Ajker Patrika

হাথুরুর সঙ্গে একমত রমিজ রাজা

আপডেট : ০২ মার্চ ২০২৪, ১৮: ৩৮
হাথুরুর সঙ্গে একমত রমিজ রাজা

কদিন আগে বিপিএল নিয়ে চন্ডিকা হাথুরুসিংহের একটি মন্তব্য বেশ বিতর্ক ছড়িয়েছে দেশের ক্রিকেটে।  

বর্তমানে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ শেষ না করেই অন্য লিগে খেলতে যান খেলোয়াড়েরা। খেলোয়াড়দের এমন দৌড়াদৌড়িকে 'সার্কাস' বলে মনে করেন হাথুরু। এতে তিনি এতটাই বিরক্ত, বিপিএল দেখার সময় মাঝেমধ্যে টিভি বন্ধ করে দেন! বিপিএল নিয়ে এমন মন্তব্য করার পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ দলের কোচ। 

হাথুরুর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে বলে দাবি বিসিবির ৷ হাথুরুর মন্তব্যের বিতর্কের রেশ থাকতেই তাঁর সঙ্গে অবশ্য একমত হলেন রমিজ রাজা। বিপিএলে ধারাভাষ্য দিতে আসা পাকিস্তানি কিংবদন্তির মতে, খেলোয়াড়দের এক লিগ শেষ না করে আরেক লিগে খেলতে যাওয়ার রীতি বন্ধ হওয়া উচিত। দুই দিন আগে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক পিসিবি সভাপতি বলেছেন, ‘আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত (এক লিগ থেকে আরেক লিগে খেলতে চলে যাওয়া) এখানে আনুগত্যের বিষয়টি চলে আসে, তাই না? এটা ছন্দ আর দলের সমন্বয় নষ্ট করে। কেউ এটা চাইবে না।’ 

নিজের উদাহরণ টেনে এর ব্যাখ্যাও দিয়েছেন রমিজ রাজা। ৬১ বছর বয়সী জনপ্রিয় এ ধারাভাষ্যকার বলেছেন, ‘যদি খেলার প্রতিশ্রুতি থাকে, যেমন ধরুন, আমি এখানে এসেছি বিপিএলকে প্রতিশ্রুতি দেওয়ায়। এরপর পিএসএলে পুরো টুর্নামেন্টে ধারাভাষ্য দেওয়ারও প্রস্তাব পেলাম। আমি বললাম, না। আমি আগেই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেছি। খেলোয়াড়দেরও একইভাবে চিন্তা করা উচিত।’ 

এর আগে বিপিএলের উদাহরণ দিয়ে খেলোয়াড়দের দৌড়াদৌড়ির বিষয়ে হাথুরু ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে বলেছেন, ‘বর্তমান সিস্টেমের সঙ্গে আমার একটা বড় ইস্যু আছে। আইসিসির এটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কিছু নিয়মকানুন থাকতে হবে। একজন খেলোয়াড় একটি টুর্নামেন্ট শেষ না করেই অন্য টুর্নামেন্ট খেলছে। এটা একটা সার্কাসের মতো। খেলোয়াড়েরা সুযোগের কথা বলবে, কিন্তু সেটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারাবে। আমি আগ্রহ হারিয়ে ফেলেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত