নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বোলিং ইউনিট হিসেবে যেকোনো প্রতিপক্ষের সঙ্গে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন বাংলাদেশের মেয়েরা। কিন্তু বরাবরই ব্যাটিংটা চিন্তার কারণ হয়েছে তাঁদের। ব্যাপারটা ভাবাচ্ছে বাংলাদেশ দলের কোচ হাসান তিলকরত্নেকেও।
আগামীকাল সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে তিলকরত্নে ব্যাটিং নিয়ে এই চিন্তার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ব্যাটিং একটি বড় চিন্তার কারণ। ওরা উইকেটে থিতু হয়ে আউট হয়ে যাচ্ছে। সবচেয়ে কঠিন কাজ হলো থিতু হওয়া। ভালো শুরু পাওয়ার পর আপনি উইকেট ছুড়ে আসতে চাইবেন না। দ্বিতীয় ম্যাচে ২৯ ওভার শেষে ৩ উইকেটে ১০৩ রান। আমরা ভাবছিলাম চাহিদার সমান্তরালেই আছি। কিন্তু ওই সময় দুর্ভাগ্যবশত পিংকির উইকেট হারানো আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।’
দ্বিতীয় ওয়ানডেতে চতুর্থ উইকেটে ফারজানা হক পিংকি ও রিতু মনির দারুণ এক জুটির পর বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসে পড়ে। ১৪ রানে ৬ উইকেট হারিয়ে বড় ব্যবধানে ম্যাচ হারে বাংলাদেশ। ব্যাটিং নিয়ে ভাবার কথা জানিয়ে তিলকরত্নে আরও বলেছেন, ‘হ্যাঁ, আমরা ব্যাটিং নিয়ে ভাবছি। বড় চিন্তার জায়গা হলো অনেক বেশি ডট বল খেলা। এ ছাড়া প্রথম পাওয়ার প্লেতেও আমরা অনেক পিছিয়ে থাকছি। আমাদের আলোচনা হয়েছে। আমি নিশ্চিত, তারা আগামীকাল ভালো পারফরম্যান্স নিয়ে আসবে।’
আগামীকাল শেষ ওয়ানডে জিতে সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিলকরত্নে। দল ঘুরে দাঁড়াবে জানিয়ে তিনি বলেছেন, ‘মেয়েরা আত্মবিশ্বাসী (ঘুরে দাঁড়াতে) ৷ দ্বিতীয় ম্যাচটি আমাদের প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি। এরপর আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। আমরা কিছু পরিকল্পনা নিয়ে এসেছি। এখন পারফরম্যান্সের দায়িত্ব ওদের। ক্রিকেটাররা খুব আত্মবিশ্বাসী। আশা করছি, কাল ভালো পারফরম্যান্স নিয়ে ঘুরে দাঁড়াবে।’

বোলিং ইউনিট হিসেবে যেকোনো প্রতিপক্ষের সঙ্গে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন বাংলাদেশের মেয়েরা। কিন্তু বরাবরই ব্যাটিংটা চিন্তার কারণ হয়েছে তাঁদের। ব্যাপারটা ভাবাচ্ছে বাংলাদেশ দলের কোচ হাসান তিলকরত্নেকেও।
আগামীকাল সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে তিলকরত্নে ব্যাটিং নিয়ে এই চিন্তার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ব্যাটিং একটি বড় চিন্তার কারণ। ওরা উইকেটে থিতু হয়ে আউট হয়ে যাচ্ছে। সবচেয়ে কঠিন কাজ হলো থিতু হওয়া। ভালো শুরু পাওয়ার পর আপনি উইকেট ছুড়ে আসতে চাইবেন না। দ্বিতীয় ম্যাচে ২৯ ওভার শেষে ৩ উইকেটে ১০৩ রান। আমরা ভাবছিলাম চাহিদার সমান্তরালেই আছি। কিন্তু ওই সময় দুর্ভাগ্যবশত পিংকির উইকেট হারানো আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।’
দ্বিতীয় ওয়ানডেতে চতুর্থ উইকেটে ফারজানা হক পিংকি ও রিতু মনির দারুণ এক জুটির পর বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসে পড়ে। ১৪ রানে ৬ উইকেট হারিয়ে বড় ব্যবধানে ম্যাচ হারে বাংলাদেশ। ব্যাটিং নিয়ে ভাবার কথা জানিয়ে তিলকরত্নে আরও বলেছেন, ‘হ্যাঁ, আমরা ব্যাটিং নিয়ে ভাবছি। বড় চিন্তার জায়গা হলো অনেক বেশি ডট বল খেলা। এ ছাড়া প্রথম পাওয়ার প্লেতেও আমরা অনেক পিছিয়ে থাকছি। আমাদের আলোচনা হয়েছে। আমি নিশ্চিত, তারা আগামীকাল ভালো পারফরম্যান্স নিয়ে আসবে।’
আগামীকাল শেষ ওয়ানডে জিতে সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিলকরত্নে। দল ঘুরে দাঁড়াবে জানিয়ে তিনি বলেছেন, ‘মেয়েরা আত্মবিশ্বাসী (ঘুরে দাঁড়াতে) ৷ দ্বিতীয় ম্যাচটি আমাদের প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি। এরপর আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। আমরা কিছু পরিকল্পনা নিয়ে এসেছি। এখন পারফরম্যান্সের দায়িত্ব ওদের। ক্রিকেটাররা খুব আত্মবিশ্বাসী। আশা করছি, কাল ভালো পারফরম্যান্স নিয়ে ঘুরে দাঁড়াবে।’

একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচগান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলকেও। ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীরা।
৯ মিনিট আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধুমাত্র জানিয়েছে, চারদিকে যা ঘটছে তাতে এই সিদ্ধান্ত নে
১৪ মিনিট আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১ ঘণ্টা আগে
সাদা পোশাকে সাদা বলের ক্রিকেট খেলতেই যেন বেশি পছন্দ করেন ট্রাভিস হেড। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—যে সংস্করণই হোক, প্রতিপক্ষ দলের কাছে মূর্তিমান এক আতঙ্ক তিনি। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার আজ পেছনে ফেলেছেন স্যার ডন ব্র্যাডম্যানকে।
২ ঘণ্টা আগে