ক্রীড়া ডেস্ক

ক্রিকেটার হিসেবে একাধিক রেকর্ড গড়া রিচি রিচার্ডসন আম্পায়ার হিসেবেও রেকর্ডের ধারা অব্যহত রেখেছেন। পার্লে আজ দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজের প্রথম ওয়ানডেতে ছুঁয়েছেন নতুন এক মাইলফলক। ম্যাচ রেফারি হিসেবে ওয়ানডেতে ম্যাচের সেঞ্চুরি পূর্ণ করেছেন রিচার্ডসন।
দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান প্রথম ওয়ানডেতে ম্যাচ রেফারির দায়িত্বে থাকার সময়ই এক মিডিয়া বিজ্ঞপ্তিতে রিচার্ডসনকে অভিনন্দন জানিয়েছে আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থার আম্পায়ার ও রেফারিদের সিনিয়র ম্যানেজার বলেন, ‘সাম্প্রতিক সময়ে রিচি তৃতীয় মাইলফলক স্পর্শ করলেন। সবার দৃষ্টি তিনি এভাবেই আকর্ষণ করেছেন। খেলোয়াড় ও টিম ম্যানেজারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আইসিসি ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন। আইসিসির পক্ষ আমি তাঁর শততম ওয়ানডের জন্য শুভকামনা জানাই। সামনের দিনগুলোতেও যেন এমন রেকর্ড যেন গড়েন, সেই আশায় রইলাম।’
আম্পায়ার হিসেবে রিচার্ডসনের ক্যারিয়ার শুরু হয় ২০১৬ সালে। সেই থেকে শুরু করে ছেলেদের ক্রিকেটে এখন পর্যন্ত ৫২ টেস্ট ও ১০৬ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন। আরেক সংস্করণ ওয়ানডেতে আজ সেঞ্চুরি পূর্ণ করে রিচার্ডসন বলেন,‘১০০ ওয়ানডের মাইলফলক স্পর্শ করা আমার কাছে বিশেষ। কারণ, ১০০ টি-টোয়েন্টি ও ৫০ টেস্টের মাইলফলকে পৌঁছানোর পর এটা দ্রুত এসেছে। যদিও আমি কখনো রেকর্ড বা মাইলফলকের জন্য ছুটিনি। এমন মাইলফলক আপনার যাত্রা নিয়ে স্মৃতিচারণ করার সুযোগ করে দেয়।’
ছেলেদের ক্রিকেটে আজ ১৪তম ম্যাচ রেফারি হিসেবে ১০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন রিচার্ডসন। পাশাপাশি মেয়েদের ১০৫ ওয়ানডে, ১৫ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ১৯৮৩ থেকে ১৯৯৬ পর্যন্ত ১৩ বছরের ক্যারিয়ারে ৮৬ টেস্ট ও ২২৪ ওয়ানডে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩১০ ম্যাচে ৩৭.৯৯ গড়ে করেন ১২১৯৭ রান। টেস্টে ২২ সেঞ্চুরির পাশাপাশি ওয়ানডেতে করেন ৫ সেঞ্চুরি।

ক্রিকেটার হিসেবে একাধিক রেকর্ড গড়া রিচি রিচার্ডসন আম্পায়ার হিসেবেও রেকর্ডের ধারা অব্যহত রেখেছেন। পার্লে আজ দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজের প্রথম ওয়ানডেতে ছুঁয়েছেন নতুন এক মাইলফলক। ম্যাচ রেফারি হিসেবে ওয়ানডেতে ম্যাচের সেঞ্চুরি পূর্ণ করেছেন রিচার্ডসন।
দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান প্রথম ওয়ানডেতে ম্যাচ রেফারির দায়িত্বে থাকার সময়ই এক মিডিয়া বিজ্ঞপ্তিতে রিচার্ডসনকে অভিনন্দন জানিয়েছে আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থার আম্পায়ার ও রেফারিদের সিনিয়র ম্যানেজার বলেন, ‘সাম্প্রতিক সময়ে রিচি তৃতীয় মাইলফলক স্পর্শ করলেন। সবার দৃষ্টি তিনি এভাবেই আকর্ষণ করেছেন। খেলোয়াড় ও টিম ম্যানেজারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আইসিসি ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন। আইসিসির পক্ষ আমি তাঁর শততম ওয়ানডের জন্য শুভকামনা জানাই। সামনের দিনগুলোতেও যেন এমন রেকর্ড যেন গড়েন, সেই আশায় রইলাম।’
আম্পায়ার হিসেবে রিচার্ডসনের ক্যারিয়ার শুরু হয় ২০১৬ সালে। সেই থেকে শুরু করে ছেলেদের ক্রিকেটে এখন পর্যন্ত ৫২ টেস্ট ও ১০৬ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন। আরেক সংস্করণ ওয়ানডেতে আজ সেঞ্চুরি পূর্ণ করে রিচার্ডসন বলেন,‘১০০ ওয়ানডের মাইলফলক স্পর্শ করা আমার কাছে বিশেষ। কারণ, ১০০ টি-টোয়েন্টি ও ৫০ টেস্টের মাইলফলকে পৌঁছানোর পর এটা দ্রুত এসেছে। যদিও আমি কখনো রেকর্ড বা মাইলফলকের জন্য ছুটিনি। এমন মাইলফলক আপনার যাত্রা নিয়ে স্মৃতিচারণ করার সুযোগ করে দেয়।’
ছেলেদের ক্রিকেটে আজ ১৪তম ম্যাচ রেফারি হিসেবে ১০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন রিচার্ডসন। পাশাপাশি মেয়েদের ১০৫ ওয়ানডে, ১৫ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ১৯৮৩ থেকে ১৯৯৬ পর্যন্ত ১৩ বছরের ক্যারিয়ারে ৮৬ টেস্ট ও ২২৪ ওয়ানডে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩১০ ম্যাচে ৩৭.৯৯ গড়ে করেন ১২১৯৭ রান। টেস্টে ২২ সেঞ্চুরির পাশাপাশি ওয়ানডেতে করেন ৫ সেঞ্চুরি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৪ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৫ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৬ ঘণ্টা আগে