ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের ক্রিকেটারদের ফর্মে ফেরাতে জিম্বাবুয়ে যেন ‘প্রিয় প্রতিপক্ষ’। বাংলাদেশের ক্রিকেট যখনই ব্যর্থতার বৃত্তে আটকে পড়ে, তখনই ‘বিপদের বন্ধু’ হিসেবে আবির্ভূত হয় জিম্বাবুয়ের। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রসিকতার অভাব নেই। কদিন আগেই বিসিবির সাবেক কম্পিউটার বিশ্লেষক মহসিন শেখ জানিয়েছিলেন, ভক্তদের চোখে ধুলো দিতেই জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলে বাংলাদেশ-পাকিস্তান। তবে তেমনটা মনে করছেন না বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহম্মদ সালাহউদ্দিন। তাঁর চোখে জিম্বাবুয়ে যথেষ্ট শক্তিশালী দল।
চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার পর এফটিপি অনুযায়ী, জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সমঝোতার ভিত্তিতে ঈদের পর কেবল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতেই বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। সিলেটে প্রথম টেস্ট শুরু হবে ২০ এপ্রিল। চট্টগ্রামে শেষ টেস্টটি মাঠে গড়াবে ২৮ এপ্রিল থেকে।
সাম্প্রতিক সময়ে লাল বলে একদমই ছন্দে নেই জিম্বাবুয়ে। ঘরের মাঠে আয়ারল্যান্ডের কাছে হেরেছে তারা। এর আগে আফগানিস্তানের বিপক্ষেও দুই ম্যাচের সিরিজ হেরেছে ১-০ ব্যবধানে। তবুও তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ দেখছে না বাংলাদেশ।
আজ বিসিবির ইফতার পার্টিতে সংবাদমাধ্যমকে সালাহউদ্দিন বলেন, ‘আফগানিস্তানে সঙ্গে জিম্বাবুয়ে কিন্তু টেস্টে খুব ভালো খেলেছে। এখানে টেস্ট বা অন্য কোনো ফরম্যাটকে হেলাফেলা করার সুযোগ নেই। ক্রিকেট গোল বলের খেলা, সব বলই আপনার জন্য গুরুত্বপূর্ণ।’
জিম্বাবুয়ে সিরিজের সময়ই চলবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। সেখানে দল পেয়েছেন পেসার নাহিদ রানা, স্পিনার রিশাদ হোসেন ও উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। রিশাদ বাদে বাকি দুজনই টেস্টে নিয়মিত মুখ।
এই প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘যারা টেস্ট খেলবে না তারা যদি বাইরে গিয়ে খেলতে চায়, তাতে আমার মনে হয় না কোনো অসুবিধা আছে। এতে দেশের ক্রিকেট অন্যদিক দিয়ে লাভবান হবে। আফগানিস্তানের সঙ্গে আমাদের তুলনা দিলে দেখা যাবে, আফগানিস্তানে ২০-২৫ জন ক্রিকেটার আছে যারা বাইরে ক্রিকেট খেলে। এতে শুধু খেলায় উন্নতিই হবে তা নয়, মানুষ হিসেবেও দায়িত্ব বেড়ে যায়। বড় খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করলে অভিজ্ঞতা বাড়বে, খেলা সম্পর্কে ধারণা বাড়বে। তখন বড় খেলোয়াড় হিসেবে নিজেকে ভাবতে পারবে তারা।’
বাংলাদেশের ক্রিকেটারদের ফর্মে ফেরাতে জিম্বাবুয়ে যেন ‘প্রিয় প্রতিপক্ষ’। বাংলাদেশের ক্রিকেট যখনই ব্যর্থতার বৃত্তে আটকে পড়ে, তখনই ‘বিপদের বন্ধু’ হিসেবে আবির্ভূত হয় জিম্বাবুয়ের। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রসিকতার অভাব নেই। কদিন আগেই বিসিবির সাবেক কম্পিউটার বিশ্লেষক মহসিন শেখ জানিয়েছিলেন, ভক্তদের চোখে ধুলো দিতেই জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলে বাংলাদেশ-পাকিস্তান। তবে তেমনটা মনে করছেন না বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহম্মদ সালাহউদ্দিন। তাঁর চোখে জিম্বাবুয়ে যথেষ্ট শক্তিশালী দল।
চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার পর এফটিপি অনুযায়ী, জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সমঝোতার ভিত্তিতে ঈদের পর কেবল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতেই বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। সিলেটে প্রথম টেস্ট শুরু হবে ২০ এপ্রিল। চট্টগ্রামে শেষ টেস্টটি মাঠে গড়াবে ২৮ এপ্রিল থেকে।
সাম্প্রতিক সময়ে লাল বলে একদমই ছন্দে নেই জিম্বাবুয়ে। ঘরের মাঠে আয়ারল্যান্ডের কাছে হেরেছে তারা। এর আগে আফগানিস্তানের বিপক্ষেও দুই ম্যাচের সিরিজ হেরেছে ১-০ ব্যবধানে। তবুও তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ দেখছে না বাংলাদেশ।
আজ বিসিবির ইফতার পার্টিতে সংবাদমাধ্যমকে সালাহউদ্দিন বলেন, ‘আফগানিস্তানে সঙ্গে জিম্বাবুয়ে কিন্তু টেস্টে খুব ভালো খেলেছে। এখানে টেস্ট বা অন্য কোনো ফরম্যাটকে হেলাফেলা করার সুযোগ নেই। ক্রিকেট গোল বলের খেলা, সব বলই আপনার জন্য গুরুত্বপূর্ণ।’
জিম্বাবুয়ে সিরিজের সময়ই চলবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। সেখানে দল পেয়েছেন পেসার নাহিদ রানা, স্পিনার রিশাদ হোসেন ও উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। রিশাদ বাদে বাকি দুজনই টেস্টে নিয়মিত মুখ।
এই প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘যারা টেস্ট খেলবে না তারা যদি বাইরে গিয়ে খেলতে চায়, তাতে আমার মনে হয় না কোনো অসুবিধা আছে। এতে দেশের ক্রিকেট অন্যদিক দিয়ে লাভবান হবে। আফগানিস্তানের সঙ্গে আমাদের তুলনা দিলে দেখা যাবে, আফগানিস্তানে ২০-২৫ জন ক্রিকেটার আছে যারা বাইরে ক্রিকেট খেলে। এতে শুধু খেলায় উন্নতিই হবে তা নয়, মানুষ হিসেবেও দায়িত্ব বেড়ে যায়। বড় খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করলে অভিজ্ঞতা বাড়বে, খেলা সম্পর্কে ধারণা বাড়বে। তখন বড় খেলোয়াড় হিসেবে নিজেকে ভাবতে পারবে তারা।’
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
৬ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
৮ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
৯ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
১০ ঘণ্টা আগে