আহমেদ রিয়াদ, ঢাকা

২০২৩ এশিয়া কাপে নাঈম শেখের ওপর দিয়ে কী ঝড়টাই না বয়ে গিয়েছিল! একেবারেই ভালো করতে পারছিলেন না টুর্নামেন্টে। আর তাতেই সমালোচনার তির আর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষাক্ত ট্রলিংয়ে বিধ্বস্ত হয়ে পড়েন নাঈম। ২০২৩ এশিয়া কাপের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি তাঁর।
তবে গত দুই মাসে অন্য নাঈম শেখকেই দেখা যাচ্ছে। ডিসেম্বরে এনসিএল টি-টোয়েন্টিতে ৩১.৬০ গড়ে ৩১৬ রান করে হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। সেই ফর্মটা তিনি টেনে এনেছেন এই বিপিএলে। খুলনা টাইগার্সের হয়ে ধারাবাহিক ভালো খেলছেন। ১৩ ম্যাচে ৪৯২ রান করে নাঈম সর্বোচ্চ রান সংগ্রাহক। স্ট্রাইকরেট দেড় শর কাছাকাছি। ৩০ ছক্কা মেরে তিনি ছক্কার তালিকায় দুইয়ে। শেষ দিকে চলে আসা ২০২৫ বিপিএলে রান সংগ্রহে নাঈমকে টপকে যাওয়া কঠিনই। বরং তাঁর সামনে আছে দারুণ একটি রেকর্ড গড়ার সুযোগ। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড নিজের করে নেওয়ার দারুণ এক সুযোগ নাঈমের সামনে। বর্তমানে রেকর্ডটি রয়েছে নাজমুল হোসেন শান্তর অধিকারে, ২০২৩ বিপিএলে করেছিলেন ৫১৬ রান।
গতকাল দলের ঐচ্ছিক অনুশীলন উপেক্ষা করেননি নাঈম, করেছেন নিবিড় অনুশীলন। ছোটবেলার কোচ আনোয়ার হোসেনের সঙ্গে তিন ঘণ্টার ব্যাটিং সেশনে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। সামনে কঠিন চ্যালেঞ্জ, তাই টি-টোয়েন্টির জন্য বিশেষ সব শট অনুশীলনে গুরুত্ব দিয়েছেন। ঝালিয়ে নিয়েছেন আক্রমণাত্মক সব শট। কাল রাতে যখন আজকের পত্রিকার সঙ্গে কথা হয় নাঈমের, তখন তিনি টিম হোটেলে ফিটনেস নিয়ে কাজ করছিলেন। জিম সেশনের ফাঁকে বাঁহাতি ওপেনার বলেন, ‘আমরা সেরাটা দিয়ে খেলেছি এবার। চেষ্টা করেছি ইনিংস বড় করার এবং দলের জন্য সর্বোচ্চ দেওয়ার। কালও (আজ) সর্বোচ্চটা দিয়ে দলকে জেতানোর চেষ্টা থাকবে। ফিট থাকা খুব গুরুত্বপূর্ণ। কারণ, ফিট না থাকলে মাঠে ভালো খেলতে পারব না। আমার মনে হয়েছে, আমাকে আমার সেরা ছন্দে ফিরতে হবে।’
জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি সংস্করণেও নাঈম ছিলেন দারুণ ছন্দে। তবে তাঁর দল ঢাকা মহানগর হেরে যায় রংপুর বিভাগের কাছে। এবার খুলনা টাইগার্সকে ফাইনালে তোলার তাড়া নাঈমের সামনে। এ মুহূর্তে ব্যক্তিগত রেকর্ড নিয়ে তাই ভাবছেন না নাঈম। বললেন, ‘রেকর্ড জানি না। আমার কাজ পারফর্ম করা। পারফর্ম করলে অনেক কিছুই হয়। কালকের (আজকের) ম্যাচে ভালো ক্রিকেট খেলতে হবে। এসব নিয়ে এখন চিন্তা করছি না।’
খুলনা টাইগার্সের কোচ তালহা জুবায়ের জানিয়েছেন নাঈমের সাম্প্রতিক পরিবর্তনের রহস্য। কাল তিনি বললেন, ‘নাঈম এবার অনেক আত্মবিশ্বাসী। এটাই তাঁকে বদলে দিয়েছে। ওর শটের রেঞ্জ দারুণ এবং বল নির্বাচনেও উন্নতি করেছে। আগে রান না পেলে মানসিকভাবে ভেঙে পড়ত; কিন্তু এখন সে ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে শিখেছে। এখন ওকে অনেক পরিণত মনে হয়।’

২০২৩ এশিয়া কাপে নাঈম শেখের ওপর দিয়ে কী ঝড়টাই না বয়ে গিয়েছিল! একেবারেই ভালো করতে পারছিলেন না টুর্নামেন্টে। আর তাতেই সমালোচনার তির আর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষাক্ত ট্রলিংয়ে বিধ্বস্ত হয়ে পড়েন নাঈম। ২০২৩ এশিয়া কাপের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি তাঁর।
তবে গত দুই মাসে অন্য নাঈম শেখকেই দেখা যাচ্ছে। ডিসেম্বরে এনসিএল টি-টোয়েন্টিতে ৩১.৬০ গড়ে ৩১৬ রান করে হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। সেই ফর্মটা তিনি টেনে এনেছেন এই বিপিএলে। খুলনা টাইগার্সের হয়ে ধারাবাহিক ভালো খেলছেন। ১৩ ম্যাচে ৪৯২ রান করে নাঈম সর্বোচ্চ রান সংগ্রাহক। স্ট্রাইকরেট দেড় শর কাছাকাছি। ৩০ ছক্কা মেরে তিনি ছক্কার তালিকায় দুইয়ে। শেষ দিকে চলে আসা ২০২৫ বিপিএলে রান সংগ্রহে নাঈমকে টপকে যাওয়া কঠিনই। বরং তাঁর সামনে আছে দারুণ একটি রেকর্ড গড়ার সুযোগ। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড নিজের করে নেওয়ার দারুণ এক সুযোগ নাঈমের সামনে। বর্তমানে রেকর্ডটি রয়েছে নাজমুল হোসেন শান্তর অধিকারে, ২০২৩ বিপিএলে করেছিলেন ৫১৬ রান।
গতকাল দলের ঐচ্ছিক অনুশীলন উপেক্ষা করেননি নাঈম, করেছেন নিবিড় অনুশীলন। ছোটবেলার কোচ আনোয়ার হোসেনের সঙ্গে তিন ঘণ্টার ব্যাটিং সেশনে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। সামনে কঠিন চ্যালেঞ্জ, তাই টি-টোয়েন্টির জন্য বিশেষ সব শট অনুশীলনে গুরুত্ব দিয়েছেন। ঝালিয়ে নিয়েছেন আক্রমণাত্মক সব শট। কাল রাতে যখন আজকের পত্রিকার সঙ্গে কথা হয় নাঈমের, তখন তিনি টিম হোটেলে ফিটনেস নিয়ে কাজ করছিলেন। জিম সেশনের ফাঁকে বাঁহাতি ওপেনার বলেন, ‘আমরা সেরাটা দিয়ে খেলেছি এবার। চেষ্টা করেছি ইনিংস বড় করার এবং দলের জন্য সর্বোচ্চ দেওয়ার। কালও (আজ) সর্বোচ্চটা দিয়ে দলকে জেতানোর চেষ্টা থাকবে। ফিট থাকা খুব গুরুত্বপূর্ণ। কারণ, ফিট না থাকলে মাঠে ভালো খেলতে পারব না। আমার মনে হয়েছে, আমাকে আমার সেরা ছন্দে ফিরতে হবে।’
জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি সংস্করণেও নাঈম ছিলেন দারুণ ছন্দে। তবে তাঁর দল ঢাকা মহানগর হেরে যায় রংপুর বিভাগের কাছে। এবার খুলনা টাইগার্সকে ফাইনালে তোলার তাড়া নাঈমের সামনে। এ মুহূর্তে ব্যক্তিগত রেকর্ড নিয়ে তাই ভাবছেন না নাঈম। বললেন, ‘রেকর্ড জানি না। আমার কাজ পারফর্ম করা। পারফর্ম করলে অনেক কিছুই হয়। কালকের (আজকের) ম্যাচে ভালো ক্রিকেট খেলতে হবে। এসব নিয়ে এখন চিন্তা করছি না।’
খুলনা টাইগার্সের কোচ তালহা জুবায়ের জানিয়েছেন নাঈমের সাম্প্রতিক পরিবর্তনের রহস্য। কাল তিনি বললেন, ‘নাঈম এবার অনেক আত্মবিশ্বাসী। এটাই তাঁকে বদলে দিয়েছে। ওর শটের রেঞ্জ দারুণ এবং বল নির্বাচনেও উন্নতি করেছে। আগে রান না পেলে মানসিকভাবে ভেঙে পড়ত; কিন্তু এখন সে ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে শিখেছে। এখন ওকে অনেক পরিণত মনে হয়।’

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
২৯ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
১ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
২ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
৩ ঘণ্টা আগে