নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টেস্টের পর জিম্বাবুয়ে সফরের প্রথম ওয়ানডেতেও বড় জয়। বাংলাদেশ দলের আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই এখন উঁচুতে। কাল মাঠমুখো হয়নি দল, হোটেলে দিনটা কেটেছে ছুটির মেজাজে। সাময়িক ক্লান্তি ঝেড়ে চনমনে বাংলাদেশ আজ হারারেতে নামবে সিরিজটা নিশ্চিত করতে। তামিমদের সামনে যে ১২ বছর পর জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জয়ের হাতছানি।
কদিন আগে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেছিলেন, ম্যাচ জিতলে সবই ঠিক! সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত জয় পেলেও কিছু বিষয় তবু আড়াল হচ্ছে না। দলের অধিনায়ক তামিম ইকবাল নিজেই আউট হয়েছেন শূন্য রানে। আবারও দ্রুত ধসে পড়েছে টপ অর্ডার। এবারও বাংলাদেশকে উদ্ধার করেছে লিটন–মাহমুদউল্লাহর জুটি। শেষ দিকে আফিফ হোসেনের ৩৫ বলে ৪৫ রানের ইনিংসটা বাংলাদেশকে এনে দিয়েছে লড়াইয়ের স্কোর।
তামিম, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন যেভাবে আউট হয়েছেন, সেটি জয়ের মাঝেও নিশ্চিত চিন্তা বাড়িয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। উইকেট বুঝতে ভুল করে ভুল শট খেলে আউট হয়েছেন এই চার ব্যাটসম্যান। দ্বিতীয় ওয়ানডেতে এই ভুল আর করতে চায় না বাংলাদেশ। এ ম্যাচেও তামিম তাকিয়ে আছেন টপ অর্ডারের দিকেই। কাল বললেন, ‘আমরা এটাই চেষ্টা করব যেন টপ অর্ডার থেকে আমি, সাকিব—কেউ যেন রান করে। এটা দলের জন্যই ভালো হবে।’
তামিম যে সাকিবের কথাটা বিশেষ জোর দিয়ে বলছেন, সেটির কারণ আছে। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে বাঁহাতি অলরাউন্ডারের ব্যাট ধারাবাহিক কথা বলছে না! পরশু দারুণ শুরুর আভাস দিয়েও সেটা ধরে রাখতে পারেননি। বোলিংয়ে অবশ্য ৫ উইকেট নিয়ে পুষিয়ে দিয়েছেন। যেহেতু তিন নম্বর ব্যাটিং পজিশনে খেলেন, সাকিব ব্যর্থ হলে চাপ বাড়ে মিডল অর্ডারে।
ব্যাটিংয়ে এসব ভাবনার বিপরীতে ইতিবাচক খবরও আছে। সাদা বলের ক্রিকেটে লিটন দাস রানে ফিরেছেন। পেয়েছেন দারুণ এক সেঞ্চুরি। লিটন তীব্র চাপে অহেতুক ভুল শট খেলেননি। খেলেছেন উইকেটের ধরন বুঝে। আজও তিনি ছন্দটা ধরে রাখবেন, এটা প্রত্যাশা বাংলাদেশের।
প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও চোট–সমস্যা পিছু ছাড়ছে না বাংলাদেশের। তামিম হাঁটুর চোট নিয়েই খেলছেন। প্রস্তুতি ম্যাচে পায়ের গোড়ালিতে ব্যথা পাওয়া মোস্তাফিজুর রহমান এই ম্যাচেও খেলবেন কি না, নিশ্চিত নয়। তামিম বলছেন, এখনো মোস্তাফিজকে পাওয়ার সম্ভাবনা ‘ফিফটি–ফিফটি’। লিটন দাস পরশু ডান হাতের কবজিতে ব্যথা পেয়েছিলেন। তবে তিনি শঙ্কামুক্ত এবং আজ খেলবেন বলেই নিশ্চিত করেছেন তামিম।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি তরুণদের দায়িত্ব নিয়ে খেলাটা। ব্যাটিংয়ে লিটনের সঙ্গে আফিফ, মেহেদী হাসান মিরাজরা ভালো করেছেন। কাল তামিমের বিশেষ প্রশংসাই পেলেন আফিফরা, ‘আমার কাছে ছোট ছোট অবদানের গুরুত্ব অনেক বেশি। এই অবদানকে গুরুত্ব দেওয়া উচিত।’
জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৭ ওয়ানডে জিতেছে বাংলাদেশ। ১৬টিই ছিল অবশ্য নিজেদের মাঠে। জিম্বাবুয়ের মাঠেও জয়ের ধারা ধরে রেখে তামিমরা এবার চান সিরিজটা মুঠোয় পুরতে। আর সেটি হলে ১২ বছর পর জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ। ২০০৯ সালে সর্বশেষ জিম্বাবুয়েতে সিরিজ জিতেছিল বাংলাদেশ। জিম্বাবুয়ের মাঠে সিরিজ জেতা বাংলাদেশের জন্য সহজ হয়নি অতীতে। সেখানে সাত সিরিজের পাঁচটিতেই হেরেছে বাংলাদেশ। তবে এবার আর না জিতে যে বাংলাদেশ ফিরতে চাইছে না, তামিম দুই দিন আগেই বলেছেন, ‘অবশ্যই আশাবাদী, সিরিজটা জিতব।’
সিরিজ জয় তো আছেই, ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় বাংলাদেশের সামনে কোনো ম্যাচই হালকা নয়। পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে হলে জিম্বাবুয়েকে হারাতে হবে ৩–০ ব্যবধানেই। তার আগে হারারেতে আজ তো জিততে হবে।

টেস্টের পর জিম্বাবুয়ে সফরের প্রথম ওয়ানডেতেও বড় জয়। বাংলাদেশ দলের আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই এখন উঁচুতে। কাল মাঠমুখো হয়নি দল, হোটেলে দিনটা কেটেছে ছুটির মেজাজে। সাময়িক ক্লান্তি ঝেড়ে চনমনে বাংলাদেশ আজ হারারেতে নামবে সিরিজটা নিশ্চিত করতে। তামিমদের সামনে যে ১২ বছর পর জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জয়ের হাতছানি।
কদিন আগে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেছিলেন, ম্যাচ জিতলে সবই ঠিক! সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত জয় পেলেও কিছু বিষয় তবু আড়াল হচ্ছে না। দলের অধিনায়ক তামিম ইকবাল নিজেই আউট হয়েছেন শূন্য রানে। আবারও দ্রুত ধসে পড়েছে টপ অর্ডার। এবারও বাংলাদেশকে উদ্ধার করেছে লিটন–মাহমুদউল্লাহর জুটি। শেষ দিকে আফিফ হোসেনের ৩৫ বলে ৪৫ রানের ইনিংসটা বাংলাদেশকে এনে দিয়েছে লড়াইয়ের স্কোর।
তামিম, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন যেভাবে আউট হয়েছেন, সেটি জয়ের মাঝেও নিশ্চিত চিন্তা বাড়িয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। উইকেট বুঝতে ভুল করে ভুল শট খেলে আউট হয়েছেন এই চার ব্যাটসম্যান। দ্বিতীয় ওয়ানডেতে এই ভুল আর করতে চায় না বাংলাদেশ। এ ম্যাচেও তামিম তাকিয়ে আছেন টপ অর্ডারের দিকেই। কাল বললেন, ‘আমরা এটাই চেষ্টা করব যেন টপ অর্ডার থেকে আমি, সাকিব—কেউ যেন রান করে। এটা দলের জন্যই ভালো হবে।’
তামিম যে সাকিবের কথাটা বিশেষ জোর দিয়ে বলছেন, সেটির কারণ আছে। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে বাঁহাতি অলরাউন্ডারের ব্যাট ধারাবাহিক কথা বলছে না! পরশু দারুণ শুরুর আভাস দিয়েও সেটা ধরে রাখতে পারেননি। বোলিংয়ে অবশ্য ৫ উইকেট নিয়ে পুষিয়ে দিয়েছেন। যেহেতু তিন নম্বর ব্যাটিং পজিশনে খেলেন, সাকিব ব্যর্থ হলে চাপ বাড়ে মিডল অর্ডারে।
ব্যাটিংয়ে এসব ভাবনার বিপরীতে ইতিবাচক খবরও আছে। সাদা বলের ক্রিকেটে লিটন দাস রানে ফিরেছেন। পেয়েছেন দারুণ এক সেঞ্চুরি। লিটন তীব্র চাপে অহেতুক ভুল শট খেলেননি। খেলেছেন উইকেটের ধরন বুঝে। আজও তিনি ছন্দটা ধরে রাখবেন, এটা প্রত্যাশা বাংলাদেশের।
প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও চোট–সমস্যা পিছু ছাড়ছে না বাংলাদেশের। তামিম হাঁটুর চোট নিয়েই খেলছেন। প্রস্তুতি ম্যাচে পায়ের গোড়ালিতে ব্যথা পাওয়া মোস্তাফিজুর রহমান এই ম্যাচেও খেলবেন কি না, নিশ্চিত নয়। তামিম বলছেন, এখনো মোস্তাফিজকে পাওয়ার সম্ভাবনা ‘ফিফটি–ফিফটি’। লিটন দাস পরশু ডান হাতের কবজিতে ব্যথা পেয়েছিলেন। তবে তিনি শঙ্কামুক্ত এবং আজ খেলবেন বলেই নিশ্চিত করেছেন তামিম।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি তরুণদের দায়িত্ব নিয়ে খেলাটা। ব্যাটিংয়ে লিটনের সঙ্গে আফিফ, মেহেদী হাসান মিরাজরা ভালো করেছেন। কাল তামিমের বিশেষ প্রশংসাই পেলেন আফিফরা, ‘আমার কাছে ছোট ছোট অবদানের গুরুত্ব অনেক বেশি। এই অবদানকে গুরুত্ব দেওয়া উচিত।’
জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৭ ওয়ানডে জিতেছে বাংলাদেশ। ১৬টিই ছিল অবশ্য নিজেদের মাঠে। জিম্বাবুয়ের মাঠেও জয়ের ধারা ধরে রেখে তামিমরা এবার চান সিরিজটা মুঠোয় পুরতে। আর সেটি হলে ১২ বছর পর জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ। ২০০৯ সালে সর্বশেষ জিম্বাবুয়েতে সিরিজ জিতেছিল বাংলাদেশ। জিম্বাবুয়ের মাঠে সিরিজ জেতা বাংলাদেশের জন্য সহজ হয়নি অতীতে। সেখানে সাত সিরিজের পাঁচটিতেই হেরেছে বাংলাদেশ। তবে এবার আর না জিতে যে বাংলাদেশ ফিরতে চাইছে না, তামিম দুই দিন আগেই বলেছেন, ‘অবশ্যই আশাবাদী, সিরিজটা জিতব।’
সিরিজ জয় তো আছেই, ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় বাংলাদেশের সামনে কোনো ম্যাচই হালকা নয়। পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে হলে জিম্বাবুয়েকে হারাতে হবে ৩–০ ব্যবধানেই। তার আগে হারারেতে আজ তো জিততে হবে।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১১ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১২ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৬ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৬ ঘণ্টা আগে