নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিবারের সঙ্গে কদিন ছুটি কাটাতে গেছেন মেলবোর্নে। ছুটি শেষে ১৮ আগস্ট ঢাকায় ফিরে আসার কথা তাঁর। এরপর শুরু সভাপতি হিসেবে বুলবুলের সংক্ষিপ্ত মেয়াদের বাকি অংশ।
অস্ট্রেলিয়ায় গিয়েও তিনি বসে নেই, বাংলাদেশ ক্রিকেটের কাজ নিয়েই ব্যস্ত থাকছেন বুলবুল। সূত্র জানায়, ঢাকায় ফিরেই জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বসতে চান বিসিবি সভাপতি। বাইরের কোনো বিশেষজ্ঞ দিয়ে নয়, নিজেই একটি সেশন করতে চান ক্রিকেটারদের সঙ্গে। সেখানে নিজের একটা প্রেজেন্টেশন দেবেন। গত দুই মাসে বিসিবির দায়িত্ব নিয়ে খুব কাছ থেকে তাঁর নজরে এসেছে দেশের ক্রিকেট প্রশাসন, ক্রিকেটার, কোচসহ পুরো কাঠামোয় অসংখ্য ফাটল। এত ফাটল তাঁর পক্ষে এই সংক্ষিপ্ত মেয়াদে মেরামত করা সম্ভব নয়, এ বাস্তবতা অজানা নয় বুলবুলের। তবে তাঁর লক্ষ্য অন্তত কিছু কাজ তো শুরু হোক।
সেটির অংশ হিসেবে ক্রিকেট বিকেন্দ্রীকরণ, আম্পায়ারদের প্রশিক্ষণ, তৃণমূল পর্যায়ে কোচদের কোচিংয়ে উন্নতি আনার মতো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এত কাজের মধ্যেও ছেলেদের জাতীয় দলকে কিছুতেই পেছনে রাখা সম্ভব নয়। পুরুষ জাতীয় দল যে দেশের ক্রিকেটের ‘হার্ট’! সেই হৃৎস্পন্দন ঠিক রাখতে একটি উদ্যোগ নিচ্ছেন বুলবুল। জাতীয় দলের ক্রিকেটের মূল্যবোধ, তাঁদের নৈতিকতা, চাহিদা, রুচি-চিন্তা-ভাবনাসহ আনুষঙ্গিক সব বিষয়ে খেলোয়াড়দের কথা শোনা, তাঁদের সচেতনতা ও জ্ঞান বাড়াতে বুলবুল নিজেই একটা সেশন করাতে চান। জাতীয় দলের একজন ক্রিকেটার হুট করে সফরের মাঝপথে অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন, কারও বিরুদ্ধে উঠছে ছোটবেলার বন্ধুকে মারধরের অভিযোগ। জাতীয় দলে খেলার গুরুত্ব কী, এর মূল্যবোধ-নৈতিকতা কী—এসব বোঝাতেই বুলবুল নিজেই বসতে চান খেলোয়াড়দের সঙ্গে।
বিসিবি সভাপতির সঙ্গে ক্রিকেটারদের এই সেশনের সম্ভাব্য তারিখ ১৯ আগস্ট, মেলবোর্ন থেকে বিসিবি সভাপতির ফেরার পরের দিন। এরপরই বাংলাদেশ দল চলে যাবে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। সিরিজটি হওয়ার কথা আগস্টের শেষ সপ্তাহে। তাসকিনদের সঙ্গে বুলবুলের সেশন নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি ফেরার পর ও দল যাওয়ার আগে একদিন বসবেন। তবে সেটা কবে, নিশ্চিত নই। শুধু একদিন কেন, একাধিকবারও আমরা বসতে পারি।’
বিষয়টি নিয়ে জানতে চাইলে মেলবোর্ন থেকে গতকাল বুলবুল সেশনের বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত বলতে চাননি। তবে গত কিছুদিনে তাঁর নেওয়া কিছু উদ্যোগের কথা সবিস্তারে তুলে ধরেছেন, ‘আম্পায়ারিং, ম্যাচ রেফারিদের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। বাকিটা সাইমন টাফেল করবে। সার্ভিসেস, বিশ্ববিদ্যালয়ের কোচদের প্রশিক্ষণ দেওয়া হলো। এরপর মূল কাজ শুরু হবে।’ সেই মূল কাজটা হচ্ছে, এখন বিসিবি চাইছে বিশেষজ্ঞ কোচ তৈরি করা। যেমন বিশেষজ্ঞ কোচ অর্থাৎ ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ গড়ে তোলার কাজটিও শুরু করতে চান বুলবুল। বললেন, ‘লেভেল থ্রির সঙ্গে বাংলাদেশে যেটা কখনোই হয় না, এবার বিশেষজ্ঞ কোচের প্রশিক্ষণ হবে। এমবিবিএস তো হলো। এবার বিশেষজ্ঞ কোচ তৈরিতে এলিট কোচিং প্রশিক্ষণ শুরু হবে। এ সবই ট্রিপল সেঞ্চুরি কর্মসূচির অংশ। তবে এলিট কোচ প্রশিক্ষণ কর্মসূচির জন্য পৃষ্ঠপোষক খুঁজব। ১৫-২০ জন করে প্রশিক্ষণ দেওয়া হবে এলিট কোচ প্রশিক্ষণ কর্মসূচির অধীনে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিবারের সঙ্গে কদিন ছুটি কাটাতে গেছেন মেলবোর্নে। ছুটি শেষে ১৮ আগস্ট ঢাকায় ফিরে আসার কথা তাঁর। এরপর শুরু সভাপতি হিসেবে বুলবুলের সংক্ষিপ্ত মেয়াদের বাকি অংশ।
অস্ট্রেলিয়ায় গিয়েও তিনি বসে নেই, বাংলাদেশ ক্রিকেটের কাজ নিয়েই ব্যস্ত থাকছেন বুলবুল। সূত্র জানায়, ঢাকায় ফিরেই জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বসতে চান বিসিবি সভাপতি। বাইরের কোনো বিশেষজ্ঞ দিয়ে নয়, নিজেই একটি সেশন করতে চান ক্রিকেটারদের সঙ্গে। সেখানে নিজের একটা প্রেজেন্টেশন দেবেন। গত দুই মাসে বিসিবির দায়িত্ব নিয়ে খুব কাছ থেকে তাঁর নজরে এসেছে দেশের ক্রিকেট প্রশাসন, ক্রিকেটার, কোচসহ পুরো কাঠামোয় অসংখ্য ফাটল। এত ফাটল তাঁর পক্ষে এই সংক্ষিপ্ত মেয়াদে মেরামত করা সম্ভব নয়, এ বাস্তবতা অজানা নয় বুলবুলের। তবে তাঁর লক্ষ্য অন্তত কিছু কাজ তো শুরু হোক।
সেটির অংশ হিসেবে ক্রিকেট বিকেন্দ্রীকরণ, আম্পায়ারদের প্রশিক্ষণ, তৃণমূল পর্যায়ে কোচদের কোচিংয়ে উন্নতি আনার মতো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এত কাজের মধ্যেও ছেলেদের জাতীয় দলকে কিছুতেই পেছনে রাখা সম্ভব নয়। পুরুষ জাতীয় দল যে দেশের ক্রিকেটের ‘হার্ট’! সেই হৃৎস্পন্দন ঠিক রাখতে একটি উদ্যোগ নিচ্ছেন বুলবুল। জাতীয় দলের ক্রিকেটের মূল্যবোধ, তাঁদের নৈতিকতা, চাহিদা, রুচি-চিন্তা-ভাবনাসহ আনুষঙ্গিক সব বিষয়ে খেলোয়াড়দের কথা শোনা, তাঁদের সচেতনতা ও জ্ঞান বাড়াতে বুলবুল নিজেই একটা সেশন করাতে চান। জাতীয় দলের একজন ক্রিকেটার হুট করে সফরের মাঝপথে অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন, কারও বিরুদ্ধে উঠছে ছোটবেলার বন্ধুকে মারধরের অভিযোগ। জাতীয় দলে খেলার গুরুত্ব কী, এর মূল্যবোধ-নৈতিকতা কী—এসব বোঝাতেই বুলবুল নিজেই বসতে চান খেলোয়াড়দের সঙ্গে।
বিসিবি সভাপতির সঙ্গে ক্রিকেটারদের এই সেশনের সম্ভাব্য তারিখ ১৯ আগস্ট, মেলবোর্ন থেকে বিসিবি সভাপতির ফেরার পরের দিন। এরপরই বাংলাদেশ দল চলে যাবে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। সিরিজটি হওয়ার কথা আগস্টের শেষ সপ্তাহে। তাসকিনদের সঙ্গে বুলবুলের সেশন নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি ফেরার পর ও দল যাওয়ার আগে একদিন বসবেন। তবে সেটা কবে, নিশ্চিত নই। শুধু একদিন কেন, একাধিকবারও আমরা বসতে পারি।’
বিষয়টি নিয়ে জানতে চাইলে মেলবোর্ন থেকে গতকাল বুলবুল সেশনের বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত বলতে চাননি। তবে গত কিছুদিনে তাঁর নেওয়া কিছু উদ্যোগের কথা সবিস্তারে তুলে ধরেছেন, ‘আম্পায়ারিং, ম্যাচ রেফারিদের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। বাকিটা সাইমন টাফেল করবে। সার্ভিসেস, বিশ্ববিদ্যালয়ের কোচদের প্রশিক্ষণ দেওয়া হলো। এরপর মূল কাজ শুরু হবে।’ সেই মূল কাজটা হচ্ছে, এখন বিসিবি চাইছে বিশেষজ্ঞ কোচ তৈরি করা। যেমন বিশেষজ্ঞ কোচ অর্থাৎ ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ গড়ে তোলার কাজটিও শুরু করতে চান বুলবুল। বললেন, ‘লেভেল থ্রির সঙ্গে বাংলাদেশে যেটা কখনোই হয় না, এবার বিশেষজ্ঞ কোচের প্রশিক্ষণ হবে। এমবিবিএস তো হলো। এবার বিশেষজ্ঞ কোচ তৈরিতে এলিট কোচিং প্রশিক্ষণ শুরু হবে। এ সবই ট্রিপল সেঞ্চুরি কর্মসূচির অংশ। তবে এলিট কোচ প্রশিক্ষণ কর্মসূচির জন্য পৃষ্ঠপোষক খুঁজব। ১৫-২০ জন করে প্রশিক্ষণ দেওয়া হবে এলিট কোচ প্রশিক্ষণ কর্মসূচির অধীনে।’

নিরাপত্তার অজুহাত দেখিয়ে মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেখা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরই মধ্যে ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানিয়ে আইসিসিতে চিঠি দিয়েছে। আজ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, মোস্তাফিজের
১ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে নেওয়ার পর হঠাৎ কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ায় তোপের মুখে পড়েছে ভারত। ভক্ত-সমর্থকেরা তো বটেই, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর ক্ষুব্ধ অনেক ক্রিকেটারও। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আইপিএল সম্প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ম্যাচ সরানোর প্রক্রিয়া শুরুর খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
৩ ঘণ্টা আগে
মাত্র ১৪ মাসের মাথায় আবারও কোচ পরিবর্তন করল ম্যানচেস্টার ইউনাইটেড। রুমেন আমোরিমকে ছাঁটাই করেছে তারা। এমন ঘোষণা অবশ্য আসন্ন ছিল।
৩ ঘণ্টা আগে