নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট খেলেছে বাংলাদেশ। এরপর লম্বা সময় প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে টেস্ট দলের ক্রিকেটাররা। এরমধ্যে আগামী নভেম্বরের শেষ দিকে পূর্নাঙ্গ সফরে বাংলাদেশে আসছে ভারত। এই সফরের আগে নিজেদের বাজিয়ে দেখার সুযোগ পাচ্ছেন মুমিনুল হকরা।
বাংলাদেশ 'এ' দলের হয়ে ভারত সফর মুমিনুলদের এই সুযোগ করে দিচ্ছে। ভারতের রঞ্জি দল তামিলনাড়ুর বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ খেলবেন তাঁরা। ভারত সিরিজের আগে মুমিনুল-সাদমান ইসলামদের ছন্দে ফিরতে এই সফরের দিকে তাকিয়ে হাবিবুল বাশার সুমন। ভারত সফরে 'এ' দলের সঙ্গী হবেন বিসিবির এই নির্বাচক।
এই সফরে বিশেষ করে মুমিনুলের কাছে চাওয়া কী থাকবে, সেই প্রশ্নে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সুমন বলেন, 'এটা শুধু মুমিনুল না। আপনি যদি আমাদের দলটা দেখেন, এই দলটা আমাদের টেস্ট দলেরই প্রতিফলন। মুমিনুল অনেক দিন ধরে টেস্ট খেলছে, আমরা সবাই তার সামর্থ্য সম্পর্কে জানি। ওর কাছে যদি কিছু চাওয়া থাকে, আস্থা ফিরে পাওয়া। এটা অবশ্যই ওর জন্য দারুণ সুযোগ।'
তামিলনাড়ু দল শক্তিশালী জানিয়ে সুমন আরও বলেন, 'তামিলনাড়ু রাজ্য দলটা বেশ শক্তিশালী একটা দল। ভারত সিরিজের আগে এটা আমাদের জন্য ভালো একটা সুযোগ। আমরা চাইব, মুমিনুল যেন ছন্দে ফিরে আসে। একই সঙ্গে সাদমান-সাইফ ওরা কিন্তু বেশি টেস্ট খেলেনি, তাদের জন্য সফরটা আরও বেশি গুরুত্বপূর্ণ। ভালো প্রতিপক্ষের সঙ্গে খেললে নিজের খেলাটা বোঝা যায়। আমি মনে করি, সফরটা আমাদের জন্য খুব কাজে দেবে। যেহেতু সর্বশেষ সিরিজের (টেস্ট সিরিজ) পর একটা বিরতি পড়েছে।'
আন্তর্জাতিক ক্রিকেটে এখন বেশ ব্যস্ত সূচি বাংলাদেশের। এ জন্য ক্রিকেটাররা নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করার সুযোগ কম পাচ্ছেন। এই ধরনের সিরিজের মাধ্যমে সেটা সম্ভব বলে মনে করেন সুমন, 'যেহেতু আন্তর্জাতিক সিরিজের সময় কাজ করার সময় খুব একটা থাকে না। এই ধরনের খেলাগুলো নিজের দুর্বলতা, নিজের সম্পর্কে জানতে খুব সাহায্য করে। আন্তর্জাতিক অঙ্গনে যেমন কেউ নিজের খেলা পরিবর্তন করতে চায় না, স্বাভাবিক খেলাটাই খেলে। কিন্তু এ ধরনের সিরিজে যার যে জায়গায় সমস্যা আছে সেটা নিয়ে কাজ করতে পারে।'

গত জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট খেলেছে বাংলাদেশ। এরপর লম্বা সময় প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে টেস্ট দলের ক্রিকেটাররা। এরমধ্যে আগামী নভেম্বরের শেষ দিকে পূর্নাঙ্গ সফরে বাংলাদেশে আসছে ভারত। এই সফরের আগে নিজেদের বাজিয়ে দেখার সুযোগ পাচ্ছেন মুমিনুল হকরা।
বাংলাদেশ 'এ' দলের হয়ে ভারত সফর মুমিনুলদের এই সুযোগ করে দিচ্ছে। ভারতের রঞ্জি দল তামিলনাড়ুর বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ খেলবেন তাঁরা। ভারত সিরিজের আগে মুমিনুল-সাদমান ইসলামদের ছন্দে ফিরতে এই সফরের দিকে তাকিয়ে হাবিবুল বাশার সুমন। ভারত সফরে 'এ' দলের সঙ্গী হবেন বিসিবির এই নির্বাচক।
এই সফরে বিশেষ করে মুমিনুলের কাছে চাওয়া কী থাকবে, সেই প্রশ্নে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সুমন বলেন, 'এটা শুধু মুমিনুল না। আপনি যদি আমাদের দলটা দেখেন, এই দলটা আমাদের টেস্ট দলেরই প্রতিফলন। মুমিনুল অনেক দিন ধরে টেস্ট খেলছে, আমরা সবাই তার সামর্থ্য সম্পর্কে জানি। ওর কাছে যদি কিছু চাওয়া থাকে, আস্থা ফিরে পাওয়া। এটা অবশ্যই ওর জন্য দারুণ সুযোগ।'
তামিলনাড়ু দল শক্তিশালী জানিয়ে সুমন আরও বলেন, 'তামিলনাড়ু রাজ্য দলটা বেশ শক্তিশালী একটা দল। ভারত সিরিজের আগে এটা আমাদের জন্য ভালো একটা সুযোগ। আমরা চাইব, মুমিনুল যেন ছন্দে ফিরে আসে। একই সঙ্গে সাদমান-সাইফ ওরা কিন্তু বেশি টেস্ট খেলেনি, তাদের জন্য সফরটা আরও বেশি গুরুত্বপূর্ণ। ভালো প্রতিপক্ষের সঙ্গে খেললে নিজের খেলাটা বোঝা যায়। আমি মনে করি, সফরটা আমাদের জন্য খুব কাজে দেবে। যেহেতু সর্বশেষ সিরিজের (টেস্ট সিরিজ) পর একটা বিরতি পড়েছে।'
আন্তর্জাতিক ক্রিকেটে এখন বেশ ব্যস্ত সূচি বাংলাদেশের। এ জন্য ক্রিকেটাররা নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করার সুযোগ কম পাচ্ছেন। এই ধরনের সিরিজের মাধ্যমে সেটা সম্ভব বলে মনে করেন সুমন, 'যেহেতু আন্তর্জাতিক সিরিজের সময় কাজ করার সময় খুব একটা থাকে না। এই ধরনের খেলাগুলো নিজের দুর্বলতা, নিজের সম্পর্কে জানতে খুব সাহায্য করে। আন্তর্জাতিক অঙ্গনে যেমন কেউ নিজের খেলা পরিবর্তন করতে চায় না, স্বাভাবিক খেলাটাই খেলে। কিন্তু এ ধরনের সিরিজে যার যে জায়গায় সমস্যা আছে সেটা নিয়ে কাজ করতে পারে।'

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৫ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৬ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৭ ঘণ্টা আগে