ক্রীড়া ডেস্ক

অফ স্টাম্পের সামান্য বাইরের বল। ফুল লেন্থ ধাঁচের নাহিদ রানার বল একটু সামনে ঝুঁকে ড্রাইভ করতে গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার কেসি কার্টি। ব্যাটের বাইরের কানা ছুঁয়ে বল ভাসল শূন্যে। ফিল্ডার সাদমান দাঁড়িয়ে না থেকে সামনে ঝুঁকে বল তালুবন্দী করতে পারলে দারুণ একটা ক্যাচ হতো সেটি। জ্যামাইকা টেস্টের তৃতীয় দিনের শুরুটাও বাংলাদেশের হতে পারত অন্য রকম।
দিনের দ্বিতীয় ওভারেই উইকেট না পেলেও নিজের দুই ওভার পরই রানা ফিরিয়ে দেন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটকে (৩৯)। রানার গতির সামনে আগে থেকে হিমশিম খাচ্ছিলেন ব্রাথওয়েট। ইনিংসের ৪৩ তম ওভারে আর শেষরক্ষা হয়নি। টপ লেন্থের বল। ঘণ্টায় ১৪২ কিলোমিটার গতি। পেছনের পায়ে ভর দিয়ে ব্লক করার চেষ্টা করেছিলেন। কিন্তু বল ব্যাটে লেগে শূন্যে ভেসে চলে যায় গালিতে। জাকির হাসান তাঁকে তালুবন্দী করলে এবার আর হতাশ হতে হয়নি রানাকে।
আগের দিন প্রথম ইনিংসে ১৬৪ রানে বাংলাদেশ অলআউট হয়ে যাওয়ার পর রানার বোলিংই ছিল বাংলাদেশ সমর্থকদের জন্য আকর্ষণ। মাত্র ১ উইকেট পেলেও বল হাতে ক্যারিবীয় ব্যাটারদের মনে ভীতি ছড়িয়েছেন বাংলাদেশের ২২ বছর বয়সী এই পেসার। ক্যারিবীয় ইনিংসে ১৩ তম ওভারে তাঁর পাঁচটি ডেলিভারি ছিল ঘণ্টায় ১৫০,১৪৯, ১৫০,১৫০ ও ১৪৮ কিলোমিটার গতির!
দ্রুতগতিতে বোলিং রানার শক্তি। তবে আগে দ্রুতগতির বলে নিজের নিয়ন্ত্রণ কম থাকলেও এখন পারছেন ‘চাঁপাই এক্সপ্রেস’। এই নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্রাথওয়েটের পর তিনি ফিরিয়েছেন কাভেম হজকে। অফ স্টাম্পের বাইরে পরে ভেতরে ঢোকার মুখে ডিফেন্স করার চেষ্টা করেছিলেন হজ। বল ব্যাটের কানা ছুঁয়ে ভেসে যায় বাতাসে। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ তৎপরতায় তালুবন্দী করেন লিটন দাস। এই ক্যাচ নিয়ে ক্রিকইনফোর কমেন্ট্রি, ‘এটা পাখি না প্লেন? না, এটা লিটন দাস। কিপার ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে চমৎকার ক্যাচ নিয়েছেন।’
দিনটি বাংলাদেশের জন্য চমৎকার কেটেছে কি না, সেটি এ প্রতিবেদন লেখা পর্যন্ত বলার উপায় ছিল না। আগের দিনের ৭০/১ স্কোর নিয়ে তৃতীয় দিন শুরু করে উইন্ডিজ ৫৭ ওভারে ৭ উইকেট হারিয়ে করেছে ১১৮ রান। আগের দিনেরটি ধরে ৩টি উইকেটই নিয়েছেন বাংলাদেশের পেস সেনসেশন রানা।
রানার দৃষ্টিনন্দন গতিময় বোলিংয়ের আগে ছিল বাংলাদেশ ব্যাটারদের ব্যর্থতার প্রদর্শনী। প্রথম দিনের ৬৯/২ স্কোর নিয়ে পরশু বাংলাদেশ অলআউট হয়েছে ১৬৪ রানে। অর্থাৎ, শেষ ৮ উইকেটে বাংলাদেশ করতে পারে মাত্র ৯৫ রান। বাংলাদেশ ইনিংসের উল্লেখযোগ্য দিক সাদমান ইসলামের ৬৪ রান। রানের দুই অঙ্ক ছোঁয়া বাকি ব্যাটার হলেন অধিনায়ক মিরাজ (৩৬), শাহাদাত (২২), তাইজুল (১৬)। সফরকারী ব্যাটারদের ব্যর্থতার বিপরীতে বল হাতে দুর্দান্ত ছিলেন ডেইডেন সিলস; ৫ রানে নিয়েছেন ৪ উইকেট।

অফ স্টাম্পের সামান্য বাইরের বল। ফুল লেন্থ ধাঁচের নাহিদ রানার বল একটু সামনে ঝুঁকে ড্রাইভ করতে গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার কেসি কার্টি। ব্যাটের বাইরের কানা ছুঁয়ে বল ভাসল শূন্যে। ফিল্ডার সাদমান দাঁড়িয়ে না থেকে সামনে ঝুঁকে বল তালুবন্দী করতে পারলে দারুণ একটা ক্যাচ হতো সেটি। জ্যামাইকা টেস্টের তৃতীয় দিনের শুরুটাও বাংলাদেশের হতে পারত অন্য রকম।
দিনের দ্বিতীয় ওভারেই উইকেট না পেলেও নিজের দুই ওভার পরই রানা ফিরিয়ে দেন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটকে (৩৯)। রানার গতির সামনে আগে থেকে হিমশিম খাচ্ছিলেন ব্রাথওয়েট। ইনিংসের ৪৩ তম ওভারে আর শেষরক্ষা হয়নি। টপ লেন্থের বল। ঘণ্টায় ১৪২ কিলোমিটার গতি। পেছনের পায়ে ভর দিয়ে ব্লক করার চেষ্টা করেছিলেন। কিন্তু বল ব্যাটে লেগে শূন্যে ভেসে চলে যায় গালিতে। জাকির হাসান তাঁকে তালুবন্দী করলে এবার আর হতাশ হতে হয়নি রানাকে।
আগের দিন প্রথম ইনিংসে ১৬৪ রানে বাংলাদেশ অলআউট হয়ে যাওয়ার পর রানার বোলিংই ছিল বাংলাদেশ সমর্থকদের জন্য আকর্ষণ। মাত্র ১ উইকেট পেলেও বল হাতে ক্যারিবীয় ব্যাটারদের মনে ভীতি ছড়িয়েছেন বাংলাদেশের ২২ বছর বয়সী এই পেসার। ক্যারিবীয় ইনিংসে ১৩ তম ওভারে তাঁর পাঁচটি ডেলিভারি ছিল ঘণ্টায় ১৫০,১৪৯, ১৫০,১৫০ ও ১৪৮ কিলোমিটার গতির!
দ্রুতগতিতে বোলিং রানার শক্তি। তবে আগে দ্রুতগতির বলে নিজের নিয়ন্ত্রণ কম থাকলেও এখন পারছেন ‘চাঁপাই এক্সপ্রেস’। এই নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্রাথওয়েটের পর তিনি ফিরিয়েছেন কাভেম হজকে। অফ স্টাম্পের বাইরে পরে ভেতরে ঢোকার মুখে ডিফেন্স করার চেষ্টা করেছিলেন হজ। বল ব্যাটের কানা ছুঁয়ে ভেসে যায় বাতাসে। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ তৎপরতায় তালুবন্দী করেন লিটন দাস। এই ক্যাচ নিয়ে ক্রিকইনফোর কমেন্ট্রি, ‘এটা পাখি না প্লেন? না, এটা লিটন দাস। কিপার ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে চমৎকার ক্যাচ নিয়েছেন।’
দিনটি বাংলাদেশের জন্য চমৎকার কেটেছে কি না, সেটি এ প্রতিবেদন লেখা পর্যন্ত বলার উপায় ছিল না। আগের দিনের ৭০/১ স্কোর নিয়ে তৃতীয় দিন শুরু করে উইন্ডিজ ৫৭ ওভারে ৭ উইকেট হারিয়ে করেছে ১১৮ রান। আগের দিনেরটি ধরে ৩টি উইকেটই নিয়েছেন বাংলাদেশের পেস সেনসেশন রানা।
রানার দৃষ্টিনন্দন গতিময় বোলিংয়ের আগে ছিল বাংলাদেশ ব্যাটারদের ব্যর্থতার প্রদর্শনী। প্রথম দিনের ৬৯/২ স্কোর নিয়ে পরশু বাংলাদেশ অলআউট হয়েছে ১৬৪ রানে। অর্থাৎ, শেষ ৮ উইকেটে বাংলাদেশ করতে পারে মাত্র ৯৫ রান। বাংলাদেশ ইনিংসের উল্লেখযোগ্য দিক সাদমান ইসলামের ৬৪ রান। রানের দুই অঙ্ক ছোঁয়া বাকি ব্যাটার হলেন অধিনায়ক মিরাজ (৩৬), শাহাদাত (২২), তাইজুল (১৬)। সফরকারী ব্যাটারদের ব্যর্থতার বিপরীতে বল হাতে দুর্দান্ত ছিলেন ডেইডেন সিলস; ৫ রানে নিয়েছেন ৪ উইকেট।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
৯ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৩ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
১৩ ঘণ্টা আগে