
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমেছেন রিশাদ হোসেন। বিশ্বমঞ্চে প্রথম খেলতে নেমে স্বাভাবিকভাবেই একটু নার্ভাস থাকার কথা ছিল বাংলাদেশি লেগ স্পিনারের। কিন্তু ম্যাচ শেষে ভিন্ন কিছু জানিয়েছেন রিশাদ।
ভয় নিয়ে কোনো বোলিং করেননি বলে জানিয়েছেন রিশাদ। রিশাদ যে ভুল বলেননি তাঁর প্রমাণ পাওয়া গেছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। প্রথম ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করেছেন তিনি। ২২ রানে ৩ উইকেট নিয়ে ক্যারিয়ার-সেরা বোলিং করেছেন ২১ বছর বয়সী লেগ স্পিনার।
শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটে বাংলাদেশ জয় পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে নিজের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন রিশাদ। তিনি বলেছেন, ‘ভালো লাগছে, বিশ্বকাপের প্রথম ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছি। চেষ্টা করছি যে দুই-চারটা বল করার পর এই উইকেটে কী হতে পারে।’
প্রথমবার বোলিং করতে নেমে নার্ভাস ছিলেন কি না—এমন প্রশ্নের জবাবে রিশাদ বলেছেন, ‘আমি ভয় নিয়ে বোলিং করি না। চেষ্টা করেছি, বোলিংয়ে এলে যেন দলকে উইকেট এনে দিতে পারি। উইকেট এনে দিলে খেলার মোড় পরিবর্তন হবে।’
শ্রীলঙ্কা যখন দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ১৫তম ওভারে বোলিংয়ে এসে টানা ২ বলে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরে দেন রিশাদ। এ সময় সৌম্য সরকারের হাতে ক্যাচ দিতে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে বাধ্য করেছিলেন তিনি। সেই উইকেটকেই তাঁর সেরা উইকেট বলে জানিয়েছেন এই লেগ স্পিনার। সঙ্গে এটাও জানিয়েছেন যে ম্যাচ জেতায় হ্যাটট্রিক না পাওয়ার আক্ষেপ নেই তাঁর। রিশাদ বলেছেন, ‘স্লিপে যেটা ক্যাচ হয়েছে বেশি আনন্দ দিয়েছে। কোনো কিছু নিয়ে আক্ষেপ না করাই ভালো।’
দুর্দান্ত বোলিং করায় ম্যাচ-সেরাও হয়েছেন রিশাদ। বিশ্বকাপে অভিষেক ম্যাচ খেলতে নেমেই এমন পুরস্কারের আনন্দ দ্বিগুণ হয়েছে বাংলাদেশ ম্যাচ জেতায়। তাই আজকের দিনটা উপভোগ করেই কাটাতে চান তিনি। ২১ বছর বয়সী লেগ স্পিনার বলেছেন, ‘আজকের দিনটা এনজয় করি, তারপর দেখা যাবে ইনশা আল্লাহ।’

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমেছেন রিশাদ হোসেন। বিশ্বমঞ্চে প্রথম খেলতে নেমে স্বাভাবিকভাবেই একটু নার্ভাস থাকার কথা ছিল বাংলাদেশি লেগ স্পিনারের। কিন্তু ম্যাচ শেষে ভিন্ন কিছু জানিয়েছেন রিশাদ।
ভয় নিয়ে কোনো বোলিং করেননি বলে জানিয়েছেন রিশাদ। রিশাদ যে ভুল বলেননি তাঁর প্রমাণ পাওয়া গেছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। প্রথম ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করেছেন তিনি। ২২ রানে ৩ উইকেট নিয়ে ক্যারিয়ার-সেরা বোলিং করেছেন ২১ বছর বয়সী লেগ স্পিনার।
শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটে বাংলাদেশ জয় পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে নিজের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন রিশাদ। তিনি বলেছেন, ‘ভালো লাগছে, বিশ্বকাপের প্রথম ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছি। চেষ্টা করছি যে দুই-চারটা বল করার পর এই উইকেটে কী হতে পারে।’
প্রথমবার বোলিং করতে নেমে নার্ভাস ছিলেন কি না—এমন প্রশ্নের জবাবে রিশাদ বলেছেন, ‘আমি ভয় নিয়ে বোলিং করি না। চেষ্টা করেছি, বোলিংয়ে এলে যেন দলকে উইকেট এনে দিতে পারি। উইকেট এনে দিলে খেলার মোড় পরিবর্তন হবে।’
শ্রীলঙ্কা যখন দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ১৫তম ওভারে বোলিংয়ে এসে টানা ২ বলে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরে দেন রিশাদ। এ সময় সৌম্য সরকারের হাতে ক্যাচ দিতে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে বাধ্য করেছিলেন তিনি। সেই উইকেটকেই তাঁর সেরা উইকেট বলে জানিয়েছেন এই লেগ স্পিনার। সঙ্গে এটাও জানিয়েছেন যে ম্যাচ জেতায় হ্যাটট্রিক না পাওয়ার আক্ষেপ নেই তাঁর। রিশাদ বলেছেন, ‘স্লিপে যেটা ক্যাচ হয়েছে বেশি আনন্দ দিয়েছে। কোনো কিছু নিয়ে আক্ষেপ না করাই ভালো।’
দুর্দান্ত বোলিং করায় ম্যাচ-সেরাও হয়েছেন রিশাদ। বিশ্বকাপে অভিষেক ম্যাচ খেলতে নেমেই এমন পুরস্কারের আনন্দ দ্বিগুণ হয়েছে বাংলাদেশ ম্যাচ জেতায়। তাই আজকের দিনটা উপভোগ করেই কাটাতে চান তিনি। ২১ বছর বয়সী লেগ স্পিনার বলেছেন, ‘আজকের দিনটা এনজয় করি, তারপর দেখা যাবে ইনশা আল্লাহ।’

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৯ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৫ ঘণ্টা আগে