
গলে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন থেকেই শ্রীলঙ্কার রাজত্ব। প্রথম দিনের মতো আজ দ্বিতীয় দিনেও লঙ্কানদের ইনিংসে হয়েছে জোড়া সেঞ্চুরি। চার সেঞ্চুরিতে আইরিশদের বিপক্ষে ৬০০ ছুঁইছুঁই রান করেছে শ্রীলঙ্কা।
৪ উইকেটে ৩৮৬ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দিনের খেলা শুরুর অল্প সময়ের মধ্যেই উইকেট হারায় লঙ্কানরা। কার্টিস ক্যাম্ফারের বলে এলবিডব্লু হয়েছেন প্রবাথ জয়সুরিয়া। ২৩ বলে ১৬ রান করেন জয়সুরিয়া। সাত নম্বরে নেমে ধনঞ্জয় ডি সিলভা উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ১৬ বলে ১২ রান করা ডি সিলভাকে লেগবিফোরের ফাঁদে ফেলেন অ্যান্ডি ম্যাকব্রাইন। ডি সিলভার পর উইকেটে আসেন সাদিরা সামারাবিক্রমা। প্রায় ৪ বছর পর টেস্টে ফিরে সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন সামারাবিক্রমা। টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটিকেই সেঞ্চুরিতে পরিণত করলেন লঙ্কান এই ব্যাটার। ১১৪ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।
ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তো সামারাবিক্রমা করেছেনই, সপ্তম উইকেট জুটিতে দিনেশ চান্দিমালের সঙ্গে ২১৫ বলে ১৮৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন। চান্দিমাল তার টেস্ট ক্যারিয়ারের ১৪ তম সেঞ্চুরি পেয়েছেন চান্দিমাল। ১৫৫ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন লঙ্কান এই মিডল অর্ডার ব্যাটার। চার সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৯১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। ইনিংস সর্বোচ্চ ১৭৯ রান করেন অধিনায়ক দিমুথ করুণারত্নে। আর প্রথম ইনিংস খেলতে নেমে একটু চাপে পড়েছে আয়ারল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ১৩ রান করেছে আইরিশরা।

গলে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন থেকেই শ্রীলঙ্কার রাজত্ব। প্রথম দিনের মতো আজ দ্বিতীয় দিনেও লঙ্কানদের ইনিংসে হয়েছে জোড়া সেঞ্চুরি। চার সেঞ্চুরিতে আইরিশদের বিপক্ষে ৬০০ ছুঁইছুঁই রান করেছে শ্রীলঙ্কা।
৪ উইকেটে ৩৮৬ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দিনের খেলা শুরুর অল্প সময়ের মধ্যেই উইকেট হারায় লঙ্কানরা। কার্টিস ক্যাম্ফারের বলে এলবিডব্লু হয়েছেন প্রবাথ জয়সুরিয়া। ২৩ বলে ১৬ রান করেন জয়সুরিয়া। সাত নম্বরে নেমে ধনঞ্জয় ডি সিলভা উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ১৬ বলে ১২ রান করা ডি সিলভাকে লেগবিফোরের ফাঁদে ফেলেন অ্যান্ডি ম্যাকব্রাইন। ডি সিলভার পর উইকেটে আসেন সাদিরা সামারাবিক্রমা। প্রায় ৪ বছর পর টেস্টে ফিরে সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন সামারাবিক্রমা। টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটিকেই সেঞ্চুরিতে পরিণত করলেন লঙ্কান এই ব্যাটার। ১১৪ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।
ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তো সামারাবিক্রমা করেছেনই, সপ্তম উইকেট জুটিতে দিনেশ চান্দিমালের সঙ্গে ২১৫ বলে ১৮৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন। চান্দিমাল তার টেস্ট ক্যারিয়ারের ১৪ তম সেঞ্চুরি পেয়েছেন চান্দিমাল। ১৫৫ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন লঙ্কান এই মিডল অর্ডার ব্যাটার। চার সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৯১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। ইনিংস সর্বোচ্চ ১৭৯ রান করেন অধিনায়ক দিমুথ করুণারত্নে। আর প্রথম ইনিংস খেলতে নেমে একটু চাপে পড়েছে আয়ারল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ১৩ রান করেছে আইরিশরা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১০ মিনিট আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১২ মিনিট আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
৪১ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
১ ঘণ্টা আগে