
২, ৪, ২, ৩, ১২, ১৫, ০, ৩, ৫, ৪, ০—মাঝের ১২ ও ১৫ বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোকে সাজিয়ে নিলে মোবাইলের ডিজিট মনে হতে পারে যে কারও। অথচ এ সংখ্যাগুলো দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের রান! বিষ্ময়কর হলেও এটাই সত্যি। কেপটাউন টেস্টের প্রথমদিনে প্রোটিয়ারা অলআউট মাত্র ৫৫ রানে!
দুই সংখ্যার রান দুটি দুই মিডল অর্ডার ব্যাটার ডেভিড বেডিংহাম ও উইকেটরক্ষক কাইল ভেরেন্নের। সর্বোচ্চ ১৯ রানের জুটিটিও তাঁদের। ৩৪ রানে ৬ উইকেট হারানোর পর এই জুটিতেই ৫০ পেরোনো স্কোর। অবশ্য টেস্টে অল্পতেই গুটিয়ে যাওয়া এ আর নতুন কী দক্ষিণ আফ্রিকার জন্য!
টেস্টে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার যে তালিকা সেখানে প্রোটিয়াদের উপস্থিতিই সবচেয়ে বেশি। ৫০ রানের আগে সর্বোচ্চ ৭ বার অলআউট হয়েছে তারা। সবচেয়ে কম ২৬ রানে অলআউট হওয়ার রেকর্ডটি নিউজিল্যান্ডের। তার পরের চারটিতেই নাম দক্ষিণ আফ্রিকার। আর স্কোরগুলো হলো—৩০, ৩০, ৩৫, ৩৬। প্রথম তিনটি ইংল্যান্ডের সামনে, শেষটি অস্ট্রেলিয়ার বিপক্ষে।
এই কেপটাউনেই ১৮৯৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৫ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ১৮৮৯ সালেও একই ভেন্যু ইংলিশদের বিপক্ষে ৪৭ ও ৪৩ থেমেছিল প্রোটিয়াদের দুই ইনিংস। ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার আগের সর্বনিম্ন স্কোরটি ছিল ৭৯। ২০১৫ সালে নাগপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে চোখে সর্ষে দেখেছিল সফরকারীরা।
কিন্তু এবার কেপটাউনে নিজের নবাবী দেখালেন মোহাম্মদ সিরাজ। প্রোটিয়াদের ৫৫ রানে বাঁধার পথে ৯ ওভারে ১৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি। এটিই টেস্টে সিরাজের ক্যারিয়ার-সেরা বোলিং। গত সেপ্টেম্বরে এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে ৫১ রানে অলআউট করার পথে ৬ উইকেট নিয়েছিলেন এই পেসার।
সিরাজের তোপ দাগানোর শুরুটা ইনিংসের চতুর্থ ওভারে, ওপেনার এইডেন মার্করামকে ফিরিয়ে। মাঝখানে ত্রিস্টান স্টাবসের উইকেটটি ছাড়া স্বাগতিকদের ব্যাটিং লাইন-আপের ৭ উইকেটের ৬টি নিয়েছেন সিরাজ। প্রোটিয়াদের ১০ উইকেটের ৮টিই গেছে ভারতের পেসারদের পকেটে। ভারতের বিপক্ষে টেস্টে যেকোনো দলের এটিই সর্বনিম্ন স্কোর।

২, ৪, ২, ৩, ১২, ১৫, ০, ৩, ৫, ৪, ০—মাঝের ১২ ও ১৫ বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোকে সাজিয়ে নিলে মোবাইলের ডিজিট মনে হতে পারে যে কারও। অথচ এ সংখ্যাগুলো দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের রান! বিষ্ময়কর হলেও এটাই সত্যি। কেপটাউন টেস্টের প্রথমদিনে প্রোটিয়ারা অলআউট মাত্র ৫৫ রানে!
দুই সংখ্যার রান দুটি দুই মিডল অর্ডার ব্যাটার ডেভিড বেডিংহাম ও উইকেটরক্ষক কাইল ভেরেন্নের। সর্বোচ্চ ১৯ রানের জুটিটিও তাঁদের। ৩৪ রানে ৬ উইকেট হারানোর পর এই জুটিতেই ৫০ পেরোনো স্কোর। অবশ্য টেস্টে অল্পতেই গুটিয়ে যাওয়া এ আর নতুন কী দক্ষিণ আফ্রিকার জন্য!
টেস্টে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার যে তালিকা সেখানে প্রোটিয়াদের উপস্থিতিই সবচেয়ে বেশি। ৫০ রানের আগে সর্বোচ্চ ৭ বার অলআউট হয়েছে তারা। সবচেয়ে কম ২৬ রানে অলআউট হওয়ার রেকর্ডটি নিউজিল্যান্ডের। তার পরের চারটিতেই নাম দক্ষিণ আফ্রিকার। আর স্কোরগুলো হলো—৩০, ৩০, ৩৫, ৩৬। প্রথম তিনটি ইংল্যান্ডের সামনে, শেষটি অস্ট্রেলিয়ার বিপক্ষে।
এই কেপটাউনেই ১৮৯৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৫ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ১৮৮৯ সালেও একই ভেন্যু ইংলিশদের বিপক্ষে ৪৭ ও ৪৩ থেমেছিল প্রোটিয়াদের দুই ইনিংস। ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার আগের সর্বনিম্ন স্কোরটি ছিল ৭৯। ২০১৫ সালে নাগপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে চোখে সর্ষে দেখেছিল সফরকারীরা।
কিন্তু এবার কেপটাউনে নিজের নবাবী দেখালেন মোহাম্মদ সিরাজ। প্রোটিয়াদের ৫৫ রানে বাঁধার পথে ৯ ওভারে ১৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি। এটিই টেস্টে সিরাজের ক্যারিয়ার-সেরা বোলিং। গত সেপ্টেম্বরে এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে ৫১ রানে অলআউট করার পথে ৬ উইকেট নিয়েছিলেন এই পেসার।
সিরাজের তোপ দাগানোর শুরুটা ইনিংসের চতুর্থ ওভারে, ওপেনার এইডেন মার্করামকে ফিরিয়ে। মাঝখানে ত্রিস্টান স্টাবসের উইকেটটি ছাড়া স্বাগতিকদের ব্যাটিং লাইন-আপের ৭ উইকেটের ৬টি নিয়েছেন সিরাজ। প্রোটিয়াদের ১০ উইকেটের ৮টিই গেছে ভারতের পেসারদের পকেটে। ভারতের বিপক্ষে টেস্টে যেকোনো দলের এটিই সর্বনিম্ন স্কোর।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১৬ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
৩ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
৪ ঘণ্টা আগে