
সেঞ্চুরি, হ্যাটট্রিক-দুটোই হয়েছিল আজ মাউন্ট ম্যাঙ্গানুইয়ের বে ওভালে নিউজিল্যান্ড-ভারত দ্বিতীয় টি-টোয়েন্টিতে। সেঞ্চুরি করেছেন সূর্যকুমার যাদব। আর হ্যাটট্রিক করেছেন টিম সাউদি। যেখানে শেষ হাসি হেসেছেন সূর্যকুমার। নিউজিল্যান্ডকে ৬৫ রানে হারিয়েছে ভারত। তাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল ভারতীয়রা।
১৯২ রানের লক্ষ্যে নামা নিউজিল্যান্ড রানের খাতা খোলার আগেই প্রথম উইকেট হারায়। ইনিংসের দ্বিতীয় বলেই ফিন অ্যালেনের উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার। অ্যালেনের বিদায়ের পর উইকেটে আসেন কেন উইলিয়ামসন। দ্বিতীয় উইকেট জুটিতে ডেভন কনওয়ের সঙ্গে ৪৭ বলে ৫৬ রানের জুটি গড়েছিলেন উইলিয়ামসন। কনওয়েকে বিদায় করে দ্বিতীয় উইকেটের জুটিটা ভেঙে দেন ওয়াশিংটন সুন্দর।
কনওয়ের বিদায়ের পর থেকেই মূলত নিউজিল্যান্ড পথ হারাতে শুরু করে। ৫৬ থেকে ৯৯-এই ৪৩ রান তুলতেই পাঁচ উইকেট হারায় কিউইরা। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে খেলছিলেন উইলিয়ামসন। উইলিয়ামসনের বিদায়ের পর খুব দ্রুতই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ১৮.৫ ওভারে কিউইরা অলআউট হয়ে যায় ১২৬ রানে। ৫২ বলে ৬১ রান করেন ব্ল্যাকক্যাপস অধিনায়ক। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন দীপক হুডা।
ম্যাচসেরা হয়েছেন সূর্যকুমার। ৫১ বলে ১১১ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সূর্যকুমারের দ্বিতীয় সেঞ্চুরি। ১১টি চার এবং ৭টি ছক্কা হাঁকিয়েছিলেন ভারতীয় এই ব্যাটার।
এর আগে মাউন্ট ম্যাঙ্গানুইয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ভারত করে ১৯১ রান। ১১১ রান করে ভারতের সর্বোচ্চ স্কোরার সূর্যকুমার। আর নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সাউদি। কিউই এই পেসার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় হ্যাটট্রিক করেন এই ম্যাচে।

সেঞ্চুরি, হ্যাটট্রিক-দুটোই হয়েছিল আজ মাউন্ট ম্যাঙ্গানুইয়ের বে ওভালে নিউজিল্যান্ড-ভারত দ্বিতীয় টি-টোয়েন্টিতে। সেঞ্চুরি করেছেন সূর্যকুমার যাদব। আর হ্যাটট্রিক করেছেন টিম সাউদি। যেখানে শেষ হাসি হেসেছেন সূর্যকুমার। নিউজিল্যান্ডকে ৬৫ রানে হারিয়েছে ভারত। তাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল ভারতীয়রা।
১৯২ রানের লক্ষ্যে নামা নিউজিল্যান্ড রানের খাতা খোলার আগেই প্রথম উইকেট হারায়। ইনিংসের দ্বিতীয় বলেই ফিন অ্যালেনের উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার। অ্যালেনের বিদায়ের পর উইকেটে আসেন কেন উইলিয়ামসন। দ্বিতীয় উইকেট জুটিতে ডেভন কনওয়ের সঙ্গে ৪৭ বলে ৫৬ রানের জুটি গড়েছিলেন উইলিয়ামসন। কনওয়েকে বিদায় করে দ্বিতীয় উইকেটের জুটিটা ভেঙে দেন ওয়াশিংটন সুন্দর।
কনওয়ের বিদায়ের পর থেকেই মূলত নিউজিল্যান্ড পথ হারাতে শুরু করে। ৫৬ থেকে ৯৯-এই ৪৩ রান তুলতেই পাঁচ উইকেট হারায় কিউইরা। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে খেলছিলেন উইলিয়ামসন। উইলিয়ামসনের বিদায়ের পর খুব দ্রুতই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ১৮.৫ ওভারে কিউইরা অলআউট হয়ে যায় ১২৬ রানে। ৫২ বলে ৬১ রান করেন ব্ল্যাকক্যাপস অধিনায়ক। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন দীপক হুডা।
ম্যাচসেরা হয়েছেন সূর্যকুমার। ৫১ বলে ১১১ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সূর্যকুমারের দ্বিতীয় সেঞ্চুরি। ১১টি চার এবং ৭টি ছক্কা হাঁকিয়েছিলেন ভারতীয় এই ব্যাটার।
এর আগে মাউন্ট ম্যাঙ্গানুইয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ভারত করে ১৯১ রান। ১১১ রান করে ভারতের সর্বোচ্চ স্কোরার সূর্যকুমার। আর নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সাউদি। কিউই এই পেসার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় হ্যাটট্রিক করেন এই ম্যাচে।

মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার বিষয়টি এখন শুধুই আর দুই ক্রিকেট বোর্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। বল গড়িয়েছে রাষ্ট্রের কোর্টে। বাংলাদেশ সরকারের অন্তত তিনজন উপদেষ্টা এ বিষয়ে গত দুই দিনে এ নিয়ে কথা বলেছেন। ক্রীড়া উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল আইসিসিকে পরিষ্কার জানিয়ে দিয়ে
৫ ঘণ্টা আগে
ঘটনার সূত্রপাত ম্যাচের ২১ মিনিটে। মনিকা চাকমাকে পেছন থেকে ফেলে দেন সাবিত্রি ত্রিপুরা। রেফারি অবশ্য ফাউলের বাঁশি বাজাননি। তবে ক্ষিপ্ত হয়ে ওঠেন মনিকা।
৮ ঘণ্টা আগে
শেষ ওভারে জয়ের জন্য ১০ রান দরকার ছিল ঢাকা ক্যাপিটালসের। জয়ের জন্য মোস্তাফিজুর রহমান ছাড়া আর কেইবা বড় ভরসা হতে পারত রংপুর রাইডার্সের। বাঁহাতি এই পেসারের আইপিএলে বাদ পড়া নিয়ে বর্তমানে উত্তাল দেশের ক্রিকেট। মাঠের বাইরের ঘটনা অবশ্য মাঠের ভেতর প্রভাব পড়তে দেননি। একইসঙ্গে নিরাশ করেননি রংপুরকে।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশ ক্রিকেটের সমর্থকেরা। সেই আলোচনা গড়িয়েছে সরকারের টেবিলেও। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
১২ ঘণ্টা আগে