আজকের পত্রিকা ডেস্ক

প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার দিনই বিধ্বংসী ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। যদিও তাঁর দল রাজশাহী জিততে পারেননি। ২৪ ঘণ্টা না পেরোতে আবারও মাঠে নামতে হয়েছে শান্তকে। এবার তিনি আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। দলও হেরেছে বাজেভাবে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রাজশাহী খেলেছে রংপুরের বিপক্ষে। রাজশাহী অধিনায়ক শান্ত করেছেন ৯ বলে ৬ রান। দল ১৮৯ রানের পাহাড়সম স্কোর করলেও রংপুর জিতেছে হেসেখেলে। ২ ওভার হাতে রেখে শান্তদের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে রংপুর।
১৯০ রানের লক্ষ্যে ৫৪ রানের জুটি গড়েন রংপুরের দুই ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও তানবীর হায়দার। সপ্তম ওভারের চতুর্থ বলে রিজওয়ানকে বোল্ড করে উদ্বোধনী জুটি ভাঙেন ফরহাদ রেজা। ২০ বলে ৩ ছক্কায় ২৫ রান করেন রিজওয়ান। এক ওভার পরেই রংপুর হারায় আব্দুল্লাহ আল মামুনের উইকেট। অষ্টম ওভারের চতুর্থ বলে মামুনকে ফিরিয়েছেন তাইজুল।
২ ওভারে ২ উইকেট হারিয়ে রংপুরের স্কোর হয়ে যায় ৭.৪ ওভারে ২ উইকেটে ৬১ রান। চার নম্বরে তখন ব্যাটিংয়ে নামেন দলটির অধিনায়ক আকবর আলী। তিনি একই সঙ্গে রংপুরের উইকেটরক্ষকের দায়িত্বেও আছেন। তানবীরের সঙ্গে মিলে রাজশাহীর বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন আকবর। তৃতীয় উইকেটে ১০৩ রানের জুটি গড়েন আকবর ও তানবীর। ১৫তম ওভারের শেষ বলে তানবীরকে ফিরিয়ে শতরানের জুটিটি ভাঙেন আসাদুজ্জামান পায়েল। ৪৫ বলে ৮ চার ও ২ ছক্কায় ৭১ রান করেন তানবীর।
বিধ্বংসী জুটি ভাঙার পরও আকবর বিধ্বংসী ব্যাটিং চালিয়ে গেছেন। ১৮তম ওভারের শেষ বলে তাইজুলকে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে রংপুরকে জিতিয়ে মাঠ ছেড়েছেন আকবর।১৮ ওভারে ৩ উইকেটে ১৯৪ রান করে ফেলে রংপুর। ২৯ বলে ৪ চার ও ৬ ছক্কায় আকবর ৬৮ রান করেছেন। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছেন রংপুর অধিনায়ক।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক আকবর। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৯ রান করে রাজশাহী। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে একপ্রান্ত আগলে খেলেছেন সাব্বির হোসেন। তিন নম্বরে নেমে ৫২ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন তিনি।
সাব্বিরের স্কোরই রাজশাহীর ইনিংস সর্বোচ্চ স্কোর। ৭ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন গোলাম কিবরিয়া। ছয় নম্বরে নেমে ১৫ বলে ৩টি করে চার ও ছক্কায় এই ইনিংস খেলেছেন কিবরিয়া। রংপুরের আলাউদ্দিন বাবু ও রিজওয়ান নিয়েছেন ৩ উইকেট।
সিলেট একাডেমি গ্রাউন্ডে দিনের অপর ম্যাচে মুখোমুখি হয়েছে দুই ঢাকা। ঢাকা বিভাগকে ১৯ রানে হারিয়েছে ঢাকা মহানগর। টস জিতে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯০ রান করে ঢাকা মহানগর। ইনিংস সর্বোচ্চ ৬৯ রান করেন দলটির অধিনায়ক নাঈম শেখ। জয়ের লক্ষ্যে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৭১ রানে থেমে যায় ঢাকা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ঢাকা মহানগরের আনিসুল ইসলাম। ৪ ওভারে ৩৮ রানে নিয়েছেন ৪ উইকেট। ব্যাটিংয়ে করেছেন ১৩ বলে ২৩ রান।

প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার দিনই বিধ্বংসী ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। যদিও তাঁর দল রাজশাহী জিততে পারেননি। ২৪ ঘণ্টা না পেরোতে আবারও মাঠে নামতে হয়েছে শান্তকে। এবার তিনি আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। দলও হেরেছে বাজেভাবে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রাজশাহী খেলেছে রংপুরের বিপক্ষে। রাজশাহী অধিনায়ক শান্ত করেছেন ৯ বলে ৬ রান। দল ১৮৯ রানের পাহাড়সম স্কোর করলেও রংপুর জিতেছে হেসেখেলে। ২ ওভার হাতে রেখে শান্তদের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে রংপুর।
১৯০ রানের লক্ষ্যে ৫৪ রানের জুটি গড়েন রংপুরের দুই ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও তানবীর হায়দার। সপ্তম ওভারের চতুর্থ বলে রিজওয়ানকে বোল্ড করে উদ্বোধনী জুটি ভাঙেন ফরহাদ রেজা। ২০ বলে ৩ ছক্কায় ২৫ রান করেন রিজওয়ান। এক ওভার পরেই রংপুর হারায় আব্দুল্লাহ আল মামুনের উইকেট। অষ্টম ওভারের চতুর্থ বলে মামুনকে ফিরিয়েছেন তাইজুল।
২ ওভারে ২ উইকেট হারিয়ে রংপুরের স্কোর হয়ে যায় ৭.৪ ওভারে ২ উইকেটে ৬১ রান। চার নম্বরে তখন ব্যাটিংয়ে নামেন দলটির অধিনায়ক আকবর আলী। তিনি একই সঙ্গে রংপুরের উইকেটরক্ষকের দায়িত্বেও আছেন। তানবীরের সঙ্গে মিলে রাজশাহীর বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন আকবর। তৃতীয় উইকেটে ১০৩ রানের জুটি গড়েন আকবর ও তানবীর। ১৫তম ওভারের শেষ বলে তানবীরকে ফিরিয়ে শতরানের জুটিটি ভাঙেন আসাদুজ্জামান পায়েল। ৪৫ বলে ৮ চার ও ২ ছক্কায় ৭১ রান করেন তানবীর।
বিধ্বংসী জুটি ভাঙার পরও আকবর বিধ্বংসী ব্যাটিং চালিয়ে গেছেন। ১৮তম ওভারের শেষ বলে তাইজুলকে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে রংপুরকে জিতিয়ে মাঠ ছেড়েছেন আকবর।১৮ ওভারে ৩ উইকেটে ১৯৪ রান করে ফেলে রংপুর। ২৯ বলে ৪ চার ও ৬ ছক্কায় আকবর ৬৮ রান করেছেন। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছেন রংপুর অধিনায়ক।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক আকবর। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৯ রান করে রাজশাহী। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে একপ্রান্ত আগলে খেলেছেন সাব্বির হোসেন। তিন নম্বরে নেমে ৫২ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন তিনি।
সাব্বিরের স্কোরই রাজশাহীর ইনিংস সর্বোচ্চ স্কোর। ৭ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন গোলাম কিবরিয়া। ছয় নম্বরে নেমে ১৫ বলে ৩টি করে চার ও ছক্কায় এই ইনিংস খেলেছেন কিবরিয়া। রংপুরের আলাউদ্দিন বাবু ও রিজওয়ান নিয়েছেন ৩ উইকেট।
সিলেট একাডেমি গ্রাউন্ডে দিনের অপর ম্যাচে মুখোমুখি হয়েছে দুই ঢাকা। ঢাকা বিভাগকে ১৯ রানে হারিয়েছে ঢাকা মহানগর। টস জিতে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯০ রান করে ঢাকা মহানগর। ইনিংস সর্বোচ্চ ৬৯ রান করেন দলটির অধিনায়ক নাঈম শেখ। জয়ের লক্ষ্যে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৭১ রানে থেমে যায় ঢাকা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ঢাকা মহানগরের আনিসুল ইসলাম। ৪ ওভারে ৩৮ রানে নিয়েছেন ৪ উইকেট। ব্যাটিংয়ে করেছেন ১৩ বলে ২৩ রান।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে