হাসান মাহমুদ বোলিংয়ে আসামাত্রই উইকেট—আজ চেন্নাই টেস্টের প্রথম দিনের সকালে এটা ছিল খুবই পরিচিত চিত্র। ঘরের মাঠে দুর্দান্ত ভারত প্রথম সেশনে বেশ অসহায় হয়ে পড়ে। বাংলাদেশের আক্রমণে দিশেহারা ভারতকে পথ দেখাচ্ছেন যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্ত।
চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে সিরিজের প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। অধিনায়কের আস্থার প্রতিদান হাসান দিয়েছেন দারুণভাবে। রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি—ব্যাটিং লাইনআপের তিন স্তম্ভকে ফিরিয়ে ভারতকে চেপে ধরেন হাসান। ৩৪ রানে ৩ উইকেট হারানো ভারত মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে ৩ উইকেটে ৮৮ রানে। জয়সওয়াল, পন্ত ব্যাটিং করছেন ৩৭ ও ৩৩ রানে। স্বাগতিকেরা ব্যাটিং করেছে ২৩ ওভার। তাঁদের জুটিতে যোগ হয়েছে ৫৪ রান।
হাসান, তাসকিনের বোলিংয়ে শুরু থেকেই দিশেহারা দেখায় ভারতকে। সুইং করে কোনোটা বাইরে বেরিয়ে যাচ্ছে। কোনোটা করছে ইনসুইং। রানের খাতা খুলতে রোহিতের লেগেছে ১১ বল। কাঁপাকাঁপি করতে থাকা ভারত প্রথম উইকেট হারাতে পারত ৪ রানে। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে রোহিতের বিপক্ষে এলবিডব্লিউর জোরালো আবেদন করেন হাসান। আম্পায়ার আউট দেননি। শান্তও অনেক চিন্তাভাবনা করে রিভিউ নিয়েছেন। এ যাত্রায় আম্পায়ার্স কলের কারণে বেঁচে যান রোহিত।
বেঁচে যাওয়া রোহিতকে অবশ্য বেশিক্ষণ টিকতে দেননি হাসান। ষষ্ঠ ওভারের প্রথম বলে হাসানের ইনসুইঙ্গার ডিফেন্স করতে যান রোহিত। আউটসাইড এজ হওয়া বল সেকেন্ড স্লিপে দারুণভাবে তালুবন্দী করেছেন শান্ত। ১৯ বলে ১ চারে রোহিত করেছেন ৬ রান। ১ ওভার বিরতিতে এসে বাংলাদেশি পেসার এবার ফেরালেন শুবমান গিলকে। অষ্টম ওভারের তৃতীয় বল লেগ গ্ল্যান্স করতে যান গিল। উইকেটরক্ষক লিটন দাস সেটা তালুবন্দী করেছেন। ৮ বল খেলে রানের খাতা খুলতে পারেননি গিল।
আট মাস পর টেস্ট খেলতে নামা কোহলিকেও উইকেটে থিতু হতে দেননি হাসান। দশম ওভারের দ্বিতীয় বল কোহলিকে কাভার ড্রাইভের লোভ দেখিয়েছেন হাসান। সেই ফাঁদেই ধরা খেয়েছেন কোহলি। আউটসাইড এজ হওয়া বল সহজেই ধরেছেন লিটন। ৬ বলে ৬ রান করে কোহলি আউট হওয়ার পরই ব্যাটিংয়ে নামেন ঋষভ পন্ত।
জয়সওয়ালকে নিয়ে বিপর্যস্ত ভারতকে টেনে তোলার দায়িত্ব নেন পন্ত।দুজনেই খেলতে থাকেন আক্রমণ ও রক্ষণের মিশেলে। তাতে নিজের উইকেটটা প্রায় হারিয়েই ফেলেছিলেন পন্ত। ২০তম ওভারের প্রথম বলে তাসকিন আহমেদকে পুল করতে যান পন্ত। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ থেকে দৌঁড়ে এসেও বলের নাগাল পাননি সাকিব। যদিও ক্যাচটা ধরা কঠিন ছিল। পন্তের রান তখন ২১।
তাসকিনের বলে আবারও বিপদে পড়ে গেছিলেন পন্ত। ২২তম ওভারের তৃতীয় বল ডিফেন্স করতে গেলে স্লিপে সাদমান ইসলাম ও শান্তর মাঝ দিয়ে বল বেরিয়ে সেটা হয়েছে চার। দ্বিতীয়বার যখন পন্ত জীবন পান, তখন তাঁর রান ২৭।
হাসান মাহমুদ বোলিংয়ে আসামাত্রই উইকেট—আজ চেন্নাই টেস্টের প্রথম দিনের সকালে এটা ছিল খুবই পরিচিত চিত্র। ঘরের মাঠে দুর্দান্ত ভারত প্রথম সেশনে বেশ অসহায় হয়ে পড়ে। বাংলাদেশের আক্রমণে দিশেহারা ভারতকে পথ দেখাচ্ছেন যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্ত।
চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে সিরিজের প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। অধিনায়কের আস্থার প্রতিদান হাসান দিয়েছেন দারুণভাবে। রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি—ব্যাটিং লাইনআপের তিন স্তম্ভকে ফিরিয়ে ভারতকে চেপে ধরেন হাসান। ৩৪ রানে ৩ উইকেট হারানো ভারত মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে ৩ উইকেটে ৮৮ রানে। জয়সওয়াল, পন্ত ব্যাটিং করছেন ৩৭ ও ৩৩ রানে। স্বাগতিকেরা ব্যাটিং করেছে ২৩ ওভার। তাঁদের জুটিতে যোগ হয়েছে ৫৪ রান।
হাসান, তাসকিনের বোলিংয়ে শুরু থেকেই দিশেহারা দেখায় ভারতকে। সুইং করে কোনোটা বাইরে বেরিয়ে যাচ্ছে। কোনোটা করছে ইনসুইং। রানের খাতা খুলতে রোহিতের লেগেছে ১১ বল। কাঁপাকাঁপি করতে থাকা ভারত প্রথম উইকেট হারাতে পারত ৪ রানে। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে রোহিতের বিপক্ষে এলবিডব্লিউর জোরালো আবেদন করেন হাসান। আম্পায়ার আউট দেননি। শান্তও অনেক চিন্তাভাবনা করে রিভিউ নিয়েছেন। এ যাত্রায় আম্পায়ার্স কলের কারণে বেঁচে যান রোহিত।
বেঁচে যাওয়া রোহিতকে অবশ্য বেশিক্ষণ টিকতে দেননি হাসান। ষষ্ঠ ওভারের প্রথম বলে হাসানের ইনসুইঙ্গার ডিফেন্স করতে যান রোহিত। আউটসাইড এজ হওয়া বল সেকেন্ড স্লিপে দারুণভাবে তালুবন্দী করেছেন শান্ত। ১৯ বলে ১ চারে রোহিত করেছেন ৬ রান। ১ ওভার বিরতিতে এসে বাংলাদেশি পেসার এবার ফেরালেন শুবমান গিলকে। অষ্টম ওভারের তৃতীয় বল লেগ গ্ল্যান্স করতে যান গিল। উইকেটরক্ষক লিটন দাস সেটা তালুবন্দী করেছেন। ৮ বল খেলে রানের খাতা খুলতে পারেননি গিল।
আট মাস পর টেস্ট খেলতে নামা কোহলিকেও উইকেটে থিতু হতে দেননি হাসান। দশম ওভারের দ্বিতীয় বল কোহলিকে কাভার ড্রাইভের লোভ দেখিয়েছেন হাসান। সেই ফাঁদেই ধরা খেয়েছেন কোহলি। আউটসাইড এজ হওয়া বল সহজেই ধরেছেন লিটন। ৬ বলে ৬ রান করে কোহলি আউট হওয়ার পরই ব্যাটিংয়ে নামেন ঋষভ পন্ত।
জয়সওয়ালকে নিয়ে বিপর্যস্ত ভারতকে টেনে তোলার দায়িত্ব নেন পন্ত।দুজনেই খেলতে থাকেন আক্রমণ ও রক্ষণের মিশেলে। তাতে নিজের উইকেটটা প্রায় হারিয়েই ফেলেছিলেন পন্ত। ২০তম ওভারের প্রথম বলে তাসকিন আহমেদকে পুল করতে যান পন্ত। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ থেকে দৌঁড়ে এসেও বলের নাগাল পাননি সাকিব। যদিও ক্যাচটা ধরা কঠিন ছিল। পন্তের রান তখন ২১।
তাসকিনের বলে আবারও বিপদে পড়ে গেছিলেন পন্ত। ২২তম ওভারের তৃতীয় বল ডিফেন্স করতে গেলে স্লিপে সাদমান ইসলাম ও শান্তর মাঝ দিয়ে বল বেরিয়ে সেটা হয়েছে চার। দ্বিতীয়বার যখন পন্ত জীবন পান, তখন তাঁর রান ২৭।
বাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ হিসেবে জিম্বাবুয়ে পরিচিতি পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন একের পর এক দুঃসংবাদ উপহার দিতে থাকে, সেসময় জিম্বাবুয়ে হাজির হয় বাংলাদেশের ত্রাতা হিসেবে। তবে এই জিম্বাবুয়ে দলেও আতঙ্ক ছড়ানোর মতো ক্রিকেটার খুঁজে পেয়েছেন ফিল সিমন্স।
২৮ মিনিট আগেগোল, শিরোপা অর্জন, ভক্ত-সমর্থকদের ভালোবাসা—কোনো কিছুরই তো অভাব নেই লিওনেল মেসির। বিশ্বের যে মাঠেই তিনি খেলতে যান, তাঁকে দেখতে দর্শকেরা উন্মুখ হয়ে থাকেন। ‘মেসি ১০’ নম্বর জার্সি পরে মাঠে দর্শকদের দেখা যায় অহরহ।
২ ঘণ্টা আগেবল তো নয়, যেন আগুনের গোলা ছোড়েন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বোলিংয়ের সঙ্গে রয়েছে বাউন্সার। ২২ বছর বয়সী বাংলাদেশের এই পেসারকে মোকাবিলা করতে রীতিমতো হাঁপিয়ে ওঠেন ব্যাটাররা।
৩ ঘণ্টা আগেসোনালি সময়টা অনেক আগেই পার করে এসেছে জিম্বাবুয়ে। আইসিসির ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করতেই এখন ব্যর্থ হয় তারা। বড় মঞ্চে না থাকলেও ক্রিকেট আর পরিসংখ্যানে—জিম্বাবুয়ের নামটি সামনে আসবেই। আগামী রোববার বাংলাদেশ সফরে প্রথম টেস্ট খেলতে নামবেন ক্রেইগ এরভিন-শন উইলিয়ামসরা।
৪ ঘণ্টা আগে