ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নাজমুল হোসেন শান্ত এখন আর নিয়মিত নন। তাঁকে এখন বাংলাদেশের একাদশে দেখা যায় কালেভদ্রে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলার সুযোগ হয়নি শান্তর।
লিটন দাসের নেতৃত্বে টি-টোয়েন্টিতে নতুন যুগের সূচনা করেছে বাংলাদেশ কদিন আগেই। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে লিটনকে। তাঁর নেতৃত্বে আমিরাত সিরিজের তিন টি-টোয়েন্টি ও গত রাতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি—ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশ চার ম্যাচ খেললেও শান্ত সুযোগ পেয়েছেন এক ম্যাচে। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শেষে গত রাতে নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলী বলেন, ‘শান্তকে তো আজ দেখলাম না। তাদের ভালো এক ব্যাটার শান্ত।’
টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে পাকিস্তানের স্কোর হয়ে যায় ১.২ ওভারে ২ উইকেটে ৫ রান। এমন পরিস্থিতিতে তৃতীয় উইকেটে ৩১ বলে ৪৮ রানের জুটি গড়েন সালমান আলী আগা ও মোহাম্মদ হারিস। ১৮ বলে ৩১ রান করেছেন হারিস। আর পাকিস্তানের দেওয়া ২০২ রানের লক্ষ্যে নেমে তানজিদ হাসান তামিম ঝোড়ো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। ১৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩১ রান করেন তানজিদ তামিম। আর বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করেন লিটন। জাকের আলী অনিক (৩৬) চেষ্টা করলেও সেটা শুধু বাংলাদেশের হারের ব্যবধান কমাতে পেরেছে। পাকিস্তানের ৩৭ রানে ম্যাচ জয়ের পর বাসিত বলেন, ‘মোহাম্মদ হারিস যেভাবে খেলেছে তানজিদ হাসান তামিম একই ধাঁচেই খেলেছে। অনেক ভালো খেলেছে। লিটনও ৪৮ রান করেছে। জাকেরের ছক্কাটা খুব ভালো ছিল। এই তিন ব্যাটার ভালো করেছে।’
সালমান গত রাতে ছিলেন ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। ৩৪ বলে ৫৬ রানের দুর্দান্ত ইনিংসের পাশাপাশি ১ উইকেট নিয়েছেন তিনি। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন শাদাব খান। ২৫ বলে ৪৮ রানের ইনিংসের পাশাপাশি নিয়েছেন ২ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২৬ রান। ফিল্ডিংয়ে ধরেছেন ২ ক্যাচ। হাসান আলী নিয়েছেন ৫ উইকেট। ৩৭ রানে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছেন পাকিস্তান। হাসান-শাদাবদের প্রশংসা করেন বাসিত।
২০২৪-২৫ বিপিএলে শান্ত খেলেন ফরচুন বরিশালের হয়ে। তবে তামিম ইকবালের নেতৃত্বাধীন সেই দলে একাদশে নিয়মিত ছিলেন না শান্ত। আর বাংলাদেশের সবশেষ চার টি-টোয়েন্টির মধ্যে একটিতে যে শান্ত খেলতে পেরেছেন, সেটাও সতীর্থর চোটের কারণে। আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পারভেজ হোসেন ইমন না খেলায় একাদশে সুযোগ পেয়েছিলেন শান্ত।
আরও পড়ুন:

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নাজমুল হোসেন শান্ত এখন আর নিয়মিত নন। তাঁকে এখন বাংলাদেশের একাদশে দেখা যায় কালেভদ্রে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলার সুযোগ হয়নি শান্তর।
লিটন দাসের নেতৃত্বে টি-টোয়েন্টিতে নতুন যুগের সূচনা করেছে বাংলাদেশ কদিন আগেই। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে লিটনকে। তাঁর নেতৃত্বে আমিরাত সিরিজের তিন টি-টোয়েন্টি ও গত রাতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি—ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশ চার ম্যাচ খেললেও শান্ত সুযোগ পেয়েছেন এক ম্যাচে। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শেষে গত রাতে নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলী বলেন, ‘শান্তকে তো আজ দেখলাম না। তাদের ভালো এক ব্যাটার শান্ত।’
টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে পাকিস্তানের স্কোর হয়ে যায় ১.২ ওভারে ২ উইকেটে ৫ রান। এমন পরিস্থিতিতে তৃতীয় উইকেটে ৩১ বলে ৪৮ রানের জুটি গড়েন সালমান আলী আগা ও মোহাম্মদ হারিস। ১৮ বলে ৩১ রান করেছেন হারিস। আর পাকিস্তানের দেওয়া ২০২ রানের লক্ষ্যে নেমে তানজিদ হাসান তামিম ঝোড়ো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। ১৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩১ রান করেন তানজিদ তামিম। আর বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করেন লিটন। জাকের আলী অনিক (৩৬) চেষ্টা করলেও সেটা শুধু বাংলাদেশের হারের ব্যবধান কমাতে পেরেছে। পাকিস্তানের ৩৭ রানে ম্যাচ জয়ের পর বাসিত বলেন, ‘মোহাম্মদ হারিস যেভাবে খেলেছে তানজিদ হাসান তামিম একই ধাঁচেই খেলেছে। অনেক ভালো খেলেছে। লিটনও ৪৮ রান করেছে। জাকেরের ছক্কাটা খুব ভালো ছিল। এই তিন ব্যাটার ভালো করেছে।’
সালমান গত রাতে ছিলেন ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। ৩৪ বলে ৫৬ রানের দুর্দান্ত ইনিংসের পাশাপাশি ১ উইকেট নিয়েছেন তিনি। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন শাদাব খান। ২৫ বলে ৪৮ রানের ইনিংসের পাশাপাশি নিয়েছেন ২ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২৬ রান। ফিল্ডিংয়ে ধরেছেন ২ ক্যাচ। হাসান আলী নিয়েছেন ৫ উইকেট। ৩৭ রানে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছেন পাকিস্তান। হাসান-শাদাবদের প্রশংসা করেন বাসিত।
২০২৪-২৫ বিপিএলে শান্ত খেলেন ফরচুন বরিশালের হয়ে। তবে তামিম ইকবালের নেতৃত্বাধীন সেই দলে একাদশে নিয়মিত ছিলেন না শান্ত। আর বাংলাদেশের সবশেষ চার টি-টোয়েন্টির মধ্যে একটিতে যে শান্ত খেলতে পেরেছেন, সেটাও সতীর্থর চোটের কারণে। আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পারভেজ হোসেন ইমন না খেলায় একাদশে সুযোগ পেয়েছিলেন শান্ত।
আরও পড়ুন:

যত সময় যাচ্ছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা ততই কমে আসছে। কারণ, নিরাপত্তাইস্যুতে ভারতে গিয়ে খেলতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে দফায় দফায় বৈঠক করেও কোনো সুরাহা করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ মিনিট আগে
শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
১১ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
১২ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
১২ ঘণ্টা আগে