
এশিয়া কাপ নিয়ে অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে পাকিস্তান ও ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে। তবে কোনো পক্ষই সমঝোতায় আসতে পারেনি এখনো। ভারত শুরু থেকেই জানিয়ে আসছে পাকিস্তানে এশিয়া কাপ হলে তারা খেলতে যাবে না। এমন পরিস্থিতিতে তাই বিকল্প পথ হিসেবে ‘হাইব্রিড মডেলের’ প্রস্তাব রেখেছিল পাকিস্তান।
এতেও মন গলেনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। তাদের চাওয়া নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজন করা। এমতাবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আশা করেছিল এশিয়ার বাকি তিন শক্তিশালী বোর্ড তাদের পাশে থাকবে। কিন্তু টুর্নামেন্টের সময় যত ঘনিয়ে আসছে, ততই পিসিবির আশা মিইয়ে যাচ্ছে। ফলে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছে পিসিবি। এমনটি নিশ্চিত করেছে পিটিআই, যার প্রথম কোপটা পড়ল শ্রীলঙ্কার ওপরে। পাকিস্তানের সঙ্গে কিছু ওয়ানডে ম্যাচ খেলার প্রস্তাব রেখেছিল শ্রীলঙ্কা। কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে না করে দিয়েছে পিসিবি। পিসিবির এক সূত্রের বরাত দিয়ে পিটিআই বলেছে, ‘শ্রীলঙ্কায় পরের মাসে কয়েকটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পিসিবি। এতে করে দুই বোর্ডের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের উদাহরণ দেখা দিয়েছে।’
শ্রীলঙ্কার ওপর যে পাকিস্তান অসন্তুষ্ট, তা প্রস্তাব প্রত্যাখ্যান করার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে বলে জানিয়েছে পিসিবির ওই সূত্র। তিনি বলেছেন, ‘এটি স্পষ্ট যে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ওপর পিসিবি খুশি নয়, সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজনে পাকিস্তানকে সহায়তা না করায়।’
পাকিস্তানের বিপক্ষে জুলাইয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট রয়েছে শ্রীলঙ্কার। টেস্ট দুটির পরিবর্তে কয়েকটি ওয়ানডে ম্যাচ খেলতে চেয়েছে এসএলসি। এবারের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ না পাওয়ায় বাছাইপর্বের আগে নিজেদের আরও ভালো প্রস্তুতির জন্য পিসিবিকে এমন প্রস্তাব দিয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু ক্ষুব্ধ হয়ে তাদের সেই প্রস্তাবে না করে দিয়েছে পিসিবি।

এশিয়া কাপ নিয়ে অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে পাকিস্তান ও ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে। তবে কোনো পক্ষই সমঝোতায় আসতে পারেনি এখনো। ভারত শুরু থেকেই জানিয়ে আসছে পাকিস্তানে এশিয়া কাপ হলে তারা খেলতে যাবে না। এমন পরিস্থিতিতে তাই বিকল্প পথ হিসেবে ‘হাইব্রিড মডেলের’ প্রস্তাব রেখেছিল পাকিস্তান।
এতেও মন গলেনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। তাদের চাওয়া নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজন করা। এমতাবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আশা করেছিল এশিয়ার বাকি তিন শক্তিশালী বোর্ড তাদের পাশে থাকবে। কিন্তু টুর্নামেন্টের সময় যত ঘনিয়ে আসছে, ততই পিসিবির আশা মিইয়ে যাচ্ছে। ফলে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছে পিসিবি। এমনটি নিশ্চিত করেছে পিটিআই, যার প্রথম কোপটা পড়ল শ্রীলঙ্কার ওপরে। পাকিস্তানের সঙ্গে কিছু ওয়ানডে ম্যাচ খেলার প্রস্তাব রেখেছিল শ্রীলঙ্কা। কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে না করে দিয়েছে পিসিবি। পিসিবির এক সূত্রের বরাত দিয়ে পিটিআই বলেছে, ‘শ্রীলঙ্কায় পরের মাসে কয়েকটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পিসিবি। এতে করে দুই বোর্ডের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের উদাহরণ দেখা দিয়েছে।’
শ্রীলঙ্কার ওপর যে পাকিস্তান অসন্তুষ্ট, তা প্রস্তাব প্রত্যাখ্যান করার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে বলে জানিয়েছে পিসিবির ওই সূত্র। তিনি বলেছেন, ‘এটি স্পষ্ট যে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ওপর পিসিবি খুশি নয়, সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজনে পাকিস্তানকে সহায়তা না করায়।’
পাকিস্তানের বিপক্ষে জুলাইয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট রয়েছে শ্রীলঙ্কার। টেস্ট দুটির পরিবর্তে কয়েকটি ওয়ানডে ম্যাচ খেলতে চেয়েছে এসএলসি। এবারের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ না পাওয়ায় বাছাইপর্বের আগে নিজেদের আরও ভালো প্রস্তুতির জন্য পিসিবিকে এমন প্রস্তাব দিয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু ক্ষুব্ধ হয়ে তাদের সেই প্রস্তাবে না করে দিয়েছে পিসিবি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
২ ঘণ্টা আগে