
গলে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন থেকেই শ্রীলঙ্কার রাজত্ব। প্রথম দিনের মতো আজ দ্বিতীয় দিনেও লঙ্কানদের ইনিংসে হয়েছে জোড়া সেঞ্চুরি। চার সেঞ্চুরিতে আইরিশদের বিপক্ষে ৬০০ ছুঁইছুঁই রান করেছে শ্রীলঙ্কা।
৪ উইকেটে ৩৮৬ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দিনের খেলা শুরুর অল্প সময়ের মধ্যেই উইকেট হারায় লঙ্কানরা। কার্টিস ক্যাম্ফারের বলে এলবিডব্লু হয়েছেন প্রবাথ জয়সুরিয়া। ২৩ বলে ১৬ রান করেন জয়সুরিয়া। সাত নম্বরে নেমে ধনঞ্জয় ডি সিলভা উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ১৬ বলে ১২ রান করা ডি সিলভাকে লেগবিফোরের ফাঁদে ফেলেন অ্যান্ডি ম্যাকব্রাইন। ডি সিলভার পর উইকেটে আসেন সাদিরা সামারাবিক্রমা। প্রায় ৪ বছর পর টেস্টে ফিরে সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন সামারাবিক্রমা। টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটিকেই সেঞ্চুরিতে পরিণত করলেন লঙ্কান এই ব্যাটার। ১১৪ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।
ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তো সামারাবিক্রমা করেছেনই, সপ্তম উইকেট জুটিতে দিনেশ চান্দিমালের সঙ্গে ২১৫ বলে ১৮৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন। চান্দিমাল তার টেস্ট ক্যারিয়ারের ১৪ তম সেঞ্চুরি পেয়েছেন চান্দিমাল। ১৫৫ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন লঙ্কান এই মিডল অর্ডার ব্যাটার। চার সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৯১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। ইনিংস সর্বোচ্চ ১৭৯ রান করেন অধিনায়ক দিমুথ করুণারত্নে। আর প্রথম ইনিংস খেলতে নেমে একটু চাপে পড়েছে আয়ারল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ১৩ রান করেছে আইরিশরা।

গলে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন থেকেই শ্রীলঙ্কার রাজত্ব। প্রথম দিনের মতো আজ দ্বিতীয় দিনেও লঙ্কানদের ইনিংসে হয়েছে জোড়া সেঞ্চুরি। চার সেঞ্চুরিতে আইরিশদের বিপক্ষে ৬০০ ছুঁইছুঁই রান করেছে শ্রীলঙ্কা।
৪ উইকেটে ৩৮৬ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দিনের খেলা শুরুর অল্প সময়ের মধ্যেই উইকেট হারায় লঙ্কানরা। কার্টিস ক্যাম্ফারের বলে এলবিডব্লু হয়েছেন প্রবাথ জয়সুরিয়া। ২৩ বলে ১৬ রান করেন জয়সুরিয়া। সাত নম্বরে নেমে ধনঞ্জয় ডি সিলভা উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ১৬ বলে ১২ রান করা ডি সিলভাকে লেগবিফোরের ফাঁদে ফেলেন অ্যান্ডি ম্যাকব্রাইন। ডি সিলভার পর উইকেটে আসেন সাদিরা সামারাবিক্রমা। প্রায় ৪ বছর পর টেস্টে ফিরে সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন সামারাবিক্রমা। টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটিকেই সেঞ্চুরিতে পরিণত করলেন লঙ্কান এই ব্যাটার। ১১৪ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।
ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তো সামারাবিক্রমা করেছেনই, সপ্তম উইকেট জুটিতে দিনেশ চান্দিমালের সঙ্গে ২১৫ বলে ১৮৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন। চান্দিমাল তার টেস্ট ক্যারিয়ারের ১৪ তম সেঞ্চুরি পেয়েছেন চান্দিমাল। ১৫৫ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন লঙ্কান এই মিডল অর্ডার ব্যাটার। চার সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৯১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। ইনিংস সর্বোচ্চ ১৭৯ রান করেন অধিনায়ক দিমুথ করুণারত্নে। আর প্রথম ইনিংস খেলতে নেমে একটু চাপে পড়েছে আয়ারল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ১৩ রান করেছে আইরিশরা।

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
৯ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
৯ ঘণ্টা আগে