
গল টেস্টে দাপট দেখিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। কলম্বো টেস্টেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে ভাবতে হয়নি অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। লক্ষ্যটা নিশ্চয় প্রথম ইনিংসে বড় স্কোর গড়ে নিরাপদ অবস্থান তৈরি করা। তবে সে আশায় গুঁড়েবালি। শ্রীলঙ্কার বোলারদের সম্মিলিত আক্রমণে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনটায় শুধু হাঁসফাঁসই করল বাংলাদেশ। দিন শেষে ৮ উইকেটে ২২০ রান তুলেছে তারা।
বাংলাদেশের ছয় ব্যাটারই দারুণ শুরু পেয়েছেন, তবে থিতু হয়েও সেই ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন তাঁরা। তাইজুল ইসলাম ৯ ও ইবাদত হোসেন ৫ রানে অপরাজিত আছেন। সফরকারীদের ইনিংসে নেই কোনো ফিফটিও। অথচ আগের টেস্টেই গলে সেঞ্চুরি ছিল ৩ টি, ফিফটিও ছিল একাধিক।
এক ম্যাচ ভালো করলে বাংলাদেশের ক্রিকেটাররা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন খুব কম সময়ই। গলে দারুণ খেলার পর আজ কলম্বোয় দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ব্যাটাররা উইকেট বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতায় নামেন। এনামুল হক বিজয় ১০ বল খেলেও কোনো রান করতে পারেননি। প্রথম টেস্টেও ব্যর্থ ছিলেন এই ওপেনার। তাঁর ব্যাটিং ও আউট হওয়ার ধরনই আজ ‘টক অব দ্য টাউন’। মুমিনুল হক (৩৯ বলে ২১ রান) থিতু হয়ে উইকেট উপহার দিয়েছেন। মধ্যাহ্নভোজের বিরতির পর বাংলাদেশ দ্রুত হারিয়েছে শান্ত, সাদমান ইসলামেরও উইকেট।
৭৬ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। ৯৩ বলে ৪৬ রানে ফেরেন ওপেনার সাদমান। পঞ্চম উইকেটে মুশফিক-লিটন প্রতিরোধের চেষ্টা করেন। ৩৪ রানে লিটন আউটে হলে ভাঙে ৬৭ রানের জুটি। লিটন ফেরার কয়েক ওভার পরেই আউট হন মুশফিকুর রহিম। ৭৫ বলে ৩৫ রান আসে তাঁর ব্যাট থেকে। মাঝে লম্বা সময় বৃষ্টি হয়েছিল। আসিতা, বিশ্ব ফার্নান্দো ও সৌনাল দিনুশা ২টি করে উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার বোলারদের মধ্যে।
তারপর মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান আরেকটি জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু আসিতা ফার্নান্দোর বলে ৫১ বলে ২৫ রানে নাঈম আউট হলে ৩৭ রানে থেমে যায় এ জুটি। সাবলীল ব্যাটিংয়ে দ্রুত রান তুলছিলেন মিরাজ। তবে দ্বিতীয় টেস্টে ফেরে ৪২ বলে ৩১ ইনিংসে ফিরেছেন তিনি। থিতু হয়েই আউট হয়েছেন ব্যাটাররা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন।
১৯ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যাবতীয় সব প্রশ্নের উত্তর মিলবে অল্প কিছুক্ষণের মধ্যেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে চলছে ক্রিকেটারদের পূর্বনির্ধারিত বৈঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বিসিবির অন্যান্য কর্মকর্তারাও এসেছেন।
১ ঘণ্টা আগে
মিরপুর শেরেবাংলায় আগামীকাল ২০২৬ বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্স। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা, তাতে অন্যান্যবারের মতো ফাইনালের আগে উত্তাপ নেই বললেই চলে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা না খেলার ইস্যু মীমাংসিত হচ্ছে আজ। বিকেলে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। সেখানেই আসবে সিদ্ধান্ত।
২ ঘণ্টা আগে