
পাকিস্তানের জাতীয় টেলিভিশন পিটিভির সরাসরি টকশোতে উপস্থাপকের সঙ্গে বাগ্বিতণ্ডায় কোটি মানুষের সামনে পদত্যাগ করেন দেশটির সাবেক পেসার শোয়েব আখতার। সেই অনুষ্ঠানের পর পাকিস্তানিদের ‘চোখের বালি’ হয়েছেন উপস্থাপক ড. নোমান নিয়াজ।
নিউজিল্যান্ড ম্যাচের পর পাকিস্তানের জাতীয় টেলিভিশন পিটিভির ম্যাচ বিশ্লেষণধর্মী ‘গেম অন হ্যায়’ অনুষ্ঠানে অতিথি ছিলেন শোয়েব আখতার। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ রিচার্ডস ও ইংল্যান্ডের ডেভিড গাওয়ার।
আন্তর্জাতিক ক্রিকেটে শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের উঠে আসার কৃতিত্বটা পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সকে দিয়েছিলেন শোয়েব, যা মোটেও পছন্দ হয়নি উপস্থাপক ড. নোমান নিয়াজের। সরাসরি অনুষ্ঠানে শোয়েবের উদ্দেশে নোমান বলেন, ‘আপনি একটু বাড়াবাড়ি করেছেন। আমি বলতে চাইছিলাম না তবু বলতে হচ্ছে, যদি আপনি নিজেকে বেশি চালাক ভাবেন, তাহলে এই অনুষ্ঠান থেকে বের হয়ে যান। সরাসরি অনুষ্ঠানেই আমি এটা বলছি।’ পরে বিরতি শেষে অনুষ্ঠান থেকে পদত্যাগ করেন শোয়েব।
বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে টেলিভিশন কর্তৃপক্ষ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শোয়েব ও নোমান নিয়াজ-দুজনকেই অনুষ্ঠানের বাইরে রাখার ঘোষণা দিয়েছে পিটিভি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে পিটিভি কর্তৃপক্ষ বলেছে, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শোয়েব আখতার ও নোমান নিয়াজ দুজনকেই অনুষ্ঠানের বাইরে রাখা হবে।’
ঠিক কী কারণে সরাসরি বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন শোয়েব ও নিয়াজ; বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য দুজনকেই তলব করেছে তদন্ত কমিটি। তবে কমিটির সামনে আসতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন শোয়েব। টুইটারে লিখেছেন, ‘পাকিস্তানের কোটি মানুষ দেখেছে আমার সঙ্গে সরাসরি অনুষ্ঠানে কী আচরণ করা হয়েছে। পিটিভি কী পাগল? আমাকে অনুষ্ঠানের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়ার তারা কে?’
শোয়েব-নিয়াজের এই বিতর্কের জল গড়িয়েছে বহুদূর। রাজনীতিবিদ, সাংবাদিকেরা একে অপরের দিকে কথা ছুড়ছেন। পাকিস্তানের সংসদ সদস্য ফয়সাল জাভেদ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ এটা আমাদের মান-ইজ্জতের বিষয়। একদিকে আমাদের জাতীয় নায়ক, অন্যদিকে আমাদের জাতীয় টেলিভিশন। যেভাবে বিষয়টাকে সামলানো হয়েছে সেটা ভীষণ অপেশাদার। বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের কারণে যখন সবাই পাকিস্তান জাতীয় দলের প্রশংসা করছে, তখন কীভাবে এই কাণ্ড হয়? আমাদের জাতীয় নায়কদের সম্মান দেওয়া শিখতে হবে।’

পাকিস্তানের জাতীয় টেলিভিশন পিটিভির সরাসরি টকশোতে উপস্থাপকের সঙ্গে বাগ্বিতণ্ডায় কোটি মানুষের সামনে পদত্যাগ করেন দেশটির সাবেক পেসার শোয়েব আখতার। সেই অনুষ্ঠানের পর পাকিস্তানিদের ‘চোখের বালি’ হয়েছেন উপস্থাপক ড. নোমান নিয়াজ।
নিউজিল্যান্ড ম্যাচের পর পাকিস্তানের জাতীয় টেলিভিশন পিটিভির ম্যাচ বিশ্লেষণধর্মী ‘গেম অন হ্যায়’ অনুষ্ঠানে অতিথি ছিলেন শোয়েব আখতার। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ রিচার্ডস ও ইংল্যান্ডের ডেভিড গাওয়ার।
আন্তর্জাতিক ক্রিকেটে শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের উঠে আসার কৃতিত্বটা পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সকে দিয়েছিলেন শোয়েব, যা মোটেও পছন্দ হয়নি উপস্থাপক ড. নোমান নিয়াজের। সরাসরি অনুষ্ঠানে শোয়েবের উদ্দেশে নোমান বলেন, ‘আপনি একটু বাড়াবাড়ি করেছেন। আমি বলতে চাইছিলাম না তবু বলতে হচ্ছে, যদি আপনি নিজেকে বেশি চালাক ভাবেন, তাহলে এই অনুষ্ঠান থেকে বের হয়ে যান। সরাসরি অনুষ্ঠানেই আমি এটা বলছি।’ পরে বিরতি শেষে অনুষ্ঠান থেকে পদত্যাগ করেন শোয়েব।
বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে টেলিভিশন কর্তৃপক্ষ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শোয়েব ও নোমান নিয়াজ-দুজনকেই অনুষ্ঠানের বাইরে রাখার ঘোষণা দিয়েছে পিটিভি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে পিটিভি কর্তৃপক্ষ বলেছে, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শোয়েব আখতার ও নোমান নিয়াজ দুজনকেই অনুষ্ঠানের বাইরে রাখা হবে।’
ঠিক কী কারণে সরাসরি বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন শোয়েব ও নিয়াজ; বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য দুজনকেই তলব করেছে তদন্ত কমিটি। তবে কমিটির সামনে আসতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন শোয়েব। টুইটারে লিখেছেন, ‘পাকিস্তানের কোটি মানুষ দেখেছে আমার সঙ্গে সরাসরি অনুষ্ঠানে কী আচরণ করা হয়েছে। পিটিভি কী পাগল? আমাকে অনুষ্ঠানের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়ার তারা কে?’
শোয়েব-নিয়াজের এই বিতর্কের জল গড়িয়েছে বহুদূর। রাজনীতিবিদ, সাংবাদিকেরা একে অপরের দিকে কথা ছুড়ছেন। পাকিস্তানের সংসদ সদস্য ফয়সাল জাভেদ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ এটা আমাদের মান-ইজ্জতের বিষয়। একদিকে আমাদের জাতীয় নায়ক, অন্যদিকে আমাদের জাতীয় টেলিভিশন। যেভাবে বিষয়টাকে সামলানো হয়েছে সেটা ভীষণ অপেশাদার। বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের কারণে যখন সবাই পাকিস্তান জাতীয় দলের প্রশংসা করছে, তখন কীভাবে এই কাণ্ড হয়? আমাদের জাতীয় নায়কদের সম্মান দেওয়া শিখতে হবে।’

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
৫ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৮ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১০ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
১০ ঘণ্টা আগে