ক্রীড়া ডেস্ক

হাঁটুর চোটের কারণে আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্ক উড। তাই ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে এই পেসারকে পাচ্ছে না ইংল্যান্ড।
চ্যাম্পিয়নস ট্রফিতে লাহোরে আফগানিস্তানের বিপক্ষে নিজের চতুর্থ ওভার করার সময় বাঁ পায়ের হাঁটুতে চোট পান উড। ৩৮ মিনিট পর আবার মাঠে ফিরেন তিনি। কিন্তু চার ওভারের বেশি বোলিং করতে পারেননি। পরে জানা যায়, লিগামেন্টে বড় ধরনের ক্ষতি হয়েছে তাঁর। তাই গত বুধবার লন্ডনে অস্ত্রোপচার করান তিনি। গত আট মাসে দুইবার ও সবমিলিয়ে ক্যারিয়ারে আটবার ছুরি-কাঁচির নিচে যেতে হলো তাঁকে। ইংল্যান্ডের জন্য বড় এক ধাক্কা এটি।
অস্ত্রোপচারের পর ৩৫ বছর বয়সী উড বলেন, ‘গত বছর থেকে ইংল্যান্ডের হয়ে সব ফরম্যাট খেলার পর এত দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়ায় আমি হতাশ। তবে হাঁটুর চোট থেকে সেরে উঠে পূর্ণরূপে ফিরে আসার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। আমাকে সহায়তার জন্য সার্জন, চিকিৎসক, স্টাফ, কোচ, সতীর্থ এবং সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। ফিরে আসার জন্য এবং দলের হয়ে অবদান রাখতে আর তর সইছে না।’
হাঁটুর চোট থেকে সেরে উঠতে চার মাস লাগবে উডের। তাই জুলাইয়ের আগে বল হাতে মাঠে নামার সম্ভাবনা নেই বলা যায়। আগামী ২০ জুন থেকে শুরু হবে ভারত সিরিজ। পঞ্চম ও শেষ টেস্টটি মাঠে গড়াবে ৩১ জুলাই থেকে। বছরের শেষ দিকে আবার অ্যাশেজ রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত রাখতে উডকে নিয়ে ভেবেচিন্তেই এগোচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাই সাদা বলে এ বছর তাঁকে দেখার সম্ভাবনা খুব একটা নেই।

হাঁটুর চোটের কারণে আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্ক উড। তাই ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে এই পেসারকে পাচ্ছে না ইংল্যান্ড।
চ্যাম্পিয়নস ট্রফিতে লাহোরে আফগানিস্তানের বিপক্ষে নিজের চতুর্থ ওভার করার সময় বাঁ পায়ের হাঁটুতে চোট পান উড। ৩৮ মিনিট পর আবার মাঠে ফিরেন তিনি। কিন্তু চার ওভারের বেশি বোলিং করতে পারেননি। পরে জানা যায়, লিগামেন্টে বড় ধরনের ক্ষতি হয়েছে তাঁর। তাই গত বুধবার লন্ডনে অস্ত্রোপচার করান তিনি। গত আট মাসে দুইবার ও সবমিলিয়ে ক্যারিয়ারে আটবার ছুরি-কাঁচির নিচে যেতে হলো তাঁকে। ইংল্যান্ডের জন্য বড় এক ধাক্কা এটি।
অস্ত্রোপচারের পর ৩৫ বছর বয়সী উড বলেন, ‘গত বছর থেকে ইংল্যান্ডের হয়ে সব ফরম্যাট খেলার পর এত দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়ায় আমি হতাশ। তবে হাঁটুর চোট থেকে সেরে উঠে পূর্ণরূপে ফিরে আসার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। আমাকে সহায়তার জন্য সার্জন, চিকিৎসক, স্টাফ, কোচ, সতীর্থ এবং সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। ফিরে আসার জন্য এবং দলের হয়ে অবদান রাখতে আর তর সইছে না।’
হাঁটুর চোট থেকে সেরে উঠতে চার মাস লাগবে উডের। তাই জুলাইয়ের আগে বল হাতে মাঠে নামার সম্ভাবনা নেই বলা যায়। আগামী ২০ জুন থেকে শুরু হবে ভারত সিরিজ। পঞ্চম ও শেষ টেস্টটি মাঠে গড়াবে ৩১ জুলাই থেকে। বছরের শেষ দিকে আবার অ্যাশেজ রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত রাখতে উডকে নিয়ে ভেবেচিন্তেই এগোচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাই সাদা বলে এ বছর তাঁকে দেখার সম্ভাবনা খুব একটা নেই।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৯ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৫ ঘণ্টা আগে