
ঢাকা: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের প্রথম ইনিংসে এখন পর্যন্ত উইকেট পড়েছে ৭টি। এর ৩টিই নিয়েছেন কাইল জেমিসন। আজ দিনের শুরুতে ফিরিয়েছেন বিরাট কোহলিকে। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে জেমিসনের অধিনায়ক কোহলি। স্থগিত হওয়া আইপিএলে নেটে জেমিসনের বোলিং অনুশীলন করতে চেয়েও পারেননি কোহলি। আজ জেমিসনের বলেই এলবিডব্লু হয়ে ফিরেছেন ভারত অধিনায়ক।
বাজে আউটফিল্ডের কারণে আজ তৃতীয় দিনের খেলাও শুরু ৩০ মিনিট দেরিতে। আগের দিন ৪৪ রানে অপরাজিত ছিলেন কোহলি। আজ কোনো রান যোগ না করেই ফিরেছেন ভারত অধিনায়ক। জেমিসনের লেংথ বলটা কোহলির ব্যাট মিস করে প্যাডে লাগে। জেমিসনের আবেদনে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার মাইকেল গফ। আম্পায়ারের সিদ্ধান্তের বিপক্ষে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি কোহলি। মাঝপথে স্থগিত হয়ে যাওয়া এবারের আইপিএলে একই দলে ছিলেন কোহলি-জেমিসন।
আইপিএল শেষ করেই নিউজিল্যান্ড খেলোয়াড়েরা সরাসরি ইংল্যান্ডে যাবেন আগে ঠিক করা ছিল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ ছিল ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডে যাওয়ার আগে আইপিএলের ফাঁকে তাই টেস্টের প্রস্তুতি সারতে সঙ্গে করে ডিউক বল নিয়ে গিয়েছিলেন নিউজিল্যান্ড পেসার জেমিসন। সেই বল দিয়েই একদিন নেটে অনুশীলন করছিলেন জেমিসন। সেই মুহূর্তে জেমিসনের বলে নেটে খেলতে চেয়েছিলেন কোহলি। কোহলির অনুরোধ রাখেননি জেমিসন। পরে সেই কথা বাইরে জানিয়ে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টিম ম্যানেজমেন্টের তোপের মুখে পড়েছিলেন ড্যান ক্রিস্টিয়ান।
কোহলির বিদায়ের পর দ্রুত আরও ৩ উইকেট হারিয়েছে ভারত। ফিরে গেছেন উইকেটরক্ষক–ব্যাটসম্যান ঋশভ পান্ট। জেমিসনের বলে সেকেন্ড স্লিপে টম ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে ৪ রানে ফেরেন পান্ট। উইকেটে থিতু হতে পারেননি আগের দিনে ২৮ রানে অপরাজিত থাকা রাহানে। হাফ সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকতে বাঁহাতি পেসার নিল ওয়াগনারের বলে স্লিপে ল্যাথামকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

ঢাকা: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের প্রথম ইনিংসে এখন পর্যন্ত উইকেট পড়েছে ৭টি। এর ৩টিই নিয়েছেন কাইল জেমিসন। আজ দিনের শুরুতে ফিরিয়েছেন বিরাট কোহলিকে। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে জেমিসনের অধিনায়ক কোহলি। স্থগিত হওয়া আইপিএলে নেটে জেমিসনের বোলিং অনুশীলন করতে চেয়েও পারেননি কোহলি। আজ জেমিসনের বলেই এলবিডব্লু হয়ে ফিরেছেন ভারত অধিনায়ক।
বাজে আউটফিল্ডের কারণে আজ তৃতীয় দিনের খেলাও শুরু ৩০ মিনিট দেরিতে। আগের দিন ৪৪ রানে অপরাজিত ছিলেন কোহলি। আজ কোনো রান যোগ না করেই ফিরেছেন ভারত অধিনায়ক। জেমিসনের লেংথ বলটা কোহলির ব্যাট মিস করে প্যাডে লাগে। জেমিসনের আবেদনে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার মাইকেল গফ। আম্পায়ারের সিদ্ধান্তের বিপক্ষে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি কোহলি। মাঝপথে স্থগিত হয়ে যাওয়া এবারের আইপিএলে একই দলে ছিলেন কোহলি-জেমিসন।
আইপিএল শেষ করেই নিউজিল্যান্ড খেলোয়াড়েরা সরাসরি ইংল্যান্ডে যাবেন আগে ঠিক করা ছিল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ ছিল ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডে যাওয়ার আগে আইপিএলের ফাঁকে তাই টেস্টের প্রস্তুতি সারতে সঙ্গে করে ডিউক বল নিয়ে গিয়েছিলেন নিউজিল্যান্ড পেসার জেমিসন। সেই বল দিয়েই একদিন নেটে অনুশীলন করছিলেন জেমিসন। সেই মুহূর্তে জেমিসনের বলে নেটে খেলতে চেয়েছিলেন কোহলি। কোহলির অনুরোধ রাখেননি জেমিসন। পরে সেই কথা বাইরে জানিয়ে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টিম ম্যানেজমেন্টের তোপের মুখে পড়েছিলেন ড্যান ক্রিস্টিয়ান।
কোহলির বিদায়ের পর দ্রুত আরও ৩ উইকেট হারিয়েছে ভারত। ফিরে গেছেন উইকেটরক্ষক–ব্যাটসম্যান ঋশভ পান্ট। জেমিসনের বলে সেকেন্ড স্লিপে টম ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে ৪ রানে ফেরেন পান্ট। উইকেটে থিতু হতে পারেননি আগের দিনে ২৮ রানে অপরাজিত থাকা রাহানে। হাফ সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকতে বাঁহাতি পেসার নিল ওয়াগনারের বলে স্লিপে ল্যাথামকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১০ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১০ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১১ ঘণ্টা আগে