Ajker Patrika

লাঞ্চের আগেই ৬ উইকেট নেই বাংলাদেশের

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১২: ৩০
লাঞ্চের আগেই ৬ উইকেট নেই বাংলাদেশের

মিরপুরে টস জিতে ব্যাটিং নেওয়ার পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, এখানে চতুর্থ ইনিংসে ব্যাটিং করা কঠিন হবে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের সকালেই যে ধুঁকছে স্বাগতিক বাংলাদেশ। প্রোটিয়া বোলারদের তোপে শান্তরা বড্ড কেকায়দায় পড়েছেন।

টেস্ট শুরুর প্রথম সকালেই চোখের ফলক ফেলতে না ফেলতে একের পর এক উইকেট হারাচ্ছে। একপ্রান্তে মাহমুদুল হাসান জয় আগলে রাখলেও অন্যান্য সতীর্থরা ব্যস্ত আসা-যাওয়ার মিছিলে। অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হক থেকে শুরু করে অধিনায়ক শান্ত-লাঞ্চ বিরতির আগে সবাই ড্রেসিংরুমের পথ ধরেন। ২৬.১ ওভারে ৬০ রানে ৬ উইকেট হারিয়ে প্রথম সেশনের খেলা শেষ করেছে বাংলাদেশ। লাঞ্চ বিরতির আগ মুহূর্তে স্বাগতিকেরা হারিয়েছে মেহেদী হাসান মিরাজের উইকেট।

দলীয় ৬ রানে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে যায়। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে উইয়ান মুল্ডারের অনেক বাইরের বল চেজ করতে যান সাদমান ইসলাম। আউটসাইড এজ হওয়া বল সেকেন্ড স্লিপে ধরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। টেস্টে এই নিয়ে চতুর্থবার শূন্য রানে আউট হলেন সাদমান।

উদ্বোধনী জুটি ভাঙার পর বাংলাদেশকে মুহূর্তেই ৩ উইকেটে ২১ রানে পরিণত করেন মুল্ডার।  মুমিনুল (৪), শান্ত (৭)-দুই ব্যাটারকেই ফেরান মুল্ডার। মুমিনুলের আউটের না হয় একটা ধরন আছে। ইনসুইঙ্গার ডেলিভারি মুমিনুল ডিফেন্স করতে গেলে উইকেটরক্ষক কাইল ভেরেইনের হাতে তালুবন্দী হয়েছেন। তবে দলের বিপদের মুহূর্তে শান্ত নিজের উইকেটটা বিলিয়ে এসেছেন। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে মুল্ডারকে লেগ সাইডে ঘোরাতে যান। বটম এজ হওয়া বল মিড অফে তালুবন্দী করেন কেশব মহারাজ। 

একপ্রান্তে আগলে খেলতে থাকা জয়ের সঙ্গে মুশফিকুর রহিম এগোতে থাকেন সাবলীলভাবেই। চতুর্থ উইকেটে জয়-শান্ত জুটি বেঁধে খেলেছেন ৪৯ বল। তবে যোগ করেছেন ১৯ রান। ১৪তম ওভারের পঞ্চম বলে কী করবেন বুঝতে না পারেননি মুশফিক। কাগিসো রাবাদার ইনসুইঙ্গারে বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফেরেন মুশফিক। ২০ বলে ২ চারে মুশি করেন ১১ রান। টেস্টে এটা রাবাদার ৩০০তম উইকেট। মিডল অর্ডারের অন্যতম ভরসার প্রতীক লিটন দাসকেও দ্রুত ড্রেসিংরুমের পথ দেখান রাবাদা। ২০তম ওভারের প্রথম বলে গালি থেকে বাঁ দিকে উড়ে বাজপাখির মতো লুফে নেন ত্রিস্তান স্টাবস। ১৩ বল খেলে লিটন করেন ১ রান। 

৪৫ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ এরপর স্বাভাবিক গতিতে এগোতে থাকে জয় ও মেহেদী হাসান মিরাজের ব্যাটিংয়ে। মনে হচ্ছিল লাঞ্চের আগে নির্বিঘ্নে এই ৫ উইকেটেই কাটিয়ে দেবে বাংলাদেশ। কিন্তু সেটা আর হলে তো! ২৭তম ওভারের প্রথম বলে কেশব মহারাজের আর্ম বল সোজা মিরাজের পায়ে আঘাত হানে। আম্পায়ার দ্রুত আউট ঘোষণা করেন। মিরাজ রিভিউ নিয়েও এলবিডব্লিউ থেকে বাঁচতে পারেননি। উল্টো রিভিউ নষ্ট করেছেন। ওপেনার জয় ৮৬ বলে ১৬ রানে ব্যাটিং করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আট ক্লাবের অবনমন, নতুন সূচি দেবে বিসিবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৭: ৩৯
প্রথম বিভাগ ক্রিকেট লিগের আট ক্লাবকে অবনমন ঘোষণা করেছে বিসিবি। ছবি: বিসিবি
প্রথম বিভাগ ক্রিকেট লিগের আট ক্লাবকে অবনমন ঘোষণা করেছে বিসিবি। ছবি: বিসিবি

প্রথম বিভাগ ক্রিকেট লিগের আট ক্লাবকে অবনমন ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার ঢাকা মহানগর ক্লাব কমিটির (সিসিডিএম) সঙ্গে আলাপ-আলোচনা করে নতুন সূচি তৈরির কাজ করছে বিসিবি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি আজ অবনমন হওয়া আট ক্লাবের নাম ঘোষণা করেছে। ওয়াকওভারের কারণেই মূলত সেই আট ক্লাবকে দ্বিতীয় বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে। ‘এ’ ও ‘বি’ গ্রুপে চারটি করে দলে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব, গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, অ্যাম্বার স্পোর্টিং ক্লাব ও কলাবাগান ক্রীড়াচক্র। খেলাঘর সমাজকল্যাণ সমিতি, সূর্যতরুণ ক্লাব, কাকরাইল বয়েজ ক্লাব, ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব রয়েছে ‘বি’ গ্রুপে।

২০ ক্লাব নিয়ে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা ছিল। ১১ ডিসেম্বর সেই ২০ ক্লাব নিয়ে প্রথম দুই রাউন্ডের সূচি প্রস্তুত করা হয়েছিল। কিন্তু আট ক্লাব অংশ নেয়নি। নানা বিতর্কের মধ্যে পরশু শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। তাতে অংশ নিয়েছে ১২ দল। ২০২৫-২৬ মৌসুমে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে কোনো রেলিগেশন লিগ হবে না। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের ম্যাচ খেলার নিয়ম অনুযায়ী কোনো দল যদি ম্যাচে অংশ নিতে না পারে এবং ওয়াকওভার দেয়, তাহলে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। সেই রেলিগেশন আগামী মৌসুম থেকে কার্যকর হবে। অবনমনে যাওয়া দলগুলো ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে অংশ নেবে। যে ১২ ক্লাব বাকি রইল, তাদের নিয়ে সিসিডিএম একটা বৈঠক করবে। নতুন সূচি ঘোষণার পর দুই গ্রুপে ভাগ হয়ে ছয়টি করে দল খেলবে।

প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরুর আগে ১৩ ডিসেম্বর দুই রকম দৃশ্য দেখা গিয়েছিল। প্রথম বিভাগ ক্রিকেটে অংশ নেওয়া ক্লাবের প্রতিনিধিরা বিসিবি একাডেমি ভবনের সামনে অংশ নিলেন ট্রফি উন্মোচনে। অন্য দিকে লিগ বর্জন করা ক্লাবগুলোর ক্রিকেটাররা ছিলেন আন্দোলনে ব্যস্ত। ২০ দলের মধ্যে শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১২ দল। গতকালের এই ঘটনা নিয়ে আজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় স্টেকহোল্ডার ক্রিকেটাররা। অথচ গতকাল অনেক ক্রিকেটারকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। বিভিন্ন ডিভিশনের অনেক ক্রিকেটার বিসিবিতে তাদের দাবি জানাতে গিয়েছিলেন, যেটি তাদের অধিকার, এবং যার যৌক্তিক কারণও আছে। অথচ সেই ক্রিকেটারদের গেটের বাইরে আটকে রাখা হয়েছিল। পরে যদিও একটি প্রতিনিধি দলকে ভেতরে নেওয়া হয়েছে। কিন্তু আরও অনেক ক্রিকেটারের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা দুঃখজনক। একজন ক্রিকেটার হিসেবে আমি এর প্রতিবাদ জানিয়ে রাখলাম।’ এবার আট ক্লাবকে অবনমন ঘোষণার পর ১৭ ও ১৮ ডিসেম্বরের ম্যাচগুলো পরিত্যক্ত ঘোষণা করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটারদের কালো আর্মব্যান্ড পরার কারণ কী

ক্রীড়া ডেস্ক    
বন্ডাই বিচে সন্ত্রাসীদের হামলায় ভীষণ ভয় পেয়েছিলেন প্যাট কামিন্স। ছবি: ক্রিকইনফো
বন্ডাই বিচে সন্ত্রাসীদের হামলায় ভীষণ ভয় পেয়েছিলেন প্যাট কামিন্স। ছবি: ক্রিকইনফো

পার্থ, ব্রিসবেনের ব্যর্থতা ভুলে এবার অ্যাডিলেডে নামবে ইংল্যান্ড। অ্যাডিলেড ওভালে বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে অ্যাশেজের তৃতীয় টেস্ট। তবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ম্যাচটা খেলতে নামবে শোকের আবহে।

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে আগামীকাল অ্যাশেজের তৃতীয় টেস্ট খেলতে নামবেন। দুই দলের পতাকা অর্ধনমিত থাকবে। দুই দলের জাতীয় সংগীত ও ‘ওয়েলকাম টু কান্ট্রি’ গান শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। অস্ট্রেলিয়ার সংগীতশিল্পী জন উইলিয়ামসন তাঁর ‘ট্রু ব্লু’ গানটা গাইবেন সিডনির বন্ডাই বিচে হতাহতদের স্মরণে।

ইহুদিদের এক ধর্মীয় অনুষ্ঠানে পরশু বন্দুকধারীদের হামলায় রক্তে সয়লাব হয়ে যায় সিডনির বন্ডাই বিচ। পুরো অস্ট্রেলিয়া এতে ভীষণ শঙ্কিত হয়ে যাবে। কালো আর্মব্যান্ড, পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে মূলত হামলায় হতাহতদের স্মরণেই। সিডনির এই বন্ডাই পিচের কাছেই বাসা অস্ট্রেলিয়া টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের। আজ অ্যাডিলেডে অনুশীলন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া ও বিশ্বের অন্যান্যদের মতো এই ঘটনা দেখে বেশ অবাক হয়েছি আমি। বাচ্চাদের মাত্র ঘুম পাড়িয়েছিলাম। টিভি চালু করতেই দেখলাম খবর চলে আসছে। আমি ও আমার স্ত্রী দেখে চমকে গিয়েছি।’

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে বন্দুকধারীদের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। ৪০ জনেরও বেশি মানুষ এই ঘটনায় আহত হয়েছেন। আহতদের রক্তদান করার আহ্বান জানিয়েছেন কামিন্স। ইনস্টাগ্রাম স্টোরিতে পরশু অজি অধিনায়ক লিখেছেন, ‘গত রাতে বন্ডি বিচে যে হৃদয়বিদারক ঘটেছে, তাতে বিধ্বস্ত। নিহত-আহতদের পরিবার ও বন্ডির মানুষদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা। যদি আপনারা পারেন, রক্তদান করুন।’ গতকাল যৌথ বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ), ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বন্ডাই বিচে হামলায় হতাহতদের স্মরণে শোক প্রকাশ করেছিল।

পাঁচ ম্যাচের অ্যাশেজে ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। দুই টেস্টেই অজিরা ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। পার্থে অ্যাশেজের প্রথম টেস্ট শেষ হয়েছিল দুই দিনে। ব্রিসবেনের গ্যাবায় দ্বিতীয় টেস্ট চার দিনে শেষ হয়েছিল। অ্যাডিলেড টেস্টের পর হবে বক্সিং ডে টেস্ট। ২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) মাঠে গড়াবে চতুর্থ টেস্ট। পঞ্চম টেস্ট নতুন বছরের ৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

নিজেদের রেকর্ড ভেঙে গ্রিনকে দলে নিল কলকাতা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৬: ৪২
ক্যামেরুন গ্রিন। ছবি: এক্স
ক্যামেরুন গ্রিন। ছবি: এক্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরকে কেন্দ্র করে ক্যামেরুন গ্রিনের জন্য উঠে পড়ে লাগবে ফ্র্যাঞ্চাইজিগুলো সেটা অনুমেয়ই ছিল। হলোও ঠিক তাই। সংযুক্ত আরব আমিরাতে চলমান মিনি নিলাম থেকে আকাশচুম্বী অর্থ দিয়ে এই তারকা অলরাউন্ডারকে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স।

২৫ কোটি ২০ রুপিতে গ্রিনকে দলে নিয়েছে কলকাতা। তাতেই রেকর্ডের পাতায় নাম লেখালেন ২৬ বছর বয়সী ক্রিকেটার। আইপিএলের নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বিদেশি ক্রিকেটার এখন তিনি। আগের রেকর্ডটি ছিল গ্রিনের স্বদেশী মিচেল স্টার্কের। সে রেকর্ডের সঙ্গেও জড়িয়ে ছিল কলকাতার নাম। ২০২৪ সালের আসরে ২৪ লাখ ৭৫ কোটি রুপিতে স্টার্ককে কিনেছিল তিনবারের চ্যাম্পিয়নরা। এক আসরে যেতেই সে রেকর্ড ভাঙল কলকাতার হাত ধরেই।

গ্রিনকে কেনার লড়াইয়ে অংশ নেয় চারটি ফ্র্যাঞ্চাইজি। সবাইকে হারিয়ে বাজিমাত করেছে কলকাতা। গ্রিনের জন্য শুরুতে ভিত্তিমূল্য ২ কোটি রুপি ডেকেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। পরে লড়াই থেকে সরে দাঁড়ায় পাঁচবারের চ্যাম্পিয়নরা। গ্রিনের জন্য রাজস্থান রয়্যালসের সঙ্গে কলকাতার লড়াই শুরু হয়। তাদের কাড়াকাড়িতে দাম উঠে ১৩ কোটি ৬০ লাখ রুপি। এরপর লড়াই থেকে সরে দাঁড়ায় রাজস্থান।

কলকাতার সঙ্গে গ্রিনকে পাওয়ার দৌঁড়ে নামে চেন্নাই সুপার কিংস। শেষ পর্যন্ত শাহরুখ খানের মালিকানাধীন দলটির সঙ্গে পেরে উঠেনি রেকর্ড চ্যাম্পিয়নরা। মিনি নিলামের আগে আন্দ্রে রাসেলকে রেটেইন করেনি কলকাতা। সম্প্রতি আইপিএলকে বিদায় জানানো ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডারের পরিবর্তে স্কোয়াডে একজন দারুণ ক্রিকেটার দরকার ছিল তাদের। বেশকিছু ভারতীয় এবং অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের দাবি ছিল, রাসেলের জায়গা গ্রিনকে দিয়ে পূরণ করবে কলকাতা। সেটাই বাস্তবে রূপ নিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বিগ ব্যাশ অভিষেকে কেমন বোলিং করলেন রিশাদ

ক্রীড়া ডেস্ক    
হোবার্টের প্রথম ম্যাচের একাদশেই জায়গা পেয়েছেন এই স্পিনার। ছবি: হোবার্টের ফেসবুক পেজ
হোবার্টের প্রথম ম্যাচের একাদশেই জায়গা পেয়েছেন এই স্পিনার। ছবি: হোবার্টের ফেসবুক পেজ

সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচ দিয়ে বিগ ব্যাশে অভিষেক হলো রিশাদ হোসেনের। আসরে নিজেদের প্রথম ম্যাচে এই লেগস্পিনারকে রেখেই একাদশ সাজায় হোবার্ট হারিকেন্স। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অভিষেকে উইকেট না পেলেও মিতব্যয়ী বোলিংয়ের নজর কেড়েছেন রিশাদ।

রিশাদ খেলছেন; স্বাভাবিকভাবেই হোবার্ট এবং সিডনির ম্যাচের দিকে বাড়তি নজর ছিল এদেশের ক্রিকেটপ্রেমীদের। সহজাত বোলিং করে প্রথম ম্যাচে ভক্তদের প্রত্যাশা মিটিয়েছেন নীলাফামারির এই ক্রিকেটার। প্রথম ওভার থেকেই দারুণ লাইন-লেন্থে বোলিং করেছেন। বলে টার্নও ছিল বেশ। দারুণ সব ডেলভারিতে প্রতিপক্ষের ব্যাটারদের বোকা বানিয়েছেন এই স্পিনার। বিগ ব্যাশ অভিষেকে সব মিলিয়ে ৩ ওভার বোলিং করেছেন তিনি। দিয়েছেন মাত্র ১৮ রান। তবে উইকেট পাননি।

ইনিংসের পঞ্চম ওভারে রিশাদের হাতে প্রথমবার বল তুলে দেন হোবার্টের অধিনায়ক নাথান এলিস। সে ওভারে খরচ করেন মাত্র ৬ রান। সপ্তম ওভারে বোলিংয়ে এসে আরও হিসেবি ছিলেন বাংলাদেশি ক্রিকেটার। এ যাত্রায় মাত্র ৪ রান দেন তিনি। রিশাদ নিজের তৃতীয় ওভার করতে আসেন ইনিংসের ১৩ তম ওভারে। সে ওভারের তৃতীয় বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বলকে সীমানা ছাড়া করেন সিডনির ক্যামেরুন ব্যানক্রফট। সব মিলিয়ে সে ওভারে ৮ রান খরচ করেন রিশাদ। বিগ ব্যাশে নিজের প্রথম ম্যাচে মাত্র একটি বাউন্ডারি হজম করেছেন রিশাদ। তাঁর করা ৩ ওভার থেকে কোনো ছক্কা মারতে পারেননি প্রতিপক্ষের বোলাররা।

বিগ ব্যাশের আগের আসরের জন্যও রিশাদকে নিয়েছিল হোবার্ট। কিন্তু জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে সেবার খেলতে পারেননি তিনি। এবারও তাঁকে দলে টানে ফ্র্যাঞ্চাইজিটি। মূলত অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং নিজেদের হেড অব স্ট্যাটেজি রিকি পন্টিংয়ের পরামর্শেই রিশাদের প্রতি আগ্রহ দেখায় হোবার্ট। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে অভিষেক হলো তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত