
আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপ পাকিস্তানে হওয়া মানেই নিরাপত্তা নিয়ে চিন্তা। বিশেষ করে, ভারতীয় ক্রিকেট দল নিরাপত্তার অজুহাত দিয়ে ১৬ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পাকিস্তানে যাচ্ছে না। সেকারণেই কি না আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষক দলের পাকিস্তানে আসা।
২০২৫ এর ফেব্রুয়ারি-মার্চে আট দল নিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। আইসিসির নিরাপত্তা বিভাগের প্রধান ডেভ মাস্কার আজ লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পিসিবির সঙ্গে আজ বৈঠক করেছেন। পিসিবির চীফ অপারেটিং অফিসার সালমান নাসিরসহ অন্যান্য কর্মকর্তারাও ছিলেন। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি যেন সুষ্ঠুভাবে আয়োজন করা যায়, সেজন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারটিই ছিল এনসিএতে হওয়া বৈঠকের মূল বিষয়বস্তু। নাসিরও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক গঠনমূলক আলোচনা ও নিজের চিন্তাভাবনার কথা মাস্কারের সঙ্গে শেয়ার করেছেন। একই সঙ্গে বৈঠকে এনসিএর বর্তমান নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলাপ-আলোচনা হয়েছে। টুর্নামেন্টকে সামনে রেখে এনসিএর পুনঃসংস্কার প্রয়োজন আছে কি না, সে ব্যাপারেও কথাবার্তা হয়েছে।
ভারতের কথা চিন্তা করে চ্যাম্পিয়নস ট্রফির সব ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনাও পাকিস্তানের। ক্রিকইনফোর কদিন আগের এক প্রতিবেদনে সেটা জানা গেছে। লাহোরে ম্যাচ হলে প্রতিবেশী দেশ ভারতের ভক্ত-সমর্থকদের জন্যও খেলা দেখতে যাওয়া তুলনামূলক সহজ হবে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াগা সীমান্ত থেকে গাদ্দাফি স্টেডিয়ামের দূরত্ব ২৯ কিলোমিটার। টুর্নামেন্টটির ফাইনালও লাহোরে হতে পারে বলে জানা গেছে।
এর আগে আইসিসির এক প্রতিনিধি দল পাকিস্তান সফরে এসেছে। চ্যাম্পিয়নস ট্রফির জন্য করাচি ন্যাশনাল স্টেডিয়াম, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কতটা প্রস্তুত, তা মূল্যায়ন করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। আইসিসির প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে।
আরও পড়ুন:

আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপ পাকিস্তানে হওয়া মানেই নিরাপত্তা নিয়ে চিন্তা। বিশেষ করে, ভারতীয় ক্রিকেট দল নিরাপত্তার অজুহাত দিয়ে ১৬ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পাকিস্তানে যাচ্ছে না। সেকারণেই কি না আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষক দলের পাকিস্তানে আসা।
২০২৫ এর ফেব্রুয়ারি-মার্চে আট দল নিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। আইসিসির নিরাপত্তা বিভাগের প্রধান ডেভ মাস্কার আজ লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পিসিবির সঙ্গে আজ বৈঠক করেছেন। পিসিবির চীফ অপারেটিং অফিসার সালমান নাসিরসহ অন্যান্য কর্মকর্তারাও ছিলেন। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি যেন সুষ্ঠুভাবে আয়োজন করা যায়, সেজন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারটিই ছিল এনসিএতে হওয়া বৈঠকের মূল বিষয়বস্তু। নাসিরও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক গঠনমূলক আলোচনা ও নিজের চিন্তাভাবনার কথা মাস্কারের সঙ্গে শেয়ার করেছেন। একই সঙ্গে বৈঠকে এনসিএর বর্তমান নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলাপ-আলোচনা হয়েছে। টুর্নামেন্টকে সামনে রেখে এনসিএর পুনঃসংস্কার প্রয়োজন আছে কি না, সে ব্যাপারেও কথাবার্তা হয়েছে।
ভারতের কথা চিন্তা করে চ্যাম্পিয়নস ট্রফির সব ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনাও পাকিস্তানের। ক্রিকইনফোর কদিন আগের এক প্রতিবেদনে সেটা জানা গেছে। লাহোরে ম্যাচ হলে প্রতিবেশী দেশ ভারতের ভক্ত-সমর্থকদের জন্যও খেলা দেখতে যাওয়া তুলনামূলক সহজ হবে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াগা সীমান্ত থেকে গাদ্দাফি স্টেডিয়ামের দূরত্ব ২৯ কিলোমিটার। টুর্নামেন্টটির ফাইনালও লাহোরে হতে পারে বলে জানা গেছে।
এর আগে আইসিসির এক প্রতিনিধি দল পাকিস্তান সফরে এসেছে। চ্যাম্পিয়নস ট্রফির জন্য করাচি ন্যাশনাল স্টেডিয়াম, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কতটা প্রস্তুত, তা মূল্যায়ন করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। আইসিসির প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে।
আরও পড়ুন:

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১২ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১৪ ঘণ্টা আগে