ক্রীড়া ডেস্ক
শারজায় প্রথম টি-টোয়েন্টিতে ২৭ রানে জিতে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ দল। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের হাতছানি সফরকারীদের। একটি ম্যাচ বেড়ে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের সামনেও সুযোগ আছে সমতায় ফেরার। গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম।
এই ম্যাচে একাদশে পরিবর্তন থাকবে সেটা আগেই স্পষ্ট ছিল। আইপিএলে যোগ দেওয়ায় মোস্তাফিজুর রহমান নেই একাদশে। সব মিলিয়ে চারটি পরিবর্তন সফরকারীদের একাদশে। হাসান মাহমুদ ও সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান বাদ পড়েছেন। ভিসা জটিলতায় নাহিদ রানা ও রিশাদ হোসেন দলের সঙ্গে যোগ দিয়েছিলেন কয়েক দিন পরে। আগের ম্যাচে তাই খেলতে পারেননি তাঁরা। আজ দুজনই আছেন একাদশে। আগের ম্যাচ সেঞ্চুরি করা ইমন কেন দলে নেই সেটি অবশ্য জানায়নি বিসিবি। আছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।
দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দেওয়া শান্ত একাদশে থাকবেন কি না, তা অনিশ্চয়তাই ছিল।। ব্যাট হাতে ভালো অবস্থায় নেই লম্বা সময় ধরে। টি-টোয়েন্টিতে তাঁর অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার একটি কারণও ছিল এটি। কিছুটা চাপমুক্ত থেকে ব্যাটিংটা করতে চান। সব শেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছর ভারত সফরে। ডিসেম্বরে ওয়েস্ট সিরিজে লিটনই দিয়েছিলেন নেতৃত্ব। মাঝে বিপিএলও শান্তর ভালো যায়নি। ফরচুন বরিশালের হয়ে ৫ ম্যাচে করেছেন ৫৬ রান। ধুঁকতে থাকায় সব ম্যাচে একাদশেও তাঁর সুযোগ হয়নি। তিন পেসারের সঙ্গে দুই স্পিনার।
লিটন দাসের ইমনের সঙ্গে এ ম্যাচে তানজিদ হাসান তামিমকে দেখা যাবে ওপেনিংয়ে। তিন নম্বরে শান্ত। চার নম্বরে দেখা তাওহীদ হৃদয়কে। পাঁচ নম্বরে জাকের আলী অনিক। ছয় নম্বরে শামীম হোসেন পাটোয়ারি। সাত নম্বরে রিশাদ। আট নম্বরে ডানহাতি পেসার তানিজম হাসান সাকিব। প্রথম ম্যাচে ২২ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। সাকিবের ব্যাটিং বাড়তি সহায়তা দেয় দলকে।
বাংলাদেশের একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
শারজায় প্রথম টি-টোয়েন্টিতে ২৭ রানে জিতে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ দল। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের হাতছানি সফরকারীদের। একটি ম্যাচ বেড়ে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের সামনেও সুযোগ আছে সমতায় ফেরার। গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম।
এই ম্যাচে একাদশে পরিবর্তন থাকবে সেটা আগেই স্পষ্ট ছিল। আইপিএলে যোগ দেওয়ায় মোস্তাফিজুর রহমান নেই একাদশে। সব মিলিয়ে চারটি পরিবর্তন সফরকারীদের একাদশে। হাসান মাহমুদ ও সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান বাদ পড়েছেন। ভিসা জটিলতায় নাহিদ রানা ও রিশাদ হোসেন দলের সঙ্গে যোগ দিয়েছিলেন কয়েক দিন পরে। আগের ম্যাচে তাই খেলতে পারেননি তাঁরা। আজ দুজনই আছেন একাদশে। আগের ম্যাচ সেঞ্চুরি করা ইমন কেন দলে নেই সেটি অবশ্য জানায়নি বিসিবি। আছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।
দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দেওয়া শান্ত একাদশে থাকবেন কি না, তা অনিশ্চয়তাই ছিল।। ব্যাট হাতে ভালো অবস্থায় নেই লম্বা সময় ধরে। টি-টোয়েন্টিতে তাঁর অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার একটি কারণও ছিল এটি। কিছুটা চাপমুক্ত থেকে ব্যাটিংটা করতে চান। সব শেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছর ভারত সফরে। ডিসেম্বরে ওয়েস্ট সিরিজে লিটনই দিয়েছিলেন নেতৃত্ব। মাঝে বিপিএলও শান্তর ভালো যায়নি। ফরচুন বরিশালের হয়ে ৫ ম্যাচে করেছেন ৫৬ রান। ধুঁকতে থাকায় সব ম্যাচে একাদশেও তাঁর সুযোগ হয়নি। তিন পেসারের সঙ্গে দুই স্পিনার।
লিটন দাসের ইমনের সঙ্গে এ ম্যাচে তানজিদ হাসান তামিমকে দেখা যাবে ওপেনিংয়ে। তিন নম্বরে শান্ত। চার নম্বরে দেখা তাওহীদ হৃদয়কে। পাঁচ নম্বরে জাকের আলী অনিক। ছয় নম্বরে শামীম হোসেন পাটোয়ারি। সাত নম্বরে রিশাদ। আট নম্বরে ডানহাতি পেসার তানিজম হাসান সাকিব। প্রথম ম্যাচে ২২ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। সাকিবের ব্যাটিং বাড়তি সহায়তা দেয় দলকে।
বাংলাদেশের একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
আঞ্চলিক ক্রিকেট বোর্ড বা ক্রিকেট কাঠামো তৈরির আলোচনা বেশ দীর্ঘ। যদিও সেভাবে আলোরমুখ দেখেনি বললেই চলে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে চান তিনি।
১ ঘণ্টা আগেছেলেদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে কানাডা ক্রিকেট দল। গতকাল কিং সিটিতে বাহামাসকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে আমেরিকার প্রতিনিধিরা। আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে স্বাগতিক কানাডা টানা পঞ্চম জয় তুলে নিয়েছে।
৩ ঘণ্টা আগেঘুমিয়ে পড়া বাংলাদেশ ফুটবল জেগে ওঠার স্বপ্ন দেখছে প্রবাসী ফুটবলারদের ঘিরে। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে শুরুর একাদশে ৫ জনই ছিলেন প্রবাসী। যদিও ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ, হেরেছে ২-১ গোলে। শুরুতে ধাক্কা খেলেও সফলতার খোঁজে বাংলাদেশ চোখ রাখতে পারে সুরিনামের দিকে।
৪ ঘণ্টা আগেক্লাব বিশ্বকাপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। রাত ১টায় রিয়াল খেলকে পাচুয়ার বিপক্ষে। নিজেদের প্রথম ম্যাচে আল হিলালের সঙ্গে ড্র করেছে তারা। কাল সকাল ৭টায় ম্যানসিটি মাঠে নামবে সৌদির ক্লাব আল আইনের বিপক্ষে।
৪ ঘণ্টা আগে