নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রথম দিন বৃষ্টি ভালোই বাগড়া দিয়েছে। যতটুকু খেলা হয়েছে, তাতেই সৈয়দ খালেদ আহমেদ আগুন ঝরিয়েছেন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিরিজের প্রথম চার দিনের ম্যাচে চোখে সর্ষেফুল দেখছে নিউজিল্যান্ড ‘এ’ দল।
খালেদের আগুনে বোলিংয়ে প্রথম দিনই বড্ড বেকায়দায় পড়ে নিউজিল্যান্ড ‘এ’ দল। ৩২ বছর বয়সী বাংলাদেশের এই পেসার নিয়েছেন ৬ উইকেট। সিলেটে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ২৫৬ রানে অলআউট হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩০ রান করেছে। এখানে বিজয়ের স্কোরই ২০ রান। ২৯ বল খেলে ২ চার ও ১ ছক্কা মেরেছেন। আর জাকির ৯ রানে ব্যাটিং করছেন।
প্রথম ইনিংসে ৬৪ ওভারে ৮ উইকেটে ২২৪ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। দিনের খেলা শুরুর পর সাবলীলভাবে খেলতে থাকেন মিচ হে। মনে হচ্ছিল প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরিটা তিনি পেয়ে যাবেন। কিন্তু খালেদ সেটা হতে দেননি। ৭৬তম ওভারের দ্বিতীয় বলে খালেদের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন হে। ১৩৪ বলে ৮ চার ও ১ ছক্কায় হে ৮১ রান করে ফিরলে ৭৫.২ ওভারে ২৫৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
শেষ ব্যাটার হিসেবে হে আউট হওয়ার আগে নবম উইকেটে ক্রিস্টিয়ান ক্লার্কের সঙ্গে ৪৪ রানের জুটি গড়তে অবদান রাখেন। দ্বিতীয় দিনে আজ ক্লার্ক, হে এই দুই ব্যাটারকে ফিরিয়েছেন খালেদ। ২১.২ ওভারে ৫৯ রানে খালেদ নিয়েছেন ৬ উইকেট। ৬ ওভার মেডেন দিয়েছেন বাংলাদেশের এই তরুণ পেসার। তবে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৭ ওভার খেলা হওয়ার পর হানা দেয় বৃষ্টি। স্বাগতিকেরা এখনো ২২৬ রানে পিছিয়ে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রথম দিন বৃষ্টি ভালোই বাগড়া দিয়েছে। যতটুকু খেলা হয়েছে, তাতেই সৈয়দ খালেদ আহমেদ আগুন ঝরিয়েছেন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিরিজের প্রথম চার দিনের ম্যাচে চোখে সর্ষেফুল দেখছে নিউজিল্যান্ড ‘এ’ দল।
খালেদের আগুনে বোলিংয়ে প্রথম দিনই বড্ড বেকায়দায় পড়ে নিউজিল্যান্ড ‘এ’ দল। ৩২ বছর বয়সী বাংলাদেশের এই পেসার নিয়েছেন ৬ উইকেট। সিলেটে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ২৫৬ রানে অলআউট হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩০ রান করেছে। এখানে বিজয়ের স্কোরই ২০ রান। ২৯ বল খেলে ২ চার ও ১ ছক্কা মেরেছেন। আর জাকির ৯ রানে ব্যাটিং করছেন।
প্রথম ইনিংসে ৬৪ ওভারে ৮ উইকেটে ২২৪ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। দিনের খেলা শুরুর পর সাবলীলভাবে খেলতে থাকেন মিচ হে। মনে হচ্ছিল প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরিটা তিনি পেয়ে যাবেন। কিন্তু খালেদ সেটা হতে দেননি। ৭৬তম ওভারের দ্বিতীয় বলে খালেদের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন হে। ১৩৪ বলে ৮ চার ও ১ ছক্কায় হে ৮১ রান করে ফিরলে ৭৫.২ ওভারে ২৫৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
শেষ ব্যাটার হিসেবে হে আউট হওয়ার আগে নবম উইকেটে ক্রিস্টিয়ান ক্লার্কের সঙ্গে ৪৪ রানের জুটি গড়তে অবদান রাখেন। দ্বিতীয় দিনে আজ ক্লার্ক, হে এই দুই ব্যাটারকে ফিরিয়েছেন খালেদ। ২১.২ ওভারে ৫৯ রানে খালেদ নিয়েছেন ৬ উইকেট। ৬ ওভার মেডেন দিয়েছেন বাংলাদেশের এই তরুণ পেসার। তবে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৭ ওভার খেলা হওয়ার পর হানা দেয় বৃষ্টি। স্বাগতিকেরা এখনো ২২৬ রানে পিছিয়ে।

২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৪২ মিনিট আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। আইসিসির ইভেন্ট মাঠে গড়ানোর আগে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের ইস্যু নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এবার পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটারদের ভিসা ভারত প্রত্যাখ্যান করেছে বলে শোনা গেছে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সময় পার করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কমপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি। যার প্রথমটি শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সেই দল ঘোষণায় চমক দেখাল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ও ভেন্যু দুই মাস আগে থেকে ঘোষণা করা হলেও শেষমুহূর্তে এসে জটিলতা তৈরি হয়েছে। কারণ, নিরাপত্তাজনিত কারণে ভারতের মাঠে কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সভা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
৩ ঘণ্টা আগে