
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা একটু সময় নিয়েই করেছে বাংলাদেশ। বিশ্বকাপ খেলতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল এরই মধ্যে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপের জার্সি গত রাতে উন্মোচন করেছে বাংলাদেশ। অনুষ্ঠানে মজায় মেতে ওঠেন শান্ত-মোস্তাফিজুর রহমানরা।
আইসিসি আজ বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশের জার্সি উন্মোচন নিয়ে ১ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, জার্সি উন্মোচনের জন্য ছবি তুলতে যাচ্ছেন সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, জাকের আলী অনিকেরা। বিশ্বকাপের ১৫ ক্রিকেটার একসঙ্গে ছবি তুলেছেন। ঘাড়ের পেছনে ব্যাট রেখে ছবি তুলেছেন অধিনায়ক শান্ত। আইসিসির ক্যামেরায় আরও দেখা গেছে, হাসছেন তাওহীদ হৃদয়কে। নাচছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মোস্তাফিজ, জাকের, লিটনসহ অনেকেই বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলেছেন। কাগজ, ব্যাটে স্বাক্ষর করতেও দেখা গেছে সবাইকে। তখনই তানজিদ হাসান তামিমের সঙ্গে অন্যরকম এক দুষ্টুমি করেন মোস্তাফিজ।
জার্সি উন্মোচনের ভিডিওতে সৌম্য সরকারকে দেখা গেছে থাম্বসআপ দিতে। উইকেট নেওয়ার পর একজন বোলার যেভাবে উদ্যাপন করেন, শরীফুলকে সেভাবেই উদ্যাপন করতে দেখা গেছে। বেশ মজা করেই জার্সি উন্মোচনের দিনটা কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসি ভিডিওটা পোস্ট করার পর বেলা ২টা ১৩ মিনিট পর্যন্ত ৩৩ হাজারেরও বেশি প্রতিক্রিয়া এসেছে। মন্তব্য এসেছে প্রায় দেড় হাজার। ৪৭০ বার শেয়ার হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত রাতে জার্সি উন্মোচনের ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে। বিশ্বকাপ দলে থাকা ১৫ ক্রিকেটার একত্রে ছবি তুলেছেন। বিসিবি লিখেছে, ‘প্রথমবারের মতো দেখুন। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অফিশিয়াল জার্সি।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। ডালাসে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। ১০, ১৩ ও ১৭ জুন দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১০ জুন বাংলাদেশ খেলবে নিউইয়র্কে। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ বাংলাদেশ খেলবে সেন্ট ভিনসেন্টে। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ২০ দল অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে। ৫৫ ম্যাচের টুর্নামেন্ট শুরু হচ্ছে ২ জুন। ৩০ জুন শেষ হবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আরও পড়ুন:

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা একটু সময় নিয়েই করেছে বাংলাদেশ। বিশ্বকাপ খেলতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল এরই মধ্যে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপের জার্সি গত রাতে উন্মোচন করেছে বাংলাদেশ। অনুষ্ঠানে মজায় মেতে ওঠেন শান্ত-মোস্তাফিজুর রহমানরা।
আইসিসি আজ বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশের জার্সি উন্মোচন নিয়ে ১ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, জার্সি উন্মোচনের জন্য ছবি তুলতে যাচ্ছেন সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, জাকের আলী অনিকেরা। বিশ্বকাপের ১৫ ক্রিকেটার একসঙ্গে ছবি তুলেছেন। ঘাড়ের পেছনে ব্যাট রেখে ছবি তুলেছেন অধিনায়ক শান্ত। আইসিসির ক্যামেরায় আরও দেখা গেছে, হাসছেন তাওহীদ হৃদয়কে। নাচছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মোস্তাফিজ, জাকের, লিটনসহ অনেকেই বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলেছেন। কাগজ, ব্যাটে স্বাক্ষর করতেও দেখা গেছে সবাইকে। তখনই তানজিদ হাসান তামিমের সঙ্গে অন্যরকম এক দুষ্টুমি করেন মোস্তাফিজ।
জার্সি উন্মোচনের ভিডিওতে সৌম্য সরকারকে দেখা গেছে থাম্বসআপ দিতে। উইকেট নেওয়ার পর একজন বোলার যেভাবে উদ্যাপন করেন, শরীফুলকে সেভাবেই উদ্যাপন করতে দেখা গেছে। বেশ মজা করেই জার্সি উন্মোচনের দিনটা কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসি ভিডিওটা পোস্ট করার পর বেলা ২টা ১৩ মিনিট পর্যন্ত ৩৩ হাজারেরও বেশি প্রতিক্রিয়া এসেছে। মন্তব্য এসেছে প্রায় দেড় হাজার। ৪৭০ বার শেয়ার হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত রাতে জার্সি উন্মোচনের ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে। বিশ্বকাপ দলে থাকা ১৫ ক্রিকেটার একত্রে ছবি তুলেছেন। বিসিবি লিখেছে, ‘প্রথমবারের মতো দেখুন। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অফিশিয়াল জার্সি।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। ডালাসে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। ১০, ১৩ ও ১৭ জুন দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১০ জুন বাংলাদেশ খেলবে নিউইয়র্কে। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ বাংলাদেশ খেলবে সেন্ট ভিনসেন্টে। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ২০ দল অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে। ৫৫ ম্যাচের টুর্নামেন্ট শুরু হচ্ছে ২ জুন। ৩০ জুন শেষ হবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আরও পড়ুন:

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ছোটোখাটো এক হাসপাতালে পরিণত হয়েছে। আইসিসি ইভেন্টের আগমুহূর্তে একের পর এক প্রোটিয়া ক্রিকেটার চোটে পড়ছেন। এই তালিকায় এবার যোগ হলেন ডেভিড মিলার।
৩৯ মিনিট আগে
অল্প পুঁজি নিয়েও সিলেট টাইটানসের বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল রংপুর রাইডার্স। তাতে অবশ্য কাজের কাজ হয়নি। এলিমিনেটরে শেষ বলের নাটকীয়তায় মেহেদি হাসান মিরাজের দলের কাছে ২ উইকেটে হেরে বিপিএল থেকে বিদায় নিয়েছে রংপুর। টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর উইকেট নিয়ে সমালোচনা করেছেন দলটির অধিনায়ক লিটন দাস।
১ ঘণ্টা আগে
হারলেই বাদ, জিতলেও ফাইনালে যেতে হলে পেরোতে হবে আরও এক ধাপ—মিরপুরে আজ দুপুরে রংপুর রাইডার্স-সিলেট টাইটানস খেলতে নেমেছে এই সমীকরণ মাথায় নিয়েই। স্কোরবোর্ডে বেশি রান না উঠলেও সিলেট-রংপুরের লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। টানটান উত্তেজনায় পূর্ণ ম্যাচে শেষ বলে ছক্কা মেরে সিলেটকে ৩ উইকেটের জয় এনে দিলেন ক্রিস ওকস।
২ ঘণ্টা আগে
মাইকেল ব্রেসওয়েলের নেতৃত্বে ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে ভারতের মাঠে এবারই প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে কিউইরা। আটবারের চেষ্টায় কিউইরা সফল হলো যে অধিনায়কের নেতৃত্বে, এবার তাঁকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দল।
৩ ঘণ্টা আগে