ক্রীড়া ডেস্ক

ওয়ানডেতে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। এবার যখন সংস্করণ বদলাল, তখন ভিন্ন রূপে দেখা গেল আইরিশদের। সিলেটে আজ প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড ভেঙে দিল ৬ বছরের পুরোনো রেকর্ড।
ডাবলিনে টি-টোয়েন্টিতে ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড করেছিল ৪ উইকেটে ১৫২ রান। যা এতদিন ছিল এই সংস্করণে বাংলাদেশের বিপক্ষে আইরিশ নারী দলের সর্বোচ্চ স্কোর। ডাবলিন থেকে সুদূর সিলেটে আজ রেকর্ড ভেঙে দিল আয়ারল্যান্ড। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আইরিশরা করল ১৬৯ রান।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস। দলীয় ১৬ রানেই ভেঙে যায় আইরিশদের উদ্বোধনী জুটি। তৃতীয় ওভারের চতুর্থ বলে আয়ারল্যান্ডের উইকেটরক্ষক অ্যামি হান্টারকে বোল্ড করেন জাহানারা আলম। প্রথমে ৬ রানরেট থাকলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে সেটা ধরে রাখতেই কষ্ট হচ্ছিল আইরিশদের। পাওয়ারপ্লেতে (প্রথম ৬ ওভারে) ১ উইকেটে ৩৫ রান করে আয়ারল্যান্ড।
ধীর গতির আয়ারল্যান্ডের দ্বিতীয় উইকেট পড়তে খুব একটা সময় লাগেনি। সপ্তম ওভারের শেষ বলে ওরলা প্রেন্ডারগাস্টকে বোল্ড করেন জান্নাতুল ফেরদৌস। ১৫ বলে ১১ রান করে প্রেন্ডারগাস্ট ফিরলে আইরিশদের স্কোর হয়েছে ৭ ওভারে ২ উইকেটে ৪৬ রান। এরপর তৃতীয় উইকেট জুটিতে আয়ারল্যান্ড পেয়ে যায় বড় স্কোরের ভিত। এই উইকেটে ৬৪ বলে ১০৭ রানের জুটি গড়তে অবদান রাখেন লুইস ও লিয়া পল। এখানেই বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে ফেলে।
শেষের দিকে অবশ্য আয়ারল্যান্ড সেভাবে ঝড় তুলতে পারেনি। শেষ ১৪ বলে ২ উইকেট হারিয়ে ১৬ রান যোগ করে আইরিশরা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান করেছে আয়ারল্যান্ড। ইনিংস সর্বোচ্চ ৭৯ রান করে অপরাজিত থাকেন পল। ৪৫ বলের ইনিংসে ১০ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। বাংলাদেশের জাহানারা, ফারিহা, জান্নাতুল, নাহিদা আকতার নিয়েছেন ১টি করে উইকেট। বাকি ১ উইকেট হয়েছে রানআউট। প্রত্যেকে ৪ ওভার করে বোলিং করেছেন। তাঁদের মধ্যে সবচেয়ে কম ২০ রান দিয়েছেন নাহিদা।

ওয়ানডেতে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। এবার যখন সংস্করণ বদলাল, তখন ভিন্ন রূপে দেখা গেল আইরিশদের। সিলেটে আজ প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড ভেঙে দিল ৬ বছরের পুরোনো রেকর্ড।
ডাবলিনে টি-টোয়েন্টিতে ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড করেছিল ৪ উইকেটে ১৫২ রান। যা এতদিন ছিল এই সংস্করণে বাংলাদেশের বিপক্ষে আইরিশ নারী দলের সর্বোচ্চ স্কোর। ডাবলিন থেকে সুদূর সিলেটে আজ রেকর্ড ভেঙে দিল আয়ারল্যান্ড। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আইরিশরা করল ১৬৯ রান।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস। দলীয় ১৬ রানেই ভেঙে যায় আইরিশদের উদ্বোধনী জুটি। তৃতীয় ওভারের চতুর্থ বলে আয়ারল্যান্ডের উইকেটরক্ষক অ্যামি হান্টারকে বোল্ড করেন জাহানারা আলম। প্রথমে ৬ রানরেট থাকলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে সেটা ধরে রাখতেই কষ্ট হচ্ছিল আইরিশদের। পাওয়ারপ্লেতে (প্রথম ৬ ওভারে) ১ উইকেটে ৩৫ রান করে আয়ারল্যান্ড।
ধীর গতির আয়ারল্যান্ডের দ্বিতীয় উইকেট পড়তে খুব একটা সময় লাগেনি। সপ্তম ওভারের শেষ বলে ওরলা প্রেন্ডারগাস্টকে বোল্ড করেন জান্নাতুল ফেরদৌস। ১৫ বলে ১১ রান করে প্রেন্ডারগাস্ট ফিরলে আইরিশদের স্কোর হয়েছে ৭ ওভারে ২ উইকেটে ৪৬ রান। এরপর তৃতীয় উইকেট জুটিতে আয়ারল্যান্ড পেয়ে যায় বড় স্কোরের ভিত। এই উইকেটে ৬৪ বলে ১০৭ রানের জুটি গড়তে অবদান রাখেন লুইস ও লিয়া পল। এখানেই বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে ফেলে।
শেষের দিকে অবশ্য আয়ারল্যান্ড সেভাবে ঝড় তুলতে পারেনি। শেষ ১৪ বলে ২ উইকেট হারিয়ে ১৬ রান যোগ করে আইরিশরা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান করেছে আয়ারল্যান্ড। ইনিংস সর্বোচ্চ ৭৯ রান করে অপরাজিত থাকেন পল। ৪৫ বলের ইনিংসে ১০ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। বাংলাদেশের জাহানারা, ফারিহা, জান্নাতুল, নাহিদা আকতার নিয়েছেন ১টি করে উইকেট। বাকি ১ উইকেট হয়েছে রানআউট। প্রত্যেকে ৪ ওভার করে বোলিং করেছেন। তাঁদের মধ্যে সবচেয়ে কম ২০ রান দিয়েছেন নাহিদা।

চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সাথে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
১৫ মিনিট আগে
রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
৪১ মিনিট আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১৩ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১৩ ঘণ্টা আগে