Ajker Patrika

নেটে বল করতে না চাওয়া জেমিসনই ফেরালেন কোহলিকে

আপডেট : ২২ জুন ২০২১, ১৪: ৫২
নেটে বল করতে না চাওয়া জেমিসনই ফেরালেন কোহলিকে


ঢাকা: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের প্রথম ইনিংসে এখন পর্যন্ত উইকেট পড়েছে ৭টি। এর ৩টিই নিয়েছেন কাইল জেমিসন। আজ দিনের শুরুতে ফিরিয়েছেন বিরাট কোহলিকে। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে জেমিসনের অধিনায়ক কোহলি। স্থগিত হওয়া আইপিএলে নেটে জেমিসনের বোলিং অনুশীলন করতে চেয়েও পারেননি কোহলি। আজ জেমিসনের বলেই এলবিডব্লু হয়ে ফিরেছেন ভারত অধিনায়ক।

বাজে আউটফিল্ডের কারণে আজ তৃতীয় দিনের খেলাও শুরু ৩০ মিনিট দেরিতে। আগের দিন ৪৪ রানে অপরাজিত ছিলেন কোহলি। আজ কোনো রান যোগ না করেই ফিরেছেন ভারত অধিনায়ক। জেমিসনের লেংথ বলটা কোহলির ব্যাট মিস করে প্যাডে লাগে। জেমিসনের আবেদনে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার মাইকেল গফ। আম্পায়ারের সিদ্ধান্তের বিপক্ষে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি কোহলি। মাঝপথে স্থগিত হয়ে যাওয়া এবারের আইপিএলে একই দলে ছিলেন কোহলি-জেমিসন।

আইপিএল শেষ করেই নিউজিল্যান্ড খেলোয়াড়েরা সরাসরি ইংল্যান্ডে যাবেন আগে ঠিক করা ছিল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ ছিল ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডে যাওয়ার আগে আইপিএলের ফাঁকে তাই টেস্টের প্রস্তুতি সারতে সঙ্গে করে ডিউক বল নিয়ে গিয়েছিলেন নিউজিল্যান্ড পেসার জেমিসন। সেই বল দিয়েই একদিন নেটে অনুশীলন করছিলেন জেমিসন। সেই মুহূর্তে জেমিসনের বলে নেটে খেলতে চেয়েছিলেন কোহলি। কোহলির অনুরোধ রাখেননি জেমিসন। পরে সেই কথা বাইরে জানিয়ে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টিম ম্যানেজমেন্টের তোপের মুখে পড়েছিলেন ড্যান ক্রিস্টিয়ান।

কোহলির বিদায়ের পর দ্রুত আরও ৩ উইকেট হারিয়েছে ভারত। ফিরে গেছেন উইকেটরক্ষক–ব্যাটসম্যান ঋশভ পান্ট। জেমিসনের বলে সেকেন্ড স্লিপে টম ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে ৪ রানে ফেরেন পান্ট। উইকেটে থিতু হতে পারেননি আগের দিনে ২৮ রানে অপরাজিত থাকা রাহানে। হাফ সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকতে বাঁহাতি পেসার নিল ওয়াগনারের বলে স্লিপে ল্যাথামকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত