Ajker Patrika

‘মাঠকর্মীদের সঙ্গে ঝগড়ায় ভারতের কোচের কোনো দোষ নেই’

ক্রীড়া ডেস্ক    
গম্ভীরের কোনো দোষ দেখছেন না গিল। ছবি: সংগৃহীত
গম্ভীরের কোনো দোষ দেখছেন না গিল। ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার থেকে লন্ডনে ফিরতেই পরিস্থিতি উত্তপ্ত। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে লন্ডনের ওভালের পিচ কিউরেটরের বাকবিতণ্ডার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল। এমন ঘটনায় অবশ্য কোচ গম্ভীরের কোনো দোষ দেখছেন না ভারতীয় টেস্ট অধিনায়ক শুবমান গিল।

ওভালের পিচ কিউরেটর লি ফর্টিসের সঙ্গে গম্ভীরের ঝগড়ার ঘটনা ঘটেছে পরশু। ভারতের কোচিং স্টাফদের আড়াই মিটার দূর থেকে উইকেট দেখতে বলেন বলে জানা গেছে। গম্ভীর এসে যোগ দিলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। ফর্টিসের সঙ্গে গম্ভীরের তুমুল কথা কাটাকাটির ব্যাপারে জিজ্ঞেস করা হলে গিল কোচের পক্ষ নিয়েই কথা বলেছেন। ওভালে গতকাল সংবাদ সম্মেলনে ভারতীয় টেস্ট অধিনায়ক বলেন, ‘গতকাল (২৯ জুলাই) যা ঘটেছে, সেটা একেবারেই অপ্রয়োজনীয় ছিল। আমাদের উইকেট দেখার ঘটনা তো এবারই প্রথমবার নয়। প্রায় দুই মাস ধরে এখানে আছি আমরা। একজন কোচের কাছে গিয়ে উইকেট দেখার অধিকার রয়েছে। এখানে মনে হয় না কোনো ভুল হয়েছে। কিউরেটর আমাদের উইকেট দেখার কেন সুযোগ দেবেন না, ঠিক আছে।’

যে উইকেট দেখা নিয়ে পরিস্থিতি এত উত্তপ্ত, গিল এমন ঘটনার কোনো মানেই দেখেন না। লন্ডনের ওভালে গতকাল সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বলেন, ‘যতদূর জানি, আমরা কখনো কোনো নির্দেশনা পাইনি। রাবার স্পাইক পরে থাকেন বা খালি পায়ে থাকেন, কাছ থেকে উইকেট দেখা যাবে। এই সিরিজে এরই মধ্যে আমরা চার ম্যাচ খেলেছি। কেউ আমাদের পিচ দেখতে বাধা দেননি। কোচ ও অধিনায়কসহ আমরা অনেকবার পিচের কাছে গিয়েছি। যদি কিউরেটর এসে উইকেট দেখতে না করেন বা ৩ মিটার দূর থেকে দেখতে বলেন, তাহলে কিছু বলার থাকে না। এখানে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কারণ কী, আমি জানি না।’

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। সিরিজের পঞ্চম টেস্ট ভারত জিতলে সিরিজ শেষ হবে ২-২ সমতায়। লন্ডনের ওভালে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ইংল্যান্ড-ভারত সিরিজের শেষ টেস্ট। এই টেস্টে জসপ্রীত বুমরা খেলবেন কিনা, সেই ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি গিল। যদিও ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর আগে-পরে বারবার শোনা গেছে, বুমরা এই সিরিজে তিন টেস্ট খেলবেন। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ভারতীয় তারকা পেসারের তিন ম্যাচ এরই মধ্যে খেলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত