Ajker Patrika

সাকিবের চোখে শিশিরের বয়স ‘২০’

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ২০: ২২
সাকিবের চোখে শিশিরের বয়স ‘২০’

সাকিব আল হাসান এখন ব্যস্ত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে রাত-দিন প্রচারণা চালিয়ে যাচ্ছেন নিজের নির্বাচনী এলাকায়। তাঁর পরিবার এ মুহূর্তে আছে যুক্তরাষ্ট্রে। স্ত্রী শিশিরের ৩৪তম জন্মদিন কেটেছে তাই সাকিবকে ছাড়াই। 

রাজনৈতিক ব্যস্ততার ফাঁকে সাকিব অবশ্য স্ত্রীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। সেটিও আবার জানিয়েছেন একটু রসিকতার সুরে। সে কথা শিশির আজ নিজেই তাঁর ফেসবুকে জানিয়েছেন। শিশির লিখেছেন, ‘আমার স্বামী বাচ্চাদের বলেছে, তোমাদের মায়ের বয়স আজ ২০ হলো। এটা আমি প্রশংসা হিসেবেই নিচ্ছি।’ যাঁরা  জন্মদিনের শুভেচ্ছা জানাতে বার্তা কিংবা কল দিয়েছিলেন, শিশির সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। অনেকের ফোন কল কিংবা বার্তার জবাব না দিতে পারায় দুঃখও প্রকাশ করেছেন তিনি। 

প্রথমবারের মতো নির্বাচনে নামা সাকিব কদিন আগে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছ থেকে ঘুরে এসেছেন। নির্বাচন শেষেই বিশ্বসেরা অলরাউন্ডার ব্যস্ত হয়ে পড়বেন ক্রিকেট নিয়ে। জানুয়ারিতে বিপিএল দিয়ে তাঁর ক্রিকেটে ফেরার কথা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত