
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা একটু সময় নিয়েই করেছে বাংলাদেশ। বিশ্বকাপ খেলতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল এরই মধ্যে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপের জার্সি গত রাতে উন্মোচন করেছে বাংলাদেশ। অনুষ্ঠানে মজায় মেতে ওঠেন শান্ত-মোস্তাফিজুর রহমানরা।
আইসিসি আজ বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশের জার্সি উন্মোচন নিয়ে ১ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, জার্সি উন্মোচনের জন্য ছবি তুলতে যাচ্ছেন সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, জাকের আলী অনিকেরা। বিশ্বকাপের ১৫ ক্রিকেটার একসঙ্গে ছবি তুলেছেন। ঘাড়ের পেছনে ব্যাট রেখে ছবি তুলেছেন অধিনায়ক শান্ত। আইসিসির ক্যামেরায় আরও দেখা গেছে, হাসছেন তাওহীদ হৃদয়কে। নাচছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মোস্তাফিজ, জাকের, লিটনসহ অনেকেই বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলেছেন। কাগজ, ব্যাটে স্বাক্ষর করতেও দেখা গেছে সবাইকে। তখনই তানজিদ হাসান তামিমের সঙ্গে অন্যরকম এক দুষ্টুমি করেন মোস্তাফিজ।
জার্সি উন্মোচনের ভিডিওতে সৌম্য সরকারকে দেখা গেছে থাম্বসআপ দিতে। উইকেট নেওয়ার পর একজন বোলার যেভাবে উদ্যাপন করেন, শরীফুলকে সেভাবেই উদ্যাপন করতে দেখা গেছে। বেশ মজা করেই জার্সি উন্মোচনের দিনটা কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসি ভিডিওটা পোস্ট করার পর বেলা ২টা ১৩ মিনিট পর্যন্ত ৩৩ হাজারেরও বেশি প্রতিক্রিয়া এসেছে। মন্তব্য এসেছে প্রায় দেড় হাজার। ৪৭০ বার শেয়ার হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত রাতে জার্সি উন্মোচনের ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে। বিশ্বকাপ দলে থাকা ১৫ ক্রিকেটার একত্রে ছবি তুলেছেন। বিসিবি লিখেছে, ‘প্রথমবারের মতো দেখুন। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অফিশিয়াল জার্সি।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। ডালাসে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। ১০, ১৩ ও ১৭ জুন দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১০ জুন বাংলাদেশ খেলবে নিউইয়র্কে। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ বাংলাদেশ খেলবে সেন্ট ভিনসেন্টে। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ২০ দল অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে। ৫৫ ম্যাচের টুর্নামেন্ট শুরু হচ্ছে ২ জুন। ৩০ জুন শেষ হবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আরও পড়ুন:

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা একটু সময় নিয়েই করেছে বাংলাদেশ। বিশ্বকাপ খেলতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল এরই মধ্যে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপের জার্সি গত রাতে উন্মোচন করেছে বাংলাদেশ। অনুষ্ঠানে মজায় মেতে ওঠেন শান্ত-মোস্তাফিজুর রহমানরা।
আইসিসি আজ বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশের জার্সি উন্মোচন নিয়ে ১ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, জার্সি উন্মোচনের জন্য ছবি তুলতে যাচ্ছেন সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, জাকের আলী অনিকেরা। বিশ্বকাপের ১৫ ক্রিকেটার একসঙ্গে ছবি তুলেছেন। ঘাড়ের পেছনে ব্যাট রেখে ছবি তুলেছেন অধিনায়ক শান্ত। আইসিসির ক্যামেরায় আরও দেখা গেছে, হাসছেন তাওহীদ হৃদয়কে। নাচছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মোস্তাফিজ, জাকের, লিটনসহ অনেকেই বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলেছেন। কাগজ, ব্যাটে স্বাক্ষর করতেও দেখা গেছে সবাইকে। তখনই তানজিদ হাসান তামিমের সঙ্গে অন্যরকম এক দুষ্টুমি করেন মোস্তাফিজ।
জার্সি উন্মোচনের ভিডিওতে সৌম্য সরকারকে দেখা গেছে থাম্বসআপ দিতে। উইকেট নেওয়ার পর একজন বোলার যেভাবে উদ্যাপন করেন, শরীফুলকে সেভাবেই উদ্যাপন করতে দেখা গেছে। বেশ মজা করেই জার্সি উন্মোচনের দিনটা কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসি ভিডিওটা পোস্ট করার পর বেলা ২টা ১৩ মিনিট পর্যন্ত ৩৩ হাজারেরও বেশি প্রতিক্রিয়া এসেছে। মন্তব্য এসেছে প্রায় দেড় হাজার। ৪৭০ বার শেয়ার হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত রাতে জার্সি উন্মোচনের ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে। বিশ্বকাপ দলে থাকা ১৫ ক্রিকেটার একত্রে ছবি তুলেছেন। বিসিবি লিখেছে, ‘প্রথমবারের মতো দেখুন। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অফিশিয়াল জার্সি।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। ডালাসে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। ১০, ১৩ ও ১৭ জুন দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১০ জুন বাংলাদেশ খেলবে নিউইয়র্কে। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ বাংলাদেশ খেলবে সেন্ট ভিনসেন্টে। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ২০ দল অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে। ৫৫ ম্যাচের টুর্নামেন্ট শুরু হচ্ছে ২ জুন। ৩০ জুন শেষ হবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আরও পড়ুন:

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১২ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৬ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৭ ঘণ্টা আগে