
আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু হলো বাংলাদেশের। আজ ধর্মশালায় আফগানদের দেওয়া ১৫৭ রানের লক্ষ্য তাড়ায় মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ৬ উইকেটে জিতেছে সাকিব আল হাসানের দল। এই জয়ের পথে দলীয় রেকর্ডের সঙ্গে বেশ কয়েকটি ব্যক্তিগত রেকর্ডও হয়েছে। দেখে নেওয়া যাক সেসব রেকর্ড—
২. বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ফিফটি ও ও তিন উইকেট পেলেন মেহেদী হাসান মিরাজ। ২০১৯ বিশ্বকাপে সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষেই এই কীর্তি গড়েছিলেন সাকিব আল হাসান।
৩. এ নিয়ে ভারতের মাটিতে ওয়ানডেতে তিন ম্যাচ জিতল বাংলাদেশ। আগের দুটি কেনিয়া (১৯৯৮) ও জিম্বাবুয়ের বিপক্ষে (২০০৬)। আর বিশ্বকাপে আফগানদের বিপক্ষে তিনবারের মুখোমুখিতে তিনবারই জিতল বাংলাদেশ।
৪. এ নিয়ে টানা চার ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংসের দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত।
১২. আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেট নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ১২ তম স্থানে উঠে এলেন সাকিব। তাঁর উইকেট সংখ্যা ৩০ ইনিংসে ৩৭। স্পিনারদের মধ্যে এ তালিকায় তৃতীয় স্থানে ৩৬ বছর বয়সী অলরাউন্ডার।
১৩. ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের টানা হার। এই লজ্জার রেকর্ডে তাদের ওপরে আছে স্কটল্যান্ড (১৪) ও জিম্বাবুয়ে (১৮)।
৩৭. এ নিয়ে টানা পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ খেলা সাকিব সর্বোচ্চ ম্যাচ খেলায় ছাড়িয়ে গেলেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরিকে (৩৬)। আর তিন ম্যাচ খেললে এ তালিকায় বাংলাদেশ অধিনায়ক ছুঁয়ে ফেলবেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরকে। সর্বোচ্চ ৬৮ ম্যাচ খেলে এ তালিকায় মোটামুটি ধরাছোঁয়ার বাইরে শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।
৯২. বলের ব্যবধানে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ জয়।
৭৫৭. এ বছর ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তর রান, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ।
১১৬০. ওয়ানডে বিশ্বকাপে সাকিবের রানসংখ্যা। ধর্মশালায় আফগানদের বিপক্ষে ১৪ রান করে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসকে টপকে তিনি এই তালিকায় উঠে এসেছেন ৮ নম্বরে।

আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু হলো বাংলাদেশের। আজ ধর্মশালায় আফগানদের দেওয়া ১৫৭ রানের লক্ষ্য তাড়ায় মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ৬ উইকেটে জিতেছে সাকিব আল হাসানের দল। এই জয়ের পথে দলীয় রেকর্ডের সঙ্গে বেশ কয়েকটি ব্যক্তিগত রেকর্ডও হয়েছে। দেখে নেওয়া যাক সেসব রেকর্ড—
২. বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ফিফটি ও ও তিন উইকেট পেলেন মেহেদী হাসান মিরাজ। ২০১৯ বিশ্বকাপে সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষেই এই কীর্তি গড়েছিলেন সাকিব আল হাসান।
৩. এ নিয়ে ভারতের মাটিতে ওয়ানডেতে তিন ম্যাচ জিতল বাংলাদেশ। আগের দুটি কেনিয়া (১৯৯৮) ও জিম্বাবুয়ের বিপক্ষে (২০০৬)। আর বিশ্বকাপে আফগানদের বিপক্ষে তিনবারের মুখোমুখিতে তিনবারই জিতল বাংলাদেশ।
৪. এ নিয়ে টানা চার ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংসের দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত।
১২. আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেট নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ১২ তম স্থানে উঠে এলেন সাকিব। তাঁর উইকেট সংখ্যা ৩০ ইনিংসে ৩৭। স্পিনারদের মধ্যে এ তালিকায় তৃতীয় স্থানে ৩৬ বছর বয়সী অলরাউন্ডার।
১৩. ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের টানা হার। এই লজ্জার রেকর্ডে তাদের ওপরে আছে স্কটল্যান্ড (১৪) ও জিম্বাবুয়ে (১৮)।
৩৭. এ নিয়ে টানা পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ খেলা সাকিব সর্বোচ্চ ম্যাচ খেলায় ছাড়িয়ে গেলেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরিকে (৩৬)। আর তিন ম্যাচ খেললে এ তালিকায় বাংলাদেশ অধিনায়ক ছুঁয়ে ফেলবেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরকে। সর্বোচ্চ ৬৮ ম্যাচ খেলে এ তালিকায় মোটামুটি ধরাছোঁয়ার বাইরে শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।
৯২. বলের ব্যবধানে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ জয়।
৭৫৭. এ বছর ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তর রান, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ।
১১৬০. ওয়ানডে বিশ্বকাপে সাকিবের রানসংখ্যা। ধর্মশালায় আফগানদের বিপক্ষে ১৪ রান করে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসকে টপকে তিনি এই তালিকায় উঠে এসেছেন ৮ নম্বরে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
৪১ মিনিট আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
৪৪ মিনিট আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
২ ঘণ্টা আগে