ক্রীড়া ডেস্ক

ম্যানচেস্টার থেকে লন্ডনে ফিরতেই পরিস্থিতি উত্তপ্ত। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে লন্ডনের ওভালের পিচ কিউরেটরের বাকবিতণ্ডার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল। এমন ঘটনায় অবশ্য কোচ গম্ভীরের কোনো দোষ দেখছেন না ভারতীয় টেস্ট অধিনায়ক শুবমান গিল।
ওভালের পিচ কিউরেটর লি ফর্টিসের সঙ্গে গম্ভীরের ঝগড়ার ঘটনা ঘটেছে পরশু। ভারতের কোচিং স্টাফদের আড়াই মিটার দূর থেকে উইকেট দেখতে বলেন বলে জানা গেছে। গম্ভীর এসে যোগ দিলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। ফর্টিসের সঙ্গে গম্ভীরের তুমুল কথা কাটাকাটির ব্যাপারে জিজ্ঞেস করা হলে গিল কোচের পক্ষ নিয়েই কথা বলেছেন। ওভালে গতকাল সংবাদ সম্মেলনে ভারতীয় টেস্ট অধিনায়ক বলেন, ‘গতকাল (২৯ জুলাই) যা ঘটেছে, সেটা একেবারেই অপ্রয়োজনীয় ছিল। আমাদের উইকেট দেখার ঘটনা তো এবারই প্রথমবার নয়। প্রায় দুই মাস ধরে এখানে আছি আমরা। একজন কোচের কাছে গিয়ে উইকেট দেখার অধিকার রয়েছে। এখানে মনে হয় না কোনো ভুল হয়েছে। কিউরেটর আমাদের উইকেট দেখার কেন সুযোগ দেবেন না, ঠিক আছে।’
যে উইকেট দেখা নিয়ে পরিস্থিতি এত উত্তপ্ত, গিল এমন ঘটনার কোনো মানেই দেখেন না। লন্ডনের ওভালে গতকাল সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বলেন, ‘যতদূর জানি, আমরা কখনো কোনো নির্দেশনা পাইনি। রাবার স্পাইক পরে থাকেন বা খালি পায়ে থাকেন, কাছ থেকে উইকেট দেখা যাবে। এই সিরিজে এরই মধ্যে আমরা চার ম্যাচ খেলেছি। কেউ আমাদের পিচ দেখতে বাধা দেননি। কোচ ও অধিনায়কসহ আমরা অনেকবার পিচের কাছে গিয়েছি। যদি কিউরেটর এসে উইকেট দেখতে না করেন বা ৩ মিটার দূর থেকে দেখতে বলেন, তাহলে কিছু বলার থাকে না। এখানে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কারণ কী, আমি জানি না।’
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। সিরিজের পঞ্চম টেস্ট ভারত জিতলে সিরিজ শেষ হবে ২-২ সমতায়। লন্ডনের ওভালে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ইংল্যান্ড-ভারত সিরিজের শেষ টেস্ট। এই টেস্টে জসপ্রীত বুমরা খেলবেন কিনা, সেই ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি গিল। যদিও ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর আগে-পরে বারবার শোনা গেছে, বুমরা এই সিরিজে তিন টেস্ট খেলবেন। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ভারতীয় তারকা পেসারের তিন ম্যাচ এরই মধ্যে খেলা হয়েছে।

ম্যানচেস্টার থেকে লন্ডনে ফিরতেই পরিস্থিতি উত্তপ্ত। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে লন্ডনের ওভালের পিচ কিউরেটরের বাকবিতণ্ডার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল। এমন ঘটনায় অবশ্য কোচ গম্ভীরের কোনো দোষ দেখছেন না ভারতীয় টেস্ট অধিনায়ক শুবমান গিল।
ওভালের পিচ কিউরেটর লি ফর্টিসের সঙ্গে গম্ভীরের ঝগড়ার ঘটনা ঘটেছে পরশু। ভারতের কোচিং স্টাফদের আড়াই মিটার দূর থেকে উইকেট দেখতে বলেন বলে জানা গেছে। গম্ভীর এসে যোগ দিলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। ফর্টিসের সঙ্গে গম্ভীরের তুমুল কথা কাটাকাটির ব্যাপারে জিজ্ঞেস করা হলে গিল কোচের পক্ষ নিয়েই কথা বলেছেন। ওভালে গতকাল সংবাদ সম্মেলনে ভারতীয় টেস্ট অধিনায়ক বলেন, ‘গতকাল (২৯ জুলাই) যা ঘটেছে, সেটা একেবারেই অপ্রয়োজনীয় ছিল। আমাদের উইকেট দেখার ঘটনা তো এবারই প্রথমবার নয়। প্রায় দুই মাস ধরে এখানে আছি আমরা। একজন কোচের কাছে গিয়ে উইকেট দেখার অধিকার রয়েছে। এখানে মনে হয় না কোনো ভুল হয়েছে। কিউরেটর আমাদের উইকেট দেখার কেন সুযোগ দেবেন না, ঠিক আছে।’
যে উইকেট দেখা নিয়ে পরিস্থিতি এত উত্তপ্ত, গিল এমন ঘটনার কোনো মানেই দেখেন না। লন্ডনের ওভালে গতকাল সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বলেন, ‘যতদূর জানি, আমরা কখনো কোনো নির্দেশনা পাইনি। রাবার স্পাইক পরে থাকেন বা খালি পায়ে থাকেন, কাছ থেকে উইকেট দেখা যাবে। এই সিরিজে এরই মধ্যে আমরা চার ম্যাচ খেলেছি। কেউ আমাদের পিচ দেখতে বাধা দেননি। কোচ ও অধিনায়কসহ আমরা অনেকবার পিচের কাছে গিয়েছি। যদি কিউরেটর এসে উইকেট দেখতে না করেন বা ৩ মিটার দূর থেকে দেখতে বলেন, তাহলে কিছু বলার থাকে না। এখানে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কারণ কী, আমি জানি না।’
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। সিরিজের পঞ্চম টেস্ট ভারত জিতলে সিরিজ শেষ হবে ২-২ সমতায়। লন্ডনের ওভালে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ইংল্যান্ড-ভারত সিরিজের শেষ টেস্ট। এই টেস্টে জসপ্রীত বুমরা খেলবেন কিনা, সেই ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি গিল। যদিও ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর আগে-পরে বারবার শোনা গেছে, বুমরা এই সিরিজে তিন টেস্ট খেলবেন। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ভারতীয় তারকা পেসারের তিন ম্যাচ এরই মধ্যে খেলা হয়েছে।

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
১ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
২ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৩ ঘণ্টা আগে