Ajker Patrika

পাপন ক্রিকেটকে মাটিতে নামিয়েছেন, বললেন সাবের

আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ২০: ৩৪
পাপন ক্রিকেটকে মাটিতে নামিয়েছেন, বললেন সাবের

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর সমালোচনার মুখে পড়েছে দেশের ক্রিকেট। বাদ যাচ্ছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও। তাঁকে কাঠগড়ায় তুলেছেন বিসিবির সাবেক সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে পাপনসহ বর্তমান ক্রিকেট বোর্ডের কড়া সমালোচনা করেছেন সাবেক এই বিসিবি সভাপতি। 

সাবেরের সময়ে দেশের ক্রিকেট নতুন এক যুগে পা রেখেছিল। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি বিসিবির সভাপতি থাকার সময় বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছিল। বিশ্বকাপে দলের এমন হতশ্রী পারফরম্যান্সের পর সাবের লিখেছেন, ‘মিস্টার পাপনের অধীনে বাংলাদেশ ৪টা বিশ্বকাপ খেলেছে। দিনকে দিন অবস্থা খারাপ থেকে আরও খারাপ হয়েছে। সবচেয়ে বেশি সময় ধরে থাকা বিসিবির সভাপতি সবচেয়ে অযোগ্যও বটে।’ 

বাংলাদেশ দলের এমন ব্যর্থতায় সরাসরি পাপনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সাবের। তিনি মনে করেন, বর্তমান বিসিবি সভাপতি দেশের ক্রিকেটের এমন অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী। সাবের বলেছেন, ‘দোষটা সব সময় অন্যদের নয়, তিনিই (নাজমুল হাসান পাপন) আমাদের ক্রিকেটকে মাটিতে নামিয়েছেন। লজ্জা লাগে যে, আমাদের এমন একটা নির্লজ্জ ক্রিকেট বোর্ড আছে।’

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত