লাইছ ত্বোহা

ব্যাটিংয়ে এবারের ঢাকা প্রিমিয়ার লিগটা (ডিপিএল) দারুণ গেছে মাহিদুল ইসলাম অঙ্কনের। তাঁর ভালো লাগাটা অন্য রকমই হওয়ার কথা। তাঁর অভিব্যক্তিতেও সেটি পরিষ্কার, ‘আসলেই অনেক ভালো লাগছে।’
৭ ফিফটি, ১ সেঞ্চুরি, ৪৬. ২১ গড়, টুর্নামেন্টের সর্বোচ্চ ৬৪৭ রান করেছেন অঙ্কন। গত কয়েক মৌসুমে পারফরম্যান্সে পিছিয়ে থাকা মোহামেডান হয়েছে ডিপিএলের রানার্সআপ। এটাও একটি ‘অর্জন’ মনে করেন অঙ্কন। নিজের ও দলের পারফরম্যান্স নিয়ে ২৫ বছর বয়সী উইকেটকিপার ব্যাটার বলেন, ‘বছরে একটা লিস্ট “এ” টুর্নামেন্ট, সেখানে সব সময় লক্ষ্য ছিল সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারলে অনেক ভালো লাগবে। দল হিসেবে আমরা রানার্সআপ হতে পেরেছি, এটাও আমার কাছে অনেক বড় অর্জন।’
মোহামেডানের বেশির ভাগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা অঙ্কন নিজের ব্যাটিং নিয়ে আরেকটু খুলে বললেন, ‘আমি যে ভূমিকাটা পালন করি, দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। দল চেয়েছে এক দিক থেকে লম্বা সময় ব্যাটিং করি। তখন দেখা গেছে দল ভালো করছে। ব্যাপারটা আমিও উপভোগ করেছি।’
সর্বশেষে বিসিএল ওয়ানডেতে সর্বোচ্চ ২৩৬ রান করে টুর্নামেন্টসেরা হয়েছিলেন অঙ্কন। গড়ও চোখ কপালে ওঠার মতোই—২৩৬! বিসিএল বড় দৈর্ঘ্যের সংস্করণ, এনসিএলেও ধারাবাহিক অঙ্কন এবার ডিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক অঙ্কন স্বপ্ন দেখছেন জাতীয় দলের দুয়ারে পা রাখার। তবে সেটি তিনি সময়ের হাতেই ছেড়ে দিচ্ছেন, ‘পারফরম্যান্স যখন ওই পর্যায়ের হবে, তখনই আল্লাহ ওই সুযোগটা দেবেন। চেষ্টা থাকবে আরও ভালো করার। ভালো পারফরম্যান্স যদি ধারাবাহিকভাবে করতে পারি, আমি বিশ্বাস করি অবশ্যই সুযোগ একসময় আসবে।’
৫০ ওভারের ক্রিকেটে ৭৭ ইনিংসে ২৫ ফিফটি, ৩ সেঞ্চুরি, ৪২. ৫৫ গড়, ২৮৫১ রান। বাকি দুই সংস্করণে পরিসংখ্যান এখনো উজ্জ্বল নয়। এর ব্যাখ্যায় অঙ্কন বললেন, ‘লিস্ট ‘‘এ’’ ক্রিকেটেই শুধু প্রথম থেকে টপ অর্ডারে ব্যাটিং করার সুযোগ পেয়েছি। এক মৌসুমে নিচের দিকে ব্যাটিং করেছিলাম; অতটা ভালো হয়নি। গত পাঁচ বছরের মধ্যে চার বছরই দেখা গেছে টপ অর্ডারে ব্যাট করার কারণে টপ ফাইভ বা টেনে ছিলাম, এবার শীর্ষে থেকেছি। বাকি দুই সংস্করণ যেমন—এনসিএলে ৬-৭ নম্বরে, বিপিএল বা টি-টোয়েন্টিতে কখনো খেলছি, কখনো খেলিনি বা ব্যাটিং অর্ডারও নিচের দিকে ছিল। যদি টপ অর্ডারে খেলোয়াড় হিসেবে সব ফরম্যাটে খেলতে পারি, ভালো করতে পারব।’

ব্যাটিংয়ে এবারের ঢাকা প্রিমিয়ার লিগটা (ডিপিএল) দারুণ গেছে মাহিদুল ইসলাম অঙ্কনের। তাঁর ভালো লাগাটা অন্য রকমই হওয়ার কথা। তাঁর অভিব্যক্তিতেও সেটি পরিষ্কার, ‘আসলেই অনেক ভালো লাগছে।’
৭ ফিফটি, ১ সেঞ্চুরি, ৪৬. ২১ গড়, টুর্নামেন্টের সর্বোচ্চ ৬৪৭ রান করেছেন অঙ্কন। গত কয়েক মৌসুমে পারফরম্যান্সে পিছিয়ে থাকা মোহামেডান হয়েছে ডিপিএলের রানার্সআপ। এটাও একটি ‘অর্জন’ মনে করেন অঙ্কন। নিজের ও দলের পারফরম্যান্স নিয়ে ২৫ বছর বয়সী উইকেটকিপার ব্যাটার বলেন, ‘বছরে একটা লিস্ট “এ” টুর্নামেন্ট, সেখানে সব সময় লক্ষ্য ছিল সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারলে অনেক ভালো লাগবে। দল হিসেবে আমরা রানার্সআপ হতে পেরেছি, এটাও আমার কাছে অনেক বড় অর্জন।’
মোহামেডানের বেশির ভাগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা অঙ্কন নিজের ব্যাটিং নিয়ে আরেকটু খুলে বললেন, ‘আমি যে ভূমিকাটা পালন করি, দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। দল চেয়েছে এক দিক থেকে লম্বা সময় ব্যাটিং করি। তখন দেখা গেছে দল ভালো করছে। ব্যাপারটা আমিও উপভোগ করেছি।’
সর্বশেষে বিসিএল ওয়ানডেতে সর্বোচ্চ ২৩৬ রান করে টুর্নামেন্টসেরা হয়েছিলেন অঙ্কন। গড়ও চোখ কপালে ওঠার মতোই—২৩৬! বিসিএল বড় দৈর্ঘ্যের সংস্করণ, এনসিএলেও ধারাবাহিক অঙ্কন এবার ডিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক অঙ্কন স্বপ্ন দেখছেন জাতীয় দলের দুয়ারে পা রাখার। তবে সেটি তিনি সময়ের হাতেই ছেড়ে দিচ্ছেন, ‘পারফরম্যান্স যখন ওই পর্যায়ের হবে, তখনই আল্লাহ ওই সুযোগটা দেবেন। চেষ্টা থাকবে আরও ভালো করার। ভালো পারফরম্যান্স যদি ধারাবাহিকভাবে করতে পারি, আমি বিশ্বাস করি অবশ্যই সুযোগ একসময় আসবে।’
৫০ ওভারের ক্রিকেটে ৭৭ ইনিংসে ২৫ ফিফটি, ৩ সেঞ্চুরি, ৪২. ৫৫ গড়, ২৮৫১ রান। বাকি দুই সংস্করণে পরিসংখ্যান এখনো উজ্জ্বল নয়। এর ব্যাখ্যায় অঙ্কন বললেন, ‘লিস্ট ‘‘এ’’ ক্রিকেটেই শুধু প্রথম থেকে টপ অর্ডারে ব্যাটিং করার সুযোগ পেয়েছি। এক মৌসুমে নিচের দিকে ব্যাটিং করেছিলাম; অতটা ভালো হয়নি। গত পাঁচ বছরের মধ্যে চার বছরই দেখা গেছে টপ অর্ডারে ব্যাট করার কারণে টপ ফাইভ বা টেনে ছিলাম, এবার শীর্ষে থেকেছি। বাকি দুই সংস্করণ যেমন—এনসিএলে ৬-৭ নম্বরে, বিপিএল বা টি-টোয়েন্টিতে কখনো খেলছি, কখনো খেলিনি বা ব্যাটিং অর্ডারও নিচের দিকে ছিল। যদি টপ অর্ডারে খেলোয়াড় হিসেবে সব ফরম্যাটে খেলতে পারি, ভালো করতে পারব।’

চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সাথে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
১৪ মিনিট আগে
রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
৪০ মিনিট আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১৩ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১৩ ঘণ্টা আগে