আজকের পত্রিকা ডেস্ক

আরব আমিরাতের শারজায় ৬ নভেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা, না খেলা নিয়ে নিয়ে চলছে নানা আলোচনা ও গুঞ্জন। দেশের মাটিতে নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কারণে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশে না আসায় সেই ম্যাচটি খেলা হয়নি তাঁর। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন এই ওয়ানডে সিরিজে সাকিবকে পাওয়া যাবে কি না।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ এক দিন আগে দুবাই থেকে দেশে ফিরেছেন। আজ বিকেলে মিরপুরে বিসিবির জরুরি বোর্ড সভার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। আফগানিস্তানের বিপক্ষে সাকিবের খেলা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বিসিবির সভাপতির কৌশলী উত্তর, ‘যেহেতু ম্যাচটি দেশের বাইরে হবে, আর এখনো দল ঘোষণা করা হয়নি, তাই সিরিজের জন্য সে অ্যাভেইলেবল। আজ রাতে আমি চট্টগ্রামে যাচ্ছি। আগামীকাল সময়মতো দলের ক্রিকেটার ও কোচদের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া নির্বাচকদের সঙ্গেও কথা হবে। সেখান থেকেই দল ঘোষণা হতে পারে।’
এদিকে চট্টগ্রাম টেস্ট শুরুর আগে তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন নিয়ে আলোচনা চলছে। বিসিবি সভাপতি এ প্রসঙ্গে বলেন, ‘আমি গণমাধ্যমে শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি দেখেছি। তবে আমার সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। চট্টগ্রামে শান্তর সঙ্গে সাক্ষাৎ হলে বিস্তারিত আলোচনা করা হবে।’
বিসিবি সভাপতির এই মন্তব্য ইঙ্গিত দেয় যে শান্তর অধিনায়কত্ব নিয়ে বোর্ডে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে গুঞ্জন হলেও বোর্ডের পক্ষ থেকে এখনো কিছু স্পষ্ট করা হয়নি। চট্টগ্রামে বিসিবি সভাপতি ও শান্তর মধ্যকার আলোচনা শেষে হয়তো এই বিষয়ে পরিষ্কার কোনো ঘোষণা আসতে পারে।
৬ নভেম্বর শুরু হতে হওয়া ওয়ানডে সিরিজের পরের দুটি ম্যাচ হবে ৮ এবং ১১ নভেম্বর।

আরব আমিরাতের শারজায় ৬ নভেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা, না খেলা নিয়ে নিয়ে চলছে নানা আলোচনা ও গুঞ্জন। দেশের মাটিতে নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কারণে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশে না আসায় সেই ম্যাচটি খেলা হয়নি তাঁর। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন এই ওয়ানডে সিরিজে সাকিবকে পাওয়া যাবে কি না।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ এক দিন আগে দুবাই থেকে দেশে ফিরেছেন। আজ বিকেলে মিরপুরে বিসিবির জরুরি বোর্ড সভার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। আফগানিস্তানের বিপক্ষে সাকিবের খেলা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বিসিবির সভাপতির কৌশলী উত্তর, ‘যেহেতু ম্যাচটি দেশের বাইরে হবে, আর এখনো দল ঘোষণা করা হয়নি, তাই সিরিজের জন্য সে অ্যাভেইলেবল। আজ রাতে আমি চট্টগ্রামে যাচ্ছি। আগামীকাল সময়মতো দলের ক্রিকেটার ও কোচদের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া নির্বাচকদের সঙ্গেও কথা হবে। সেখান থেকেই দল ঘোষণা হতে পারে।’
এদিকে চট্টগ্রাম টেস্ট শুরুর আগে তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন নিয়ে আলোচনা চলছে। বিসিবি সভাপতি এ প্রসঙ্গে বলেন, ‘আমি গণমাধ্যমে শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি দেখেছি। তবে আমার সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। চট্টগ্রামে শান্তর সঙ্গে সাক্ষাৎ হলে বিস্তারিত আলোচনা করা হবে।’
বিসিবি সভাপতির এই মন্তব্য ইঙ্গিত দেয় যে শান্তর অধিনায়কত্ব নিয়ে বোর্ডে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে গুঞ্জন হলেও বোর্ডের পক্ষ থেকে এখনো কিছু স্পষ্ট করা হয়নি। চট্টগ্রামে বিসিবি সভাপতি ও শান্তর মধ্যকার আলোচনা শেষে হয়তো এই বিষয়ে পরিষ্কার কোনো ঘোষণা আসতে পারে।
৬ নভেম্বর শুরু হতে হওয়া ওয়ানডে সিরিজের পরের দুটি ম্যাচ হবে ৮ এবং ১১ নভেম্বর।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৩০ মিনিট আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন।
২ ঘণ্টা আগে