
যত দিন যাচ্ছে, কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নানা পেশার মানুষের সম্পৃক্ততা তৈরি হয়েছে। চলমান আন্দোলনে তরুণ সমাজকে পিঠ চাপড়ে দিয়েছেন ক্রিকেটার নুরুল হাসান সোহান।
সারা দেশে আজ চলছে ‘কমপ্লিট শাটডাউন কর্মসূচি’। আগের চেয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। টিভি, ফেসবুক থেকে জানা যাচ্ছে একের পর এক মৃত্যুর সংবাদ। উত্তপ্ত পরিস্থিতির দিনে বাংলাদেশ সময় বিকেলে সোহান পোস্ট দিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আমাদের তরুণ প্রজন্ম দেখিয়ে দিচ্ছে কীভাবে ঐক্যবদ্ধ হতে হয় এবং ঐক্যবদ্ধভাবে তারা কতটা শক্তিশালী। সত্যি বলতে তাদের সঠিক পথে পরিচালিত হতে দিলে তারাই বাংলাদেশকে বিশ্ব মঞ্চে পরের ধাপে নিয়ে যেতে পারে। তাদের মধ্যে ওই সাহস, শক্তি ও নিঃস্বার্থপরতা আছে। তারাই পারবে আমাদের দেশের এই স্বার্থপরতার সংস্কৃতিতে পরিবর্তন করতে। তাই দয়া করে তাদেরকে বিপৎগামী করার চেষ্টা করবেন না। তাদের নষ্ট করবেন না।’
বাংলাদেশে চলমান আন্দোলন নিয়ে সোহান যে একটু বেশিই চিন্তিত। এখনো পর্যন্ত তিনটি পোস্ট দিয়েছেন বাংলাদেশের ৩০ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার। সোহান পরশু ফেসবুকে লিখিছিলেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশের রক্ত আর দেখতে চাই না, শান্তি চাই।’ ফেসবুকে গতকাল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে তোলা এক শিশুর হাতে বাংলাদেশের পতাকা সম্বলিত ছবি পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে অস্ট্রেলিয়াতে থাকলেও বাংলাদেশের ‘রক্তাক্ত অবস্থা’ দেখে তিনি শান্তিতে থাকতে পারছেন না।
আন্দোলন নিয়ে সিনিয়র তারকা ক্রিকেটারদের বেশ নীরব ভূমিকা দেখা গেলেও সোহানকে সেখানে বেশ সরব দেখা যাচ্ছে। গত তিন দিনে তিনি ফেসবুকে তিনটি পোস্ট দিয়েছেন।

যত দিন যাচ্ছে, কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নানা পেশার মানুষের সম্পৃক্ততা তৈরি হয়েছে। চলমান আন্দোলনে তরুণ সমাজকে পিঠ চাপড়ে দিয়েছেন ক্রিকেটার নুরুল হাসান সোহান।
সারা দেশে আজ চলছে ‘কমপ্লিট শাটডাউন কর্মসূচি’। আগের চেয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। টিভি, ফেসবুক থেকে জানা যাচ্ছে একের পর এক মৃত্যুর সংবাদ। উত্তপ্ত পরিস্থিতির দিনে বাংলাদেশ সময় বিকেলে সোহান পোস্ট দিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আমাদের তরুণ প্রজন্ম দেখিয়ে দিচ্ছে কীভাবে ঐক্যবদ্ধ হতে হয় এবং ঐক্যবদ্ধভাবে তারা কতটা শক্তিশালী। সত্যি বলতে তাদের সঠিক পথে পরিচালিত হতে দিলে তারাই বাংলাদেশকে বিশ্ব মঞ্চে পরের ধাপে নিয়ে যেতে পারে। তাদের মধ্যে ওই সাহস, শক্তি ও নিঃস্বার্থপরতা আছে। তারাই পারবে আমাদের দেশের এই স্বার্থপরতার সংস্কৃতিতে পরিবর্তন করতে। তাই দয়া করে তাদেরকে বিপৎগামী করার চেষ্টা করবেন না। তাদের নষ্ট করবেন না।’
বাংলাদেশে চলমান আন্দোলন নিয়ে সোহান যে একটু বেশিই চিন্তিত। এখনো পর্যন্ত তিনটি পোস্ট দিয়েছেন বাংলাদেশের ৩০ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার। সোহান পরশু ফেসবুকে লিখিছিলেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশের রক্ত আর দেখতে চাই না, শান্তি চাই।’ ফেসবুকে গতকাল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে তোলা এক শিশুর হাতে বাংলাদেশের পতাকা সম্বলিত ছবি পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে অস্ট্রেলিয়াতে থাকলেও বাংলাদেশের ‘রক্তাক্ত অবস্থা’ দেখে তিনি শান্তিতে থাকতে পারছেন না।
আন্দোলন নিয়ে সিনিয়র তারকা ক্রিকেটারদের বেশ নীরব ভূমিকা দেখা গেলেও সোহানকে সেখানে বেশ সরব দেখা যাচ্ছে। গত তিন দিনে তিনি ফেসবুকে তিনটি পোস্ট দিয়েছেন।

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এ সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা, আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
৪৪ মিনিট আগে
সিরিজ শুরুর আগে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া দলকে ‘ড্যাডস আর্মি’ বলে কটাক্ষ করেছিল ইংলিশ মিডিয়া ও ইংল্যান্ডের সমর্থকেরা। শেষ পর্যন্ত ‘ড্যাড’দের অভিজ্ঞতারই জয় হয়েছে মাত্রই শেষ হওয়া অ্যাশেজে।
১ ঘণ্টা আগে
টানা হারের বৃত্তে আটকে থাকা নোয়াখালী এক্সপ্রেস নিজেদের প্রথম জয় পেয়েছে রংপুর রাইডার্সের বিপক্ষে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল নবাগত ফ্র্যাঞ্চাইজিটির কাছে ৯ রানে হেরেছে নুরুল হাসান সোহানের দল। এই হারের জন্য ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রংপুরের স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক।
১ ঘণ্টা আগে
স্বচ্ছতার বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিভিন্ন ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করার দায়িত্ব আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইন্টিগ্রিটি ইউনিট। বিষয়টি নিয়ে নিয়ম কানুন মানা হচ্ছে না বলে দাবি ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদের। তাই
২ ঘণ্টা আগে