ৩২৩ রানে হেরে যায় উইন্ডিজ। বিশাল এই জয়ের পর এগিয়েছে নিউজিল্যান্ড।

রানের বিচারে মাউন্ট মঙ্গানুইয়ে এবারের ৩২৩ রানের জয়টাই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ। রেকর্ড জয়ের পর ২০২৫-২৭ চক্রের পয়েন্ট টেবিলে দক্ষিণ আফ্রিকাকে টপকে পয়েন্ট টেবিলের দু্ইয়ে উঠে এল নিউজিল্যান্ড। কিউইদের সাফল্যের হার ৭৭.৭৮। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ শেষ হওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে ব্ল্যাকক্যাপসরা। তিনে থাকা দক্ষিণ আফ্রিকার সাফল্যের হার ৭৫। গত মাসে ভারতকে তাদের মাঠে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই করে প্রোটিয়ারা। অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে ১-১ সমতায় টেস্ট সিরিজ ড্র করে টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নরা। ৯ দলের মধ্যে বাংলাদেশ অবস্থান করছে আট নম্বরে।

২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অস্ট্রেলিয়ার জয়রথ ছুটছে পাগলা ঘোড়ার মতো। এখন পর্যন্ত খেলা ছয় ম্যাচের ছয়টিতে জিতে শতভাগ সাফল্য নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অজিরা। জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে অস্ট্রেলিয়া। এবার চলমান অ্যাশেজে তিন ম্যাচের তিনটিতেই জিতেছে অজিরা। পার্থ, ব্রিসবেন, অ্যাডিলেড—কোথাও অজিদের কাছে পাত্তা পায়নি ইংল্যান্ড। পয়েন্ট টেবিলে বাংলাদেশের নিচে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। ৯ দলের মধ্যে ৯ নম্বরে থাকা উইন্ডিজের সাফল্যের হার ৪.১৭। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বীরত্বপূর্ণ ড্র ছাড়া আর কোনো অর্জন নেই ক্যারিবীয়দের।

চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের চার থেকে ছয়ে অবস্থান করছে এশিয়ার তিন দল। চার, পাঁচ ও ছয়ে থাকা শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারতের সাফল্যের হার ৬৬.৬৭, ৫০ ও ৪৮.১৫। ভারত ও বাংলাদেশের মাঝে অবস্থান করছে ইংল্যান্ড। সাত নম্বরে থাকা ইংল্যান্ডের সাফল্যের হার ২৭.০৮। ঘরের মাঠে এ বছরের জুন-আগস্টে ইংল্যান্ড ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ ব্যবধানে ড্র করে ভারতের বিপক্ষে। দুই ম্যাচ আগে অ্যাশেজ খোয়ানোর ফলে আরও বেকায়দায় পড়েছে ইংলিশরা।

২০২৫-২৭ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার আট নম্বরে বাংলাদেশ। ছবি: বিসিবি
২০২৫-২৭ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার আট নম্বরে বাংলাদেশ। ছবি: বিসিবি

বাংলাদেশ এ বছরের নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডকে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই করে। মুশফিকুর রহিম তাঁর ক্যারিয়ারের শততম টেস্টে রেকর্ড সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন। তবে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়। এই চক্রে শ্রীলঙ্কার বিপক্ষে জুনে ২ ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশ হেরেছে ১-০ ব্যবধানে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০১৯-২১, ২০২১-২৩ চক্রে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এই দুইবারই রানার্সআপ হয়েছে। সবশেষ ২০২৩-২৫ চক্রে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা।

২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল

সাফল্যের হার পয়েন্ট ম্যাচ

অস্ট্রেলিয়া ১০০ ৭২ ৬

নিউজিল্যান্ড ৭৭.৭৮ ২৮ ৩

দক্ষিণ আফ্রিকা ৭৫ ৩৬ ৪

শ্রীলঙ্কা ৬৬.৬৭ ১৬ ২

পাকিস্তান ৫০ ১২ ২

ভারত ৪৮.১৫ ৫২ ৯

ইংল্যান্ড ২৭.০৮ ২৬ ৮

বাংলাদেশ ১৬.৬৭ ৪ ২

ওয়েস্ট ইন্ডিজ ৪.১৭ ৪ ৮

*২০২৫-এর ২২ ডিসেম্বর নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টেস্ট পর্যন্ত

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত