নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং বিতর্ক যেন নিয়মিত এক ইস্যু। ফলে টুর্নামেন্টগুলো বিতর্কিত আম্পায়ারিংয়ের কারণেও হয় প্রশ্নবিদ্ধ। বিভিন্ন সময় মাঠে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় খেলোয়াড়দেরও। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী ও প্রাইম ব্যাংকের ম্যাচেও দেখ গেল তেমনই এক দৃশ্য।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ১০ম রাউন্ডের ম্যাচে আগে ব্যাটিং পেয়ে নাঈম শেখ ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির সুবাদে বড় সংগ্রহের পথে এগোচ্ছে আবাহনী। কিন্তু নাঈমের সেঞ্চুরির আগে সৃষ্টি হয় আম্পায়ারিং বিতর্কের। উদ্বোধনী জুটিতে এনামুল হক বিজয় ও নাঈম তোলেন ১১০ রান। উইকেট পেতে সংগ্রাম করছিলেন প্রাইম ব্যাংকের বোলাররা।
ইনিংসের ২৮তম ওভারে উইকেটের খোঁজে মরিয়া প্রাইম ব্যাংক বল তুলে দেয় মোহাম্মদ মিঠুনের হাতে। প্রথম বলটাই লাগে নাঈমের প্যাডে। প্রাইম ব্যাংকের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। তখন ৬৪ বলে ৬৯ রানে ব্যাটিং করছিলেন নাঈম। তাতে প্রাইম ব্যাংকের কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন এবং তামিম ইকবালের মধ্যে দেখা দেয় অসন্তোষ।
তামিম খেলোয়াড়দের জড়ো করেন। মনে হচ্ছিল মাঠ ছেড়ে যাওয়ারই ইঙ্গিত দিচ্ছিলেন তিনি! ফলে কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। পরে অন-ফিল্ড আম্পায়ার ও তামিমের মধ্যে কিছু সময় কথা বলতে দেখা যায়। তারপর আবারও খেলা শুরু হয়। শেষ পর্যন্ত ১০৪ বলে ১০৫ রানে রেজাউর রহমান রাজার শিকার হন নাঈম। তাঁর ইনিংসটিতে ছিল ১০টি চার ও ২টি ছয়।
তার আগে বিজয়ের একটি রানআউট নিয়ে বিতর্ক না হলেও ভিডিও চিত্রে দেখা যায়, বক্সে বিজয়ের ব্যাট যাওয়ার আগেই স্টাম্প ভেঙে দেন প্রাইম ব্যাংকের উইকেটরক্ষক। কিন্তু রিভিউ পদ্ধতি না থাকায় সেটি নটআউট থেকে যায়।
নাঈমের পাশাপাশি শান্ত ব্যাট হাতে এবারের ডিপিএলে প্রথম ম্যাচে তুলে নিয়েছেন সেঞ্চুরি। এর আগে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে এক ম্যাচ খেললেও ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং বিতর্ক যেন নিয়মিত এক ইস্যু। ফলে টুর্নামেন্টগুলো বিতর্কিত আম্পায়ারিংয়ের কারণেও হয় প্রশ্নবিদ্ধ। বিভিন্ন সময় মাঠে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় খেলোয়াড়দেরও। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী ও প্রাইম ব্যাংকের ম্যাচেও দেখ গেল তেমনই এক দৃশ্য।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ১০ম রাউন্ডের ম্যাচে আগে ব্যাটিং পেয়ে নাঈম শেখ ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির সুবাদে বড় সংগ্রহের পথে এগোচ্ছে আবাহনী। কিন্তু নাঈমের সেঞ্চুরির আগে সৃষ্টি হয় আম্পায়ারিং বিতর্কের। উদ্বোধনী জুটিতে এনামুল হক বিজয় ও নাঈম তোলেন ১১০ রান। উইকেট পেতে সংগ্রাম করছিলেন প্রাইম ব্যাংকের বোলাররা।
ইনিংসের ২৮তম ওভারে উইকেটের খোঁজে মরিয়া প্রাইম ব্যাংক বল তুলে দেয় মোহাম্মদ মিঠুনের হাতে। প্রথম বলটাই লাগে নাঈমের প্যাডে। প্রাইম ব্যাংকের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। তখন ৬৪ বলে ৬৯ রানে ব্যাটিং করছিলেন নাঈম। তাতে প্রাইম ব্যাংকের কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন এবং তামিম ইকবালের মধ্যে দেখা দেয় অসন্তোষ।
তামিম খেলোয়াড়দের জড়ো করেন। মনে হচ্ছিল মাঠ ছেড়ে যাওয়ারই ইঙ্গিত দিচ্ছিলেন তিনি! ফলে কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। পরে অন-ফিল্ড আম্পায়ার ও তামিমের মধ্যে কিছু সময় কথা বলতে দেখা যায়। তারপর আবারও খেলা শুরু হয়। শেষ পর্যন্ত ১০৪ বলে ১০৫ রানে রেজাউর রহমান রাজার শিকার হন নাঈম। তাঁর ইনিংসটিতে ছিল ১০টি চার ও ২টি ছয়।
তার আগে বিজয়ের একটি রানআউট নিয়ে বিতর্ক না হলেও ভিডিও চিত্রে দেখা যায়, বক্সে বিজয়ের ব্যাট যাওয়ার আগেই স্টাম্প ভেঙে দেন প্রাইম ব্যাংকের উইকেটরক্ষক। কিন্তু রিভিউ পদ্ধতি না থাকায় সেটি নটআউট থেকে যায়।
নাঈমের পাশাপাশি শান্ত ব্যাট হাতে এবারের ডিপিএলে প্রথম ম্যাচে তুলে নিয়েছেন সেঞ্চুরি। এর আগে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে এক ম্যাচ খেললেও ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৪ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১০ ঘণ্টা আগে