নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘মা-বাবার পরে মাশরাফি ভাই আমার সবকিছু’—নিজের ক্রিকেট আদর্শকে নিয়ে কয়েক বছর আগে উচ্ছ্বাসভরা কণ্ঠে এই শব্দগুলো উচ্চারণ করেছিলেন তাসকিন আহমেদ। মাশরাফির পাশে থেকে শুধু অনুপ্রেরণাই নেননি তাসকিন, বোলিংয়ের খুঁটিনাটিও শিখেছেন প্রচুর। তবে জাতীয় দল থেকে দূরে চলে যাওয়ায় সেই মাশরাফিকে বহুদিন ধরে মাঠে পাচ্ছিলেন না তাসকিন। অবশেষে প্রিয় বাইশ গজেই দেখা হয়ে গেল এ দুজনের। আজ বৃহস্পতিবার হঠাৎ মিরপুরে এসে দীর্ঘসময় ধরে তাসকিনকে বোলিং টিপস দিতে দেখা গেল দেশের সফলতম অধিনায়ককে।
আজ সকাল থেকেই বিসিবি কার্যালয়ে চলছিল আসন্ন নির্বাচনের আমেজ। কোনো প্রার্থী নাম প্রত্যাহার করছে কি না সেদিকেই ছিল সবার নজর। এর মধ্যেই হঠাৎ মিরপুরে প্রত্যাবর্তন মাশরাফির। সাজঘর হয়ে ম্যাশ সোজা চলে যান উইকেটের দিকে। সেখানে অনুশীলন করছিলেন তাসকিন, সৌম্য, সোহানরা। শুরুতে অনেকেই ধরে নিয়েছিলেন মাশরাফি হয়তো মাঠের অনুশীলন সারতেই এসেছেন। যদিও জাতীয় লিগে মাশরাফির খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।
কিন্তু নিজের অনুশীলন না, মাশরাফি উইকেটের পাশে গিয়ে একেবারেই হাতেকলমে শিখিয়ে দিচ্ছিলেন তাসকিনকে। কখনো বল হাতে নিয়ে তাসকিনকে দেখিয়ে দিচ্ছিলেন কীভাবে ধরতে হবে, আবার কখনো আকার–ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছিলেন বল ছাড়বেন কীভাবে। মাশরাফির দেখিয়ে দেওয়া পথে তাসকিন একের পর এক বল করে যাচ্ছিলেন, কখনো লম্বা রান আপে, কখনোবা ছোট ছোট পায়ে। মাশরাফিকে পেয়ে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল তাসকিনকে। শুধু তাসকিন নন, মিরপুরের কড়া রোদের নিচে মাশরাফিকে বোলিং টিপস দিতে দেখা গেছে সৌম্য সরকারকেও। এ সময় দুই অনুজের ওপর যেন নিজের ক্যারিয়ারের প্রায় দুই দশকের অভিজ্ঞতা ঢেলে দিচ্ছিলেন ম্যাশ।
তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করা তাসকিন গত ছয় মাস ধরে দারুণ ক্রিকেট খেলে আসছেন। তবে ঘরের মাঠের সর্বশেষ দুই সিরিজে দলের সমন্বয়ের কারণে একাদশে সেভাবে সুযোগ মেলেনি এই পেসারের। সর্বশেষ ১০ টি–টোয়েন্টির মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টি–টোয়েন্টিতেই কেবল সুযোগ পেয়েছিলেন। সেই ম্যাচে অবশ্য দারুণ কিছু করতে পারেননি ২৭ বছর বয়সী পেসার।
কিন্তু বিশ্বকাপের দ্রুতগতির উইকেটে তাসকিনই হয়ে উঠতে পারেন তুরুপের তাস। সেই মঞ্চে যাওয়ার আগে ম্যাচ খেলে ভালোভাবে প্রস্তুতি না হওয়ায় কিছুটা হলেও দুশ্চিন্তায় ছিলেন তাসকিন। আজ মাশরাফির কাছ থেকে টিপস আর অনুপ্রেরণা পেয়ে সেই মাথাব্যথা নিশ্চয় অনেকটাই কমে যাবে এই পেসারের।

‘মা-বাবার পরে মাশরাফি ভাই আমার সবকিছু’—নিজের ক্রিকেট আদর্শকে নিয়ে কয়েক বছর আগে উচ্ছ্বাসভরা কণ্ঠে এই শব্দগুলো উচ্চারণ করেছিলেন তাসকিন আহমেদ। মাশরাফির পাশে থেকে শুধু অনুপ্রেরণাই নেননি তাসকিন, বোলিংয়ের খুঁটিনাটিও শিখেছেন প্রচুর। তবে জাতীয় দল থেকে দূরে চলে যাওয়ায় সেই মাশরাফিকে বহুদিন ধরে মাঠে পাচ্ছিলেন না তাসকিন। অবশেষে প্রিয় বাইশ গজেই দেখা হয়ে গেল এ দুজনের। আজ বৃহস্পতিবার হঠাৎ মিরপুরে এসে দীর্ঘসময় ধরে তাসকিনকে বোলিং টিপস দিতে দেখা গেল দেশের সফলতম অধিনায়ককে।
আজ সকাল থেকেই বিসিবি কার্যালয়ে চলছিল আসন্ন নির্বাচনের আমেজ। কোনো প্রার্থী নাম প্রত্যাহার করছে কি না সেদিকেই ছিল সবার নজর। এর মধ্যেই হঠাৎ মিরপুরে প্রত্যাবর্তন মাশরাফির। সাজঘর হয়ে ম্যাশ সোজা চলে যান উইকেটের দিকে। সেখানে অনুশীলন করছিলেন তাসকিন, সৌম্য, সোহানরা। শুরুতে অনেকেই ধরে নিয়েছিলেন মাশরাফি হয়তো মাঠের অনুশীলন সারতেই এসেছেন। যদিও জাতীয় লিগে মাশরাফির খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।
কিন্তু নিজের অনুশীলন না, মাশরাফি উইকেটের পাশে গিয়ে একেবারেই হাতেকলমে শিখিয়ে দিচ্ছিলেন তাসকিনকে। কখনো বল হাতে নিয়ে তাসকিনকে দেখিয়ে দিচ্ছিলেন কীভাবে ধরতে হবে, আবার কখনো আকার–ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছিলেন বল ছাড়বেন কীভাবে। মাশরাফির দেখিয়ে দেওয়া পথে তাসকিন একের পর এক বল করে যাচ্ছিলেন, কখনো লম্বা রান আপে, কখনোবা ছোট ছোট পায়ে। মাশরাফিকে পেয়ে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল তাসকিনকে। শুধু তাসকিন নন, মিরপুরের কড়া রোদের নিচে মাশরাফিকে বোলিং টিপস দিতে দেখা গেছে সৌম্য সরকারকেও। এ সময় দুই অনুজের ওপর যেন নিজের ক্যারিয়ারের প্রায় দুই দশকের অভিজ্ঞতা ঢেলে দিচ্ছিলেন ম্যাশ।
তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করা তাসকিন গত ছয় মাস ধরে দারুণ ক্রিকেট খেলে আসছেন। তবে ঘরের মাঠের সর্বশেষ দুই সিরিজে দলের সমন্বয়ের কারণে একাদশে সেভাবে সুযোগ মেলেনি এই পেসারের। সর্বশেষ ১০ টি–টোয়েন্টির মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টি–টোয়েন্টিতেই কেবল সুযোগ পেয়েছিলেন। সেই ম্যাচে অবশ্য দারুণ কিছু করতে পারেননি ২৭ বছর বয়সী পেসার।
কিন্তু বিশ্বকাপের দ্রুতগতির উইকেটে তাসকিনই হয়ে উঠতে পারেন তুরুপের তাস। সেই মঞ্চে যাওয়ার আগে ম্যাচ খেলে ভালোভাবে প্রস্তুতি না হওয়ায় কিছুটা হলেও দুশ্চিন্তায় ছিলেন তাসকিন। আজ মাশরাফির কাছ থেকে টিপস আর অনুপ্রেরণা পেয়ে সেই মাথাব্যথা নিশ্চয় অনেকটাই কমে যাবে এই পেসারের।

আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) সেমিফাইনালের অপেক্ষা ফুরাল মরক্কোর। শুক্রবার দিবাগত রাতে কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনকে ২–০ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছে গেছে মরক্কানরা। এর মাধ্যমে ২২ বছর পর আফ্রিকার শ্রেষ্ঠত্বের মঞ্চের সেমিফাইনালে পা রাখল দলটি।
২৬ মিনিট আগে
ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
১২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
১৩ ঘণ্টা আগে