Ajker Patrika

পাকিস্তানের রেকর্ডের ম্যাচে চোখ থাকবে জিম্বাবুয়েরও

ক্রীড়া ডেস্ক    
জিম্বাবুয়েকে ৬৯ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ফাইনালে উঠেছে পাকিস্তান। ছবি: ক্রিকইনফো
জিম্বাবুয়েকে ৬৯ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ফাইনালে উঠেছে পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

রাওয়ালপিন্ডিতে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ। এই ম্যাচ দিয়েই নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়তে যাচ্ছে পাকিস্তান। তাদের জন্য রেকর্ডের ম্যাচ হলেও এই ম্যাচটির দিকে নজর থাকবে জিম্বাবুয়ের।

তিন সংস্করণ মিলে এ বছর এখন পর্যন্ত ৫৪ ম্যাচ খেলেছে পাকিস্তান। ২০১৩ সালেও তারা ৫৪ ম্যাচ খেলেছিল। ১২ বছর পর নিজেদের রেকর্ড ভাঙার হাতছানি পাকিস্তানের সামনে। আজ রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলে এ বছরের ৫৫তম ম্যাচ খেলে নতুন রেকর্ড গড়বে দলটি। এক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড ম্যাচটি পাকিস্তান নিজেদের মতো করে রাঙানোর চেষ্টা করবে। এদিকে নিজেদের হারিয়ে খুঁজতে থাকা শ্রীলঙ্কা নামবে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচের তিনটিতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে পাকিস্তান উঠে গেছে ফাইনালে। শ্রীলঙ্কার সমান ২ পয়েন্ট হলেও নেট রানরেটের হিসেবে জিম্বাবুয়ে এগিয়ে। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার নেট রানরেট -০.৫২২ ও -১.৩২৪। জিম্বাবুয়ে টুর্নামেন্টে ৪ ম্যাচের চারটিই খেলে ফেলেছে।

নেট রানরেটে আকাশ-পাতাল পার্থক্য থাকায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি শ্রীলঙ্কার জন্য হয়ে গেছে ‘বাঁচা-মরা’র ম্যাচ। চারিথ আসালাঙ্কার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা ম্যাচটি হারলে নেট রানরেটে আরও পিছিয়ে পড়বে। স্বাভাবিকভাবেই তারা টুর্নামেন্ট থেকে বাদ। যদি লঙ্কানরা জেতে, তাহলে ৪ পয়েন্ট নিয়ে উঠে যাবে ফাইনালে। তখন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ২৯ নভেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলঙ্কা। সেদিন ফাইনালে খেললে এ বছরে ৫৬ ম্যাচ খেলা হয়ে যাবে পাকিস্তানের।

এক বছরে সর্বোচ্চ ৭১ ম্যাচ খেলার রেকর্ড ভারতের। ২০২২ সালে তারা এই রেকর্ড পরিমাণ ম্যাচ খেলেছে দলটি। এ বছর পাকিস্তান এখন পর্যন্ত ১৭ ওয়ানডে, ৫ টেস্ট ও ৩২ টি-টোয়েন্টি খেলেছে। ৫৪ ম্যাচের মধ্যে জিতেছে ২৯ ম্যাচ। হেরেছে ২৫ ম্যাচ। এই ৫৪ ম্যাচের সবকটি ম্যাচ খেলে এক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন সালমান আলী আঘা। ২৩ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তান জেতে ৬৯ রানে। উসমান তারিক সেই ম্যাচে হ্যাটট্রিক করে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হবে শুক্রবার দুপুরে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ