নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও দাপুটে ক্রিকেটে এক ম্যাচ হাতে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এতেই তৃপ্ত হচ্ছেন না সাকিব আল হাসান। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়কের চোখে এখন প্রতিপক্ষকে ধবলধোলাই।
আজ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোরলাইন ২–০ করে ফেলার পর সাকিব বলেছেন, ‘যদি ভালো দল হতে চান, যখন অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডে যাবেন, তারা সব সময়ই ৩–০ করতে চায়, যদি তারা ২–০ করে ফেলে। আমরাও সেটাই করার চেষ্টা করব। আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। হয়তো কিছু নতুন খেলোয়াড়কে চেষ্টা করব (সিরিজের শেষ ম্যাচে)। তবে জয়ের ক্ষুধা একই থাকবে।’
আজ দুর্দান্ত এক রেকর্ড নিজের করে নিয়েছেন সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট নেওয়ার প্রতিযোগিতায় টিম সাউদি আর সাকিবের মধ্যে চলছে ইঁদুর-বিড়াল প্রতিযোগিতা। কখনো সাকিব এগিয়ে যাচ্ছেন, আর কখনো-বা এগোচ্ছেন সাউদি। আজ সাউদিকে ছাড়িয়ে শীর্ষে উঠলেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। সাকিবের উইকেট এখন ১৩৬টি আর সাউদির ১৩৪ উইকেট। ম্যাচে পেয়েছেন ৫ উইকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই নিয়ে দুইবার ম্যাচে ৫ উইকেট পেলেন সাকিব। আজ ম্যাচসেরাও তিনি।
নিজের কীর্তি নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিবের প্রতিক্রিয়া হলো পরিমিত, ‘ভালো লাগছে বাংলাদেশি হিসেবে শীর্ষে উঠতে পেরে।’ তবে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক বেশি খুশি দলের পারফরম্যান্সে, ‘গত কয়েক ম্যাচে আমরা যেভাবে খেলেছি সেটাই আজ পুনরাবৃত্তি করতে চেয়েছে। সেটা ভালোভাবে পেরেছিও। যদি বড় দল হতে চাই, আমাদের মাঠে যেতে হবে এবং প্রথম বল থেকে নিজেদের সেভাবে প্রকাশ করতে হবে।’

ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও দাপুটে ক্রিকেটে এক ম্যাচ হাতে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এতেই তৃপ্ত হচ্ছেন না সাকিব আল হাসান। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়কের চোখে এখন প্রতিপক্ষকে ধবলধোলাই।
আজ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোরলাইন ২–০ করে ফেলার পর সাকিব বলেছেন, ‘যদি ভালো দল হতে চান, যখন অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডে যাবেন, তারা সব সময়ই ৩–০ করতে চায়, যদি তারা ২–০ করে ফেলে। আমরাও সেটাই করার চেষ্টা করব। আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। হয়তো কিছু নতুন খেলোয়াড়কে চেষ্টা করব (সিরিজের শেষ ম্যাচে)। তবে জয়ের ক্ষুধা একই থাকবে।’
আজ দুর্দান্ত এক রেকর্ড নিজের করে নিয়েছেন সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট নেওয়ার প্রতিযোগিতায় টিম সাউদি আর সাকিবের মধ্যে চলছে ইঁদুর-বিড়াল প্রতিযোগিতা। কখনো সাকিব এগিয়ে যাচ্ছেন, আর কখনো-বা এগোচ্ছেন সাউদি। আজ সাউদিকে ছাড়িয়ে শীর্ষে উঠলেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। সাকিবের উইকেট এখন ১৩৬টি আর সাউদির ১৩৪ উইকেট। ম্যাচে পেয়েছেন ৫ উইকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই নিয়ে দুইবার ম্যাচে ৫ উইকেট পেলেন সাকিব। আজ ম্যাচসেরাও তিনি।
নিজের কীর্তি নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিবের প্রতিক্রিয়া হলো পরিমিত, ‘ভালো লাগছে বাংলাদেশি হিসেবে শীর্ষে উঠতে পেরে।’ তবে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক বেশি খুশি দলের পারফরম্যান্সে, ‘গত কয়েক ম্যাচে আমরা যেভাবে খেলেছি সেটাই আজ পুনরাবৃত্তি করতে চেয়েছে। সেটা ভালোভাবে পেরেছিও। যদি বড় দল হতে চাই, আমাদের মাঠে যেতে হবে এবং প্রথম বল থেকে নিজেদের সেভাবে প্রকাশ করতে হবে।’

লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপ খেলবেন, এই প্রশ্ন এখন সবার মনে। বিষয়টি নিয়ে আগেও একাধিকবার কথা বলতে দেখা গেছে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনিকে। এলএমটেনকেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছিলেন তিনি। আরও একবার একই কথা শোনা গেল বিশ্বকাপ জয়ী কোচের কণ্ঠে।
৭ মিনিট আগে
ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এ সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা, আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
১ ঘণ্টা আগে
সিরিজ শুরুর আগে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া দলকে ‘ড্যাডস আর্মি’ বলে কটাক্ষ করেছিল ইংলিশ মিডিয়া ও ইংল্যান্ডের সমর্থকেরা। শেষ পর্যন্ত ‘ড্যাড’দের অভিজ্ঞতারই জয় হয়েছে মাত্রই শেষ হওয়া অ্যাশেজে।
১ ঘণ্টা আগে
টানা হারের বৃত্তে আটকে থাকা নোয়াখালী এক্সপ্রেস নিজেদের প্রথম জয় পেয়েছে রংপুর রাইডার্সের বিপক্ষে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল নবাগত ফ্র্যাঞ্চাইজিটির কাছে ৯ রানে হেরেছে নুরুল হাসান সোহানের দল। এই হারের জন্য ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রংপুরের স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক।
২ ঘণ্টা আগে