
মেয়েদের ক্রিকেটে ইতিহাস গড়েছেন ফারজানা হক পিংকি। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে পেয়েছেন সেঞ্চুরি। তবে এই সেঞ্চুরি নিয়ে সংবাদ সম্মেলনে মজার কাহিনিও শুনিয়েছেন বাংলাদেশি ব্যাটার।
বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি কে করবে—সেটি নিয়ে নিগার সুলতানা জ্যোতির সঙ্গে প্রায়ই খুনসুটি হতো বলে জানিয়েছেন পিংকি। শেষ পর্যন্ত সবার আগে নিজে সেঞ্চুরি করলেও কৃতিত্ব দিচ্ছেন বাংলাদেশি অধিনায়ককে। তিনি বলেছেন, ‘আমার পাশে যে বসে (জ্যোতি) আছে, সে সব সময় আমাকে বলত পিংকি আপু আমি কিন্তু আগে সেঞ্চুরি করব। আমি শুধু সব সময় শুনতাম। কখনো উত্তর দিইনি। আসলে আমার আর ওর পজিশনটা...ক্লাব বা জাতীয় দলে আমাদের ওপরেই ব্যাটিং করতে হয়। সব সময় মনে করতাম, আচ্ছা! ঠিক আছে। আপনিই কইরেন। আমার এই সেঞ্চুরির ৭০-৮০ ভাগ হচ্ছে ওর জন্য।’
পিংকি সেঞ্চুরি করায় জ্যোতির আশা ভঙ্গ হওয়ায় এবার ডাবল সেঞ্চুরি করার চিন্তা করছেন বাংলাদেশি অধিনায়ক। তিনি মজা করে পিংকিকে বলেছেন, ‘ডাবল সেঞ্চুরি কেউ এখনো করেনি।’
তবে আজ রেকর্ড সেঞ্চুরি করার কোনো পরিকল্পনাই নাকি ছিল না পিংকির। লম্বা সময় ব্যাটিং করার ইচ্ছা ছিল বলে জানিয়েছেন বাংলাদেশের ওপেনার। শেষ পর্যন্ত সেঞ্চুরি করতে পেরে বেশ খুশি হয়েছেন তিনি। ম্যাচ শেষে ৩০ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘আসলে আজকে শুধু সময় নিয়ে ব্যাটিং করার ইচ্ছা ছিল। এটা করতে পেরেছি, এতেই আমার ভালো লেগেছে।’
তবে ঠিকই মনে মনে নিজেই সেঞ্চুরি করতে চেয়েছিলেন পিংকি। সেটা তিনি বলেছেনও, ‘আমি ওকে (জ্যোতি) দেখানোর জন্য যে কেউ করতে পারলে আমারই সেই সম্ভাবনা থাকতে পারে। নিজের ব্যাটিং দক্ষতার ওপর আমার অনেক বিশ্বাস ছিল। যেহেতু আমি ভালো শুরু পাচ্ছি, যত দূর নেওয়া যায়। দিন শেষে সেঞ্চুরিটা হয়ে গেছে।’
পিংকির রেকর্ড গড়ার ম্যাচে বাংলাদেশ-ভারতের শেষ ওয়ানডে টাই হয়েছে মিরপুরে। এতে করে সিরিজ ১-১ ব্যবধানে শেষ হয়েছে। এমন সেঞ্চুরির পর ম্যাচসেরা না হলেও সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন পিংকি। ৩ ম্যাচে ১৮১ রান করেছেন তিনি।

মেয়েদের ক্রিকেটে ইতিহাস গড়েছেন ফারজানা হক পিংকি। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে পেয়েছেন সেঞ্চুরি। তবে এই সেঞ্চুরি নিয়ে সংবাদ সম্মেলনে মজার কাহিনিও শুনিয়েছেন বাংলাদেশি ব্যাটার।
বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি কে করবে—সেটি নিয়ে নিগার সুলতানা জ্যোতির সঙ্গে প্রায়ই খুনসুটি হতো বলে জানিয়েছেন পিংকি। শেষ পর্যন্ত সবার আগে নিজে সেঞ্চুরি করলেও কৃতিত্ব দিচ্ছেন বাংলাদেশি অধিনায়ককে। তিনি বলেছেন, ‘আমার পাশে যে বসে (জ্যোতি) আছে, সে সব সময় আমাকে বলত পিংকি আপু আমি কিন্তু আগে সেঞ্চুরি করব। আমি শুধু সব সময় শুনতাম। কখনো উত্তর দিইনি। আসলে আমার আর ওর পজিশনটা...ক্লাব বা জাতীয় দলে আমাদের ওপরেই ব্যাটিং করতে হয়। সব সময় মনে করতাম, আচ্ছা! ঠিক আছে। আপনিই কইরেন। আমার এই সেঞ্চুরির ৭০-৮০ ভাগ হচ্ছে ওর জন্য।’
পিংকি সেঞ্চুরি করায় জ্যোতির আশা ভঙ্গ হওয়ায় এবার ডাবল সেঞ্চুরি করার চিন্তা করছেন বাংলাদেশি অধিনায়ক। তিনি মজা করে পিংকিকে বলেছেন, ‘ডাবল সেঞ্চুরি কেউ এখনো করেনি।’
তবে আজ রেকর্ড সেঞ্চুরি করার কোনো পরিকল্পনাই নাকি ছিল না পিংকির। লম্বা সময় ব্যাটিং করার ইচ্ছা ছিল বলে জানিয়েছেন বাংলাদেশের ওপেনার। শেষ পর্যন্ত সেঞ্চুরি করতে পেরে বেশ খুশি হয়েছেন তিনি। ম্যাচ শেষে ৩০ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘আসলে আজকে শুধু সময় নিয়ে ব্যাটিং করার ইচ্ছা ছিল। এটা করতে পেরেছি, এতেই আমার ভালো লেগেছে।’
তবে ঠিকই মনে মনে নিজেই সেঞ্চুরি করতে চেয়েছিলেন পিংকি। সেটা তিনি বলেছেনও, ‘আমি ওকে (জ্যোতি) দেখানোর জন্য যে কেউ করতে পারলে আমারই সেই সম্ভাবনা থাকতে পারে। নিজের ব্যাটিং দক্ষতার ওপর আমার অনেক বিশ্বাস ছিল। যেহেতু আমি ভালো শুরু পাচ্ছি, যত দূর নেওয়া যায়। দিন শেষে সেঞ্চুরিটা হয়ে গেছে।’
পিংকির রেকর্ড গড়ার ম্যাচে বাংলাদেশ-ভারতের শেষ ওয়ানডে টাই হয়েছে মিরপুরে। এতে করে সিরিজ ১-১ ব্যবধানে শেষ হয়েছে। এমন সেঞ্চুরির পর ম্যাচসেরা না হলেও সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন পিংকি। ৩ ম্যাচে ১৮১ রান করেছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৪ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৫ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৭ ঘণ্টা আগে