
বিপিএলে ম্যাচ না খেলেই দেশে ফিরতে হবে—এমনটা হয়তো কখনো কল্পনাও করেননি মোহাম্মদ হারিস। কিন্তু বাস্তবে পাকিস্তানের ব্যাটারের সঙ্গে এমনটি ঘটেছে। বিপিএলের দশম সংস্করণ খেলতে বাংলাদেশে এসেও আজ রাতে পাকিস্তানে ফিরতে হচ্ছে তাঁকে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় দেশে ফিরতে হচ্ছে হারিসকে। অথচ, অনাপত্তিপত্র পাবেন, এমনটা মনে করেই টুর্নামেন্ট শুরুর আগেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে যোগ দিয়েছিলেন তিনি। যদিও প্রথম দুই ম্যাচে তাঁকে একাদশে রাখেনি চট্টগ্রাম। সর্বশেষ সংস্করণে সিলেট সিক্সার্সের হয়ে খেলা পাকিস্তান ওপেনারকে না নামানোর কারণটা তাই স্পষ্ট। পিসিবির সবুজ সংকেত না পাওয়াই মূল কারণ।
আজ এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, পিসিবি থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় বিপিএল না খেলেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ছাড়তে হচ্ছে হারিসকে। পিসিবির শর্ত অনুযায়ী, ইতিমধ্যে বছরে দুটি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেওয়ায় তাঁর বিপিএলে খেলা হচ্ছে না।
তাই মন খারাপ করে পাকিস্তানে ফিরতে হচ্ছে হারিসকে। মুখে কিছু না বললেও সামাজিক যোগাযোগমাধ্যমের ছবিতে মুখে জিপার লাগানো ইমোজি দিয়ে হতাশার বিষয়টি বুঝিয়ে দিয়েছেন ২২ বছর বয়সী উদীয়মান ব্যাটার। একই কারণে ফখর জামান ও ইফতিখার আহমেদের আসা হচ্ছে না বাংলাদেশে।
ম্যাচ না খেলেই হারিস ফিরলেও বিপিএলে পাকিস্তান ক্রিকেটারদের তারার মেলাই বসবে। ইতিমধ্যে শোয়েব মালিক, ফাহিম আশরাফ, মোহাম্মদ ইমরান ও সালমান ইরশাদরা খেলেছেন নিজ নিজ দলের হয়ে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ায় শিগগিরই বিপিএলে যুক্ত হচ্ছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও সাইম আইয়ুবরা। অন্যদিকে বিপিএল মাতাতে ফরচুন বরিশালের হয়ে খেলতে আসছেন ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্টে অপরাজিত ২১০ রানের ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জেতানো কাইল মায়ার্স।

বিপিএলে ম্যাচ না খেলেই দেশে ফিরতে হবে—এমনটা হয়তো কখনো কল্পনাও করেননি মোহাম্মদ হারিস। কিন্তু বাস্তবে পাকিস্তানের ব্যাটারের সঙ্গে এমনটি ঘটেছে। বিপিএলের দশম সংস্করণ খেলতে বাংলাদেশে এসেও আজ রাতে পাকিস্তানে ফিরতে হচ্ছে তাঁকে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় দেশে ফিরতে হচ্ছে হারিসকে। অথচ, অনাপত্তিপত্র পাবেন, এমনটা মনে করেই টুর্নামেন্ট শুরুর আগেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে যোগ দিয়েছিলেন তিনি। যদিও প্রথম দুই ম্যাচে তাঁকে একাদশে রাখেনি চট্টগ্রাম। সর্বশেষ সংস্করণে সিলেট সিক্সার্সের হয়ে খেলা পাকিস্তান ওপেনারকে না নামানোর কারণটা তাই স্পষ্ট। পিসিবির সবুজ সংকেত না পাওয়াই মূল কারণ।
আজ এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, পিসিবি থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় বিপিএল না খেলেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ছাড়তে হচ্ছে হারিসকে। পিসিবির শর্ত অনুযায়ী, ইতিমধ্যে বছরে দুটি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেওয়ায় তাঁর বিপিএলে খেলা হচ্ছে না।
তাই মন খারাপ করে পাকিস্তানে ফিরতে হচ্ছে হারিসকে। মুখে কিছু না বললেও সামাজিক যোগাযোগমাধ্যমের ছবিতে মুখে জিপার লাগানো ইমোজি দিয়ে হতাশার বিষয়টি বুঝিয়ে দিয়েছেন ২২ বছর বয়সী উদীয়মান ব্যাটার। একই কারণে ফখর জামান ও ইফতিখার আহমেদের আসা হচ্ছে না বাংলাদেশে।
ম্যাচ না খেলেই হারিস ফিরলেও বিপিএলে পাকিস্তান ক্রিকেটারদের তারার মেলাই বসবে। ইতিমধ্যে শোয়েব মালিক, ফাহিম আশরাফ, মোহাম্মদ ইমরান ও সালমান ইরশাদরা খেলেছেন নিজ নিজ দলের হয়ে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ায় শিগগিরই বিপিএলে যুক্ত হচ্ছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও সাইম আইয়ুবরা। অন্যদিকে বিপিএল মাতাতে ফরচুন বরিশালের হয়ে খেলতে আসছেন ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্টে অপরাজিত ২১০ রানের ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জেতানো কাইল মায়ার্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
২০ মিনিট আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
২৩ মিনিট আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
১ ঘণ্টা আগে