ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাওয়ার আগে নাজমুল হোসেন শান্ত দেশের ক্রিকেটপ্রেমীদের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু মাঠের ক্রিকেটে এর বিন্দুমাত্র প্রতিফলন দেখা গেল না। ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি— পাঁচ দিনেই গল্প শেষ বাংলাদেশ ক্রিকেট দলের। শান্তর সেই কথা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যঙ্গ বিদ্রুপ।
ভারত, নিউজিল্যান্ড দুই দলের কাছে বাজেভাবে হেরে গ্রুপ পর্বেই থেমে যায় বাংলাদেশের পথচলা। টুর্নামেন্টে সান্ত্বনার জয় পেতে শান্তর দল রাওয়ালপিন্ডিতে আগামীকাল খেলতে নামবে পাকিস্তানের বিপক্ষে। আনুষ্ঠানিকতার ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাসের যে কথা শান্ত বলেছিলেন, সেই প্রশ্ন এসেছে সালাহউদ্দিনের সংবাদ সম্মেলনে। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এখানে কেন এসেছেন? আমি কি বলব শুধুই অংশ নিতে এসেছি? একজন অধিনায়ক যদি স্বপ্ন না দেখে দল কীভাবে দেখবে? সাধারণ ব্যাপার।’
চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই এ বছরের আন্তর্জাতিক ক্রিকেট মিশন শুরু হয়েছে বাংলাদেশের। আইসিসির এই ইভেন্টের আগে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়রা খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। ২০ ওভারের ম্যাচ দিয়ে যে ৫০ ওভারের প্রস্তুতি হয় না, সেটা চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রধান কোচ ফিল সিমন্স সংবাদ সম্মেলনে স্বীকার করেছিলেন। সেটারই বাস্তব প্রমাণ দেখা গেল মাঠে। আইসিসির এই ইভেন্টে মুশফিক, মাহমুদউল্লাহ কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। ভারতের বিপক্ষে হৃদয় সেঞ্চুরির পর নিউজিল্যান্ডের বিপক্ষে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে।
সালাহউদ্দিনের মতে চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশ ভালো প্রস্তুতি নিতে পারেনি। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘এই টুর্নামেন্ট খেলার আগে ৫টা দল ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে আসতে পারিনি। আমরা বিপিএল খেলে এসেছি। এটা সেভাবে বোর্ড, ক্রিকেটার সবারই চিন্তা করতে হবে। হুট করে বলে দিলে সাফল্য আসবে না।’
‘এ’ গ্রুপ থেকে ভারত, নিউজিল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে ঠিকই। আর গ্রুপ পর্বে বিদায় ঘণ্টা বেজে যাওয়া বাংলাদেশ, পাকিস্তানের কেউই জয়ের খাতা খুলতে পারেননি টুর্নামেন্টে। রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি নিয়মরক্ষার হলেও সালাহউদ্দিন হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘পাকিস্তান ভালো করেনি। আমরাও করেনি। দুই দল কেউ চাইবে না হালকাভাবে ক্রিকেট খেলি। আশা করি ভালো ম্যাচ হবে।’
আরও পড়ুন:

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাওয়ার আগে নাজমুল হোসেন শান্ত দেশের ক্রিকেটপ্রেমীদের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু মাঠের ক্রিকেটে এর বিন্দুমাত্র প্রতিফলন দেখা গেল না। ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি— পাঁচ দিনেই গল্প শেষ বাংলাদেশ ক্রিকেট দলের। শান্তর সেই কথা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যঙ্গ বিদ্রুপ।
ভারত, নিউজিল্যান্ড দুই দলের কাছে বাজেভাবে হেরে গ্রুপ পর্বেই থেমে যায় বাংলাদেশের পথচলা। টুর্নামেন্টে সান্ত্বনার জয় পেতে শান্তর দল রাওয়ালপিন্ডিতে আগামীকাল খেলতে নামবে পাকিস্তানের বিপক্ষে। আনুষ্ঠানিকতার ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাসের যে কথা শান্ত বলেছিলেন, সেই প্রশ্ন এসেছে সালাহউদ্দিনের সংবাদ সম্মেলনে। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এখানে কেন এসেছেন? আমি কি বলব শুধুই অংশ নিতে এসেছি? একজন অধিনায়ক যদি স্বপ্ন না দেখে দল কীভাবে দেখবে? সাধারণ ব্যাপার।’
চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই এ বছরের আন্তর্জাতিক ক্রিকেট মিশন শুরু হয়েছে বাংলাদেশের। আইসিসির এই ইভেন্টের আগে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়রা খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। ২০ ওভারের ম্যাচ দিয়ে যে ৫০ ওভারের প্রস্তুতি হয় না, সেটা চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রধান কোচ ফিল সিমন্স সংবাদ সম্মেলনে স্বীকার করেছিলেন। সেটারই বাস্তব প্রমাণ দেখা গেল মাঠে। আইসিসির এই ইভেন্টে মুশফিক, মাহমুদউল্লাহ কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। ভারতের বিপক্ষে হৃদয় সেঞ্চুরির পর নিউজিল্যান্ডের বিপক্ষে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে।
সালাহউদ্দিনের মতে চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশ ভালো প্রস্তুতি নিতে পারেনি। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘এই টুর্নামেন্ট খেলার আগে ৫টা দল ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে আসতে পারিনি। আমরা বিপিএল খেলে এসেছি। এটা সেভাবে বোর্ড, ক্রিকেটার সবারই চিন্তা করতে হবে। হুট করে বলে দিলে সাফল্য আসবে না।’
‘এ’ গ্রুপ থেকে ভারত, নিউজিল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে ঠিকই। আর গ্রুপ পর্বে বিদায় ঘণ্টা বেজে যাওয়া বাংলাদেশ, পাকিস্তানের কেউই জয়ের খাতা খুলতে পারেননি টুর্নামেন্টে। রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি নিয়মরক্ষার হলেও সালাহউদ্দিন হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘পাকিস্তান ভালো করেনি। আমরাও করেনি। দুই দল কেউ চাইবে না হালকাভাবে ক্রিকেট খেলি। আশা করি ভালো ম্যাচ হবে।’
আরও পড়ুন:

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
১ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
২ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৩ ঘণ্টা আগে