
ক্রিকেট মাঠে এমন ঘটনা শেষ কবে দেখা গেছে কিংবা আদৌ দেখা গেছে কী না বলা মুশকিল। গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টিতে এমনই এক অদ্ভুতুড়ে ঘটনার জন্ম দিয়েছেন ওবেদ ম্যাককয়। রান আউটের সহজ সুযোগ হাতছাড়া করেছেন বললেও পুরো চিত্রটা বোঝানো সম্ভব নয়। তার চেয়ে বলা ভালো, ইচ্ছা করেই যেন রান আউট করেননি এই ক্যারিবীয় পেসার!
ম্যাককয়ের হাতে যখন বল আসে তখনো ব্যাটার ক্রিজের অনেকটা বাইরে। বল হাতে পাওয়ার পর একটু সময় নিয়ে স্টাম্প ভাঙলেও নিশ্চিত আউট হতেন রবিচন্দ্রন অশ্বিন। ফিল্ডারের ছোড়া বল ধরে ম্যাককয় স্টাম্পে লাগাতে চেয়েও শেষ মুহূর্তে আর লাগালেন না। তখনো পেছনে তাকিয়ে দেখেন ব্যাটার ক্রিজ অবধি পৌঁছাননি। টিভি পর্দার এই ফুটেজ পরে অশ্বিন দেখলে নিজেই হয়তো অবাক হবেন!
ম্যাককয় কেন এমন করলেন? ধারাভাষ্যে থাকা সাবেক দুই ক্যারিবিয়ান ক্রিকেটার ড্যারেন স্যামি ও স্যামুয়েল বাদ্রিও এর উত্তর খুঁজে পাচ্ছিলেন না। স্যামি চিৎকার করে বলেন, ‘এটা কি হচ্ছে?’ বাদ্রি তখন উত্তর দেন, ‘এটা ব্যখ্যাতীত।’
এর একটি সম্ভাব্য কারণ অবশ্য ধরে নেওয়া যেতে পারে সেটি হলো ‘ব্রেন ফেড।’ কথাটির অর্থ—মস্তিষ্ক মিলি সেকেন্ডের জন্য অচল হয়ে যাওয়া। ম্যাককয়ের হয়তো সেরকমই কিছু হয়েছিল। একই রকম না হলেও এর আগেও ক্রিকেট মাঠে এমন অদ্ভুত ঘটনা দেখা গেছে। এই যেমন, ব্যাটার আচমকা ক্রিজ ছেড়ে বেরিয়ে আউট হয়ে যাওয়ার ঘটনা আছে।
গতকালের ঘটনাটি ভারতীয় ইনিংসের ১৭.৩ ওভারের। দীনেশ কার্তিক লং অনে শট খেলেই রান নিতে দৌড়ান। কার্তিক দুই রানের ডাক দিলে তাতে সাড়া দেন অশ্বিন। তবে ডাইভ দিয়েও তাঁর পক্ষে সময়মতো ক্রিজে পৌঁছানো সম্ভব ছিল না। অন্যদিকে তখন বল ধরে ঠাঁই দাঁড়িয়ে থাকেন ওবেদ। তিনি বল হাতে নিয়ে স্টাম্প ভেঙে দিলেই আউট হয়ে সাজঘরে ফিরতে হতো অশ্বিনকে।
শেষ পর্যন্ত অশ্বিন ১০ বলে ১৩ রানে অপরাজিত থাকেন। আর শেষ দিকে কার্তিকের ১৯ বলে ৪১ রানে হার না মানা বিস্ফোরক ইনিংসে ৬ উইকেটে ১৯০ রানের সংগ্রহ পায় ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে, ১২২ রানেই থেমে যায় উইন্ডিজ। ভারত ম্যাচ জেতে ৬৮ রানের বড় ব্যবধানে।

ক্রিকেট মাঠে এমন ঘটনা শেষ কবে দেখা গেছে কিংবা আদৌ দেখা গেছে কী না বলা মুশকিল। গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টিতে এমনই এক অদ্ভুতুড়ে ঘটনার জন্ম দিয়েছেন ওবেদ ম্যাককয়। রান আউটের সহজ সুযোগ হাতছাড়া করেছেন বললেও পুরো চিত্রটা বোঝানো সম্ভব নয়। তার চেয়ে বলা ভালো, ইচ্ছা করেই যেন রান আউট করেননি এই ক্যারিবীয় পেসার!
ম্যাককয়ের হাতে যখন বল আসে তখনো ব্যাটার ক্রিজের অনেকটা বাইরে। বল হাতে পাওয়ার পর একটু সময় নিয়ে স্টাম্প ভাঙলেও নিশ্চিত আউট হতেন রবিচন্দ্রন অশ্বিন। ফিল্ডারের ছোড়া বল ধরে ম্যাককয় স্টাম্পে লাগাতে চেয়েও শেষ মুহূর্তে আর লাগালেন না। তখনো পেছনে তাকিয়ে দেখেন ব্যাটার ক্রিজ অবধি পৌঁছাননি। টিভি পর্দার এই ফুটেজ পরে অশ্বিন দেখলে নিজেই হয়তো অবাক হবেন!
ম্যাককয় কেন এমন করলেন? ধারাভাষ্যে থাকা সাবেক দুই ক্যারিবিয়ান ক্রিকেটার ড্যারেন স্যামি ও স্যামুয়েল বাদ্রিও এর উত্তর খুঁজে পাচ্ছিলেন না। স্যামি চিৎকার করে বলেন, ‘এটা কি হচ্ছে?’ বাদ্রি তখন উত্তর দেন, ‘এটা ব্যখ্যাতীত।’
এর একটি সম্ভাব্য কারণ অবশ্য ধরে নেওয়া যেতে পারে সেটি হলো ‘ব্রেন ফেড।’ কথাটির অর্থ—মস্তিষ্ক মিলি সেকেন্ডের জন্য অচল হয়ে যাওয়া। ম্যাককয়ের হয়তো সেরকমই কিছু হয়েছিল। একই রকম না হলেও এর আগেও ক্রিকেট মাঠে এমন অদ্ভুত ঘটনা দেখা গেছে। এই যেমন, ব্যাটার আচমকা ক্রিজ ছেড়ে বেরিয়ে আউট হয়ে যাওয়ার ঘটনা আছে।
গতকালের ঘটনাটি ভারতীয় ইনিংসের ১৭.৩ ওভারের। দীনেশ কার্তিক লং অনে শট খেলেই রান নিতে দৌড়ান। কার্তিক দুই রানের ডাক দিলে তাতে সাড়া দেন অশ্বিন। তবে ডাইভ দিয়েও তাঁর পক্ষে সময়মতো ক্রিজে পৌঁছানো সম্ভব ছিল না। অন্যদিকে তখন বল ধরে ঠাঁই দাঁড়িয়ে থাকেন ওবেদ। তিনি বল হাতে নিয়ে স্টাম্প ভেঙে দিলেই আউট হয়ে সাজঘরে ফিরতে হতো অশ্বিনকে।
শেষ পর্যন্ত অশ্বিন ১০ বলে ১৩ রানে অপরাজিত থাকেন। আর শেষ দিকে কার্তিকের ১৯ বলে ৪১ রানে হার না মানা বিস্ফোরক ইনিংসে ৬ উইকেটে ১৯০ রানের সংগ্রহ পায় ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে, ১২২ রানেই থেমে যায় উইন্ডিজ। ভারত ম্যাচ জেতে ৬৮ রানের বড় ব্যবধানে।

আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
১৫ মিনিট আগে
চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
১ ঘণ্টা আগে
২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১৪ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১৪ ঘণ্টা আগে