ক্রীড়া ডেস্ক

দুর্দান্ত ফর্মে আছেন রিশাদ হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ব্যাটে–বলে সমানতালে পারফর্ম করে যাচ্ছেন এই তরুণ ক্রিকেটার। যার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ৮৭ ধাপ উন্নতি করেছেন রিশাদ।
আজ ছেলেদের র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়ে ১২৪ থেকে ৩৭ নম্বরে উঠে এসেছেন রিশাদ। তাঁর রেটিং পয়েন্ট ১৫১। বোলারদের র্যাঙ্কিংয়েও নজরকাড়া উন্নতি করেছেন নীলফামারির এই ক্রিকেটার। ৬৫ ধাপ এগিয়ে ৬৮ নম্বরে আছেন রিশাদ। তাঁর রেটিং পয়েন্ট ৪৩০।
সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়েছে বাংলাদেশ। সে ম্যাচে আগে ব্যাট করে ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন রিশাদ। এরপর বল হাতে নেন ৬ উইকেট। দল জিতিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। দ্বিতীয় ম্যাচে সুপার ওভারের নাটকীয়তার পর ১ রানে হেরে যায় স্বাগতিকরা। দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জল ছিলেন রিশাদ।
১৪ বলে ৩৯ রান এনে দেওয়ার পর বল হাতে তাঁর শিকার ৩ উইকেট। রিশাদের এমন পারফরম্যান্সের পরও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ৫ থেকে চারে উঠে এসেছেন তিনি। মিরাজের নামের পাশে আছে ২৭৩ রেটিং পয়েন্ট। বোলারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ১৮ নম্বরে আছেন তিনি। বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের আর কেউ সেরা বিশে নেই। ৪ ধাপ পিছিয়ে ৩৮ এ নেমে গেছেন তাসকিন আহমেদ।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবার ওপরে আছেন তাওহীদ হৃদয়। ৭ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে আছেন এই মিডলঅর্ডার। ৫ ধাপ উন্নতি করেছেন সৌম্য সরকার। ৮৬ নম্বরে উঠে এসেছেন বাঁ হাতি ওপেনার।

দুর্দান্ত ফর্মে আছেন রিশাদ হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ব্যাটে–বলে সমানতালে পারফর্ম করে যাচ্ছেন এই তরুণ ক্রিকেটার। যার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ৮৭ ধাপ উন্নতি করেছেন রিশাদ।
আজ ছেলেদের র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়ে ১২৪ থেকে ৩৭ নম্বরে উঠে এসেছেন রিশাদ। তাঁর রেটিং পয়েন্ট ১৫১। বোলারদের র্যাঙ্কিংয়েও নজরকাড়া উন্নতি করেছেন নীলফামারির এই ক্রিকেটার। ৬৫ ধাপ এগিয়ে ৬৮ নম্বরে আছেন রিশাদ। তাঁর রেটিং পয়েন্ট ৪৩০।
সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়েছে বাংলাদেশ। সে ম্যাচে আগে ব্যাট করে ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন রিশাদ। এরপর বল হাতে নেন ৬ উইকেট। দল জিতিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। দ্বিতীয় ম্যাচে সুপার ওভারের নাটকীয়তার পর ১ রানে হেরে যায় স্বাগতিকরা। দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জল ছিলেন রিশাদ।
১৪ বলে ৩৯ রান এনে দেওয়ার পর বল হাতে তাঁর শিকার ৩ উইকেট। রিশাদের এমন পারফরম্যান্সের পরও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ৫ থেকে চারে উঠে এসেছেন তিনি। মিরাজের নামের পাশে আছে ২৭৩ রেটিং পয়েন্ট। বোলারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ১৮ নম্বরে আছেন তিনি। বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের আর কেউ সেরা বিশে নেই। ৪ ধাপ পিছিয়ে ৩৮ এ নেমে গেছেন তাসকিন আহমেদ।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবার ওপরে আছেন তাওহীদ হৃদয়। ৭ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে আছেন এই মিডলঅর্ডার। ৫ ধাপ উন্নতি করেছেন সৌম্য সরকার। ৮৬ নম্বরে উঠে এসেছেন বাঁ হাতি ওপেনার।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১০ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৫ ঘণ্টা আগে