
ঢাকা: টেস্ট ক্রিকেটকে আরও বেশি দর্শকমুখী করে তুলতে আইসিসি নিয়ে এসেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতা। নয় দলের লড়াই শেষে ২২ জুন সাউদাম্পটনে ফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। ফাইনালের আগে টেস্ট ক্রিকেটের দারুণ বিজ্ঞাপন হতে পারত জফরা আর্চার আর কেন উইলিয়ামসনের ব্যাট–বলের লড়াই।
সেটি আর হলো কই? ডান কনুইয়ের চোটে ২ জুন থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেছেন আর্চার।
ডান কনুইয়ের চোটে পড়েই গত মার্চে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ না খেলে দেশে ফিরতে হয়েছিল আর্চারকে। একই কারণে রাজস্থানের হয়ে খেলতে পারেননি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল)। তবে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছিলেন কাউন্টি দল সাসেক্সের ক্যাম্পে থেকে। নিজেকে ঝালিয়ে নিতে সাসেক্সের দ্বিতীয় দলের হয়ে গত সপ্তাহে খেলেছেন সারের দ্বিতীয় সারির দলের বিপক্ষে।
আগের তুলনায় ভালো অনুভব করায় কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে কেন্টের বিপক্ষে খেলতে নেমেই ঘটেছে বিপত্তিটা! প্রথম ইনিংসে দুই উইকেট নিয়ে ফেরার বার্তাও দিয়েছিলেন। পুরোনো চোটটা মাথাচাড়া দিয়ে ওঠে দ্বিতীয় ইনিংসে। ৫ ওভার বোলিং করার পর কনুইয়ে ব্যথা অনুভব করায় শেষ দুই দিন আর বোলিংই করতে পারেননি আর্চার।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইংল্যান্ড আর সাসেক্স মেডিকেল টিমের নিবিড় পর্যবেক্ষণে আছে আর্চার। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে পরর্বতী নির্দেশনা দেওয়া হবে।’ সামনে ভারত আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ব্যস্ত সূচি থাকায় আর্চারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় ইসিবি।
সাসেক্স অধিনায়ক বেন ব্রাউনও আর্চারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘জানি এটা আর্চারের জন্য কতটা হতাশার। সে দুর্দান্ত খেলোয়াড়। আশা করি সে শিগগির ফিরে আসবে।’

ঢাকা: টেস্ট ক্রিকেটকে আরও বেশি দর্শকমুখী করে তুলতে আইসিসি নিয়ে এসেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতা। নয় দলের লড়াই শেষে ২২ জুন সাউদাম্পটনে ফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। ফাইনালের আগে টেস্ট ক্রিকেটের দারুণ বিজ্ঞাপন হতে পারত জফরা আর্চার আর কেন উইলিয়ামসনের ব্যাট–বলের লড়াই।
সেটি আর হলো কই? ডান কনুইয়ের চোটে ২ জুন থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেছেন আর্চার।
ডান কনুইয়ের চোটে পড়েই গত মার্চে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ না খেলে দেশে ফিরতে হয়েছিল আর্চারকে। একই কারণে রাজস্থানের হয়ে খেলতে পারেননি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল)। তবে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছিলেন কাউন্টি দল সাসেক্সের ক্যাম্পে থেকে। নিজেকে ঝালিয়ে নিতে সাসেক্সের দ্বিতীয় দলের হয়ে গত সপ্তাহে খেলেছেন সারের দ্বিতীয় সারির দলের বিপক্ষে।
আগের তুলনায় ভালো অনুভব করায় কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে কেন্টের বিপক্ষে খেলতে নেমেই ঘটেছে বিপত্তিটা! প্রথম ইনিংসে দুই উইকেট নিয়ে ফেরার বার্তাও দিয়েছিলেন। পুরোনো চোটটা মাথাচাড়া দিয়ে ওঠে দ্বিতীয় ইনিংসে। ৫ ওভার বোলিং করার পর কনুইয়ে ব্যথা অনুভব করায় শেষ দুই দিন আর বোলিংই করতে পারেননি আর্চার।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইংল্যান্ড আর সাসেক্স মেডিকেল টিমের নিবিড় পর্যবেক্ষণে আছে আর্চার। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে পরর্বতী নির্দেশনা দেওয়া হবে।’ সামনে ভারত আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ব্যস্ত সূচি থাকায় আর্চারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় ইসিবি।
সাসেক্স অধিনায়ক বেন ব্রাউনও আর্চারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘জানি এটা আর্চারের জন্য কতটা হতাশার। সে দুর্দান্ত খেলোয়াড়। আশা করি সে শিগগির ফিরে আসবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৩৪ মিনিট আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন।
৩ ঘণ্টা আগে