নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সৌম্য সরকার–নাজমুল হোসেনদের রানখরা অব্যাহত আছে ডিপিএলে। এই লিগের শুরুতে তামিম–মুশফিকদের ব্যাট কিছুটা হাসলেও মিঠুন–সাইফরা আছেন নিজেদের ছায়া হয়ে। ব্যাটিংয়ে তো জাতীয় দলের ক্রিকেটারদের ছাপিয়ে গেছেন এখনো আন্তর্জাতিক আঙিনায় না আসা তরুণ খেলোয়াড়েরা।
ডিপিএলে এখন পর্যন্ত হয়েছে ১৮টি ম্যাচ। ১২ দল তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে। এ পর্যন্ত দুর্দান্ত খেলা ব্যাটসম্যানদের তালিকায় সৌম্য–নাজমুলরা পড়ে আছেন একেবারে তলানিতে। সেরা ৫০ ব্যাটসম্যানের তালিকাতেই জায়গা হয়নি দুজনের। তবে শেষ ম্যাচের দারুণ বোলিংয়ে তালিকার ওপরের দিকে চলে এসেছেন মোস্তাফিজুর–তাসকিনরা।
যে চার ব্যাটসম্যানের রান ১০০ পেরিয়েছে, তাঁদের কারও এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ৩ ম্যাচে ৭১ গড়ে ১৪২ রান করে তালিকার চূড়ায় পারটেক্স স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাসামুল হক। বোলিংয়েও পিছিয়ে নেই তাসামুল, দলকে নিয়মিত ব্রেক–থ্রু এনে দিয়ে পেয়েছেন ৩ উইকেট। এখন পর্যন্ত ব্যাটে–বলে ডিপিএলের সেরা পারফরমার ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার।
১৩২ রান করে দ্বিতীয় স্থানে আছেন ওল্ড ডিওএইচএসের রাকিন আহমেদ। সময়টা ভালো যাচ্ছে ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মিজানুর রহমানেরও। ১৪০–এর ওপর স্ট্রাইক রেটে এই ব্যাটসম্যান করেছেন ১২৫ রান।
তারকা ব্যাটসম্যানদের মধ্যে যিনি সবচেয়ে এগিয়ে, সেই তামিম ইকবালের অবস্থান এখন ছয়ে। ৩ ম্যাচে ৯৮ রান করেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। মুশফিক, মিরাজ, নাঈম, মুমিনুল ও মাহমুদউল্লাহ—কেউ নেই সেরা দশে।
পরশু রাতের ম্যাচে দল হারলেও দারুণ বোলিং করেছেন প্রাইম ব্যাংকের মোস্তাফিজুর রহমান। টি–টোয়েন্টি সংস্করণটা যে কেন বাঁহাতি পেসারের এত প্রিয় সেটি বুঝিয়ে দিলেন মাত্র ১০ বলেই ৫ উইকেট তুলে নিয়ে। ৩ ম্যাচে ৮ উইকেট শিকার করে তালিকায় একেবারেই ওপরে তিনি। দারুণ বোলিং করছেন তানভীর ইসলাম। মাত্র ৩.৩৩ ইকোনমি রেটে তিন ম্যাচে ৭ উইকেট নিয়েছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের এই বাঁহাতি স্পিনার। তাসকিন আহমেদের দুই ম্যাচে শিকার ৫ উইকেট। সমান ৫ উইকেট নিয়ে সেরা দশে আছেন মাহমুদউল্লাহ (৬) ও সাকিব (১০)।
তারাদের নিষ্প্রভ থাকাটা যদি দুশ্চিন্তার হয়, নিয়মিত জ্বলছেন অচেনারা—দেশের ক্রিকেটের জন্য এটি অবশ্য ইতিবাচক।

ঢাকা: সৌম্য সরকার–নাজমুল হোসেনদের রানখরা অব্যাহত আছে ডিপিএলে। এই লিগের শুরুতে তামিম–মুশফিকদের ব্যাট কিছুটা হাসলেও মিঠুন–সাইফরা আছেন নিজেদের ছায়া হয়ে। ব্যাটিংয়ে তো জাতীয় দলের ক্রিকেটারদের ছাপিয়ে গেছেন এখনো আন্তর্জাতিক আঙিনায় না আসা তরুণ খেলোয়াড়েরা।
ডিপিএলে এখন পর্যন্ত হয়েছে ১৮টি ম্যাচ। ১২ দল তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে। এ পর্যন্ত দুর্দান্ত খেলা ব্যাটসম্যানদের তালিকায় সৌম্য–নাজমুলরা পড়ে আছেন একেবারে তলানিতে। সেরা ৫০ ব্যাটসম্যানের তালিকাতেই জায়গা হয়নি দুজনের। তবে শেষ ম্যাচের দারুণ বোলিংয়ে তালিকার ওপরের দিকে চলে এসেছেন মোস্তাফিজুর–তাসকিনরা।
যে চার ব্যাটসম্যানের রান ১০০ পেরিয়েছে, তাঁদের কারও এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ৩ ম্যাচে ৭১ গড়ে ১৪২ রান করে তালিকার চূড়ায় পারটেক্স স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাসামুল হক। বোলিংয়েও পিছিয়ে নেই তাসামুল, দলকে নিয়মিত ব্রেক–থ্রু এনে দিয়ে পেয়েছেন ৩ উইকেট। এখন পর্যন্ত ব্যাটে–বলে ডিপিএলের সেরা পারফরমার ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার।
১৩২ রান করে দ্বিতীয় স্থানে আছেন ওল্ড ডিওএইচএসের রাকিন আহমেদ। সময়টা ভালো যাচ্ছে ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মিজানুর রহমানেরও। ১৪০–এর ওপর স্ট্রাইক রেটে এই ব্যাটসম্যান করেছেন ১২৫ রান।
তারকা ব্যাটসম্যানদের মধ্যে যিনি সবচেয়ে এগিয়ে, সেই তামিম ইকবালের অবস্থান এখন ছয়ে। ৩ ম্যাচে ৯৮ রান করেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। মুশফিক, মিরাজ, নাঈম, মুমিনুল ও মাহমুদউল্লাহ—কেউ নেই সেরা দশে।
পরশু রাতের ম্যাচে দল হারলেও দারুণ বোলিং করেছেন প্রাইম ব্যাংকের মোস্তাফিজুর রহমান। টি–টোয়েন্টি সংস্করণটা যে কেন বাঁহাতি পেসারের এত প্রিয় সেটি বুঝিয়ে দিলেন মাত্র ১০ বলেই ৫ উইকেট তুলে নিয়ে। ৩ ম্যাচে ৮ উইকেট শিকার করে তালিকায় একেবারেই ওপরে তিনি। দারুণ বোলিং করছেন তানভীর ইসলাম। মাত্র ৩.৩৩ ইকোনমি রেটে তিন ম্যাচে ৭ উইকেট নিয়েছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের এই বাঁহাতি স্পিনার। তাসকিন আহমেদের দুই ম্যাচে শিকার ৫ উইকেট। সমান ৫ উইকেট নিয়ে সেরা দশে আছেন মাহমুদউল্লাহ (৬) ও সাকিব (১০)।
তারাদের নিষ্প্রভ থাকাটা যদি দুশ্চিন্তার হয়, নিয়মিত জ্বলছেন অচেনারা—দেশের ক্রিকেটের জন্য এটি অবশ্য ইতিবাচক।

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
২ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
৩ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
৩ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
৩ ঘণ্টা আগে