
ইনিংসের প্রথম বলে মারুফা আক্তারের দুর্দান্ত ইনসুইঙ্গার ঠেকিয়ে না দিলে বোল্ড হয়ে ফিরতে হতো মাইয়া বাউচিয়ারকে। ইংলিশ ওপেনার এরপর স্ট্রাইকরেট বাড়িয়ে খেলেছেন। আরেক ওপেনার ড্যানি ওয়াট-হজও ছিলেন মারমুখী। ওপেনিং জুটিতেই দুজনে দারুণ শুরু এনে দেন ইংল্যান্ডকে।
বাউচিয়ারকে ফেরানোর আরেকটি মোক্ষম সুযোগ পেয়েছিলেন মারুফা। ইনিংসের পঞ্চম ওভারে রাবেয়া খান ক্যাচ ফেলে দেন ইংলিশ ব্যাটারের। রাবেয়া অবশ্য সেটির প্রায়শ্চিত্ত ঠিকই করেছেন। দুই ওভার পর বাউচিয়ারকে (২৩) ফিরিয়ে ইংল্যান্ডের ৪৮ রানের উদ্বোধনী জুটি ভাঙেন এই লেগি।
তাতেই শ্লথ হয়ে আসে ইংলিশদের রানের চাকা। ৭ ওভার শেষে তাদের রান ছিল ১/৫০, রান রেট—৭.১৪। আর ৬ ওভার পর স্কোর দাঁড়ায় ৪/৮১, রান রেট—৬.২৩। বাংলাদেশকে দ্রুত লড়াইয়ে ফেরান স্পিনাররা। ১১৮ রান করতে ইংলিশরা যে ৭ উইকেট হারিয়েছে তার পাঁচটিই গেছে স্পিনারদের পকেটে। ২ উইকেট নিয়েছেন পেসার রিতু মনি। সমান ২ উইকেট নিয়েছেন নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন।
চতুর্থ উইকেট হিসেবে ফেরা ওয়াট-হজ ছাড়া ইংল্যান্ডের হয়ে বড় ইনিংস খেলতে পারেননি কেউ। ৪০ বলে ৪১ রান করে নাহিদার বলে উইকেটরক্ষক নিগার সুলতানা জ্যোতির গ্লাভসে বন্দী হন তিনি। মিডল অর্ডারদের ব্যর্থতার মাঝে যা একটু ব্যতিক্রম অ্যামি জোনস। ১২ রানে অপরাজিত ছিলেন এই উইকেটরক্ষক।
গত পরশু শারজায় উদ্বোধনী ম্যাচে অভিষিক্ত স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। আজ ইংল্যান্ডকে হারিয়ে সেই জয়ের ধরে রাখতে পারলে সেমিফাইনালের পথে আরেকটু এগিয়ে যাবেন জ্যোতিরা। ইংলিশ পরীক্ষায় পাস করতে বাংলাদেশের প্রয়োজন ১১৯ রান। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তিনবারের দেখায় একবারও জয় পায়নি বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই ইংলিশ মেয়েদের আগে ব্যাট করে সর্বনিম্ন স্কোর।

ইনিংসের প্রথম বলে মারুফা আক্তারের দুর্দান্ত ইনসুইঙ্গার ঠেকিয়ে না দিলে বোল্ড হয়ে ফিরতে হতো মাইয়া বাউচিয়ারকে। ইংলিশ ওপেনার এরপর স্ট্রাইকরেট বাড়িয়ে খেলেছেন। আরেক ওপেনার ড্যানি ওয়াট-হজও ছিলেন মারমুখী। ওপেনিং জুটিতেই দুজনে দারুণ শুরু এনে দেন ইংল্যান্ডকে।
বাউচিয়ারকে ফেরানোর আরেকটি মোক্ষম সুযোগ পেয়েছিলেন মারুফা। ইনিংসের পঞ্চম ওভারে রাবেয়া খান ক্যাচ ফেলে দেন ইংলিশ ব্যাটারের। রাবেয়া অবশ্য সেটির প্রায়শ্চিত্ত ঠিকই করেছেন। দুই ওভার পর বাউচিয়ারকে (২৩) ফিরিয়ে ইংল্যান্ডের ৪৮ রানের উদ্বোধনী জুটি ভাঙেন এই লেগি।
তাতেই শ্লথ হয়ে আসে ইংলিশদের রানের চাকা। ৭ ওভার শেষে তাদের রান ছিল ১/৫০, রান রেট—৭.১৪। আর ৬ ওভার পর স্কোর দাঁড়ায় ৪/৮১, রান রেট—৬.২৩। বাংলাদেশকে দ্রুত লড়াইয়ে ফেরান স্পিনাররা। ১১৮ রান করতে ইংলিশরা যে ৭ উইকেট হারিয়েছে তার পাঁচটিই গেছে স্পিনারদের পকেটে। ২ উইকেট নিয়েছেন পেসার রিতু মনি। সমান ২ উইকেট নিয়েছেন নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন।
চতুর্থ উইকেট হিসেবে ফেরা ওয়াট-হজ ছাড়া ইংল্যান্ডের হয়ে বড় ইনিংস খেলতে পারেননি কেউ। ৪০ বলে ৪১ রান করে নাহিদার বলে উইকেটরক্ষক নিগার সুলতানা জ্যোতির গ্লাভসে বন্দী হন তিনি। মিডল অর্ডারদের ব্যর্থতার মাঝে যা একটু ব্যতিক্রম অ্যামি জোনস। ১২ রানে অপরাজিত ছিলেন এই উইকেটরক্ষক।
গত পরশু শারজায় উদ্বোধনী ম্যাচে অভিষিক্ত স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। আজ ইংল্যান্ডকে হারিয়ে সেই জয়ের ধরে রাখতে পারলে সেমিফাইনালের পথে আরেকটু এগিয়ে যাবেন জ্যোতিরা। ইংলিশ পরীক্ষায় পাস করতে বাংলাদেশের প্রয়োজন ১১৯ রান। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তিনবারের দেখায় একবারও জয় পায়নি বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই ইংলিশ মেয়েদের আগে ব্যাট করে সর্বনিম্ন স্কোর।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৮ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৯ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
১০ ঘণ্টা আগে