
ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশের মেয়েরা। ঘরের মাঠে হতাশার সিরিজে প্রাপ্তি বাংলাদেশের বোলিং। স্বাগতিকেরা ধবলধোলাই হওয়ার পর আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়েছেন মারুফা আকতার। পিছিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
মেয়েদের সাপ্তাহিক র্যাঙ্কিং আইসিসি আজ হালনাগাদ করেছে। টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন মারুফা। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ৬.২৯ ইকোনমিতে মারুফা নিয়েছেন ৫ উইকেট। বাংলাদেশের পেসার শেষের দিকে দুর্দান্ত বোলিং করেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৫৯৮। আগের মতোই আট নম্বরে আছেন রাবেয়া খান। বাংলাদেশের লেগ স্পিনারের রেটিং পয়েন্ট ৭০০। ভারত সিরিজে নিয়েছেন ৮ উইকেট। বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে বাংলাদেশের একমাত্র বোলার তিনি। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে ১৭ নম্বরে এখন জ্যোতি। বাংলাদেশ অধিনায়কের রেটিং পয়েন্ট ৫৯৩। ভারত সিরিজে একটি ফিফটি করলেও পাঁচ ম্যাচ মিলে করেছেন ৯৩ রান।
মেয়েদের টি-টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ভারতীয়রা। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন রিচা ঘোষ। বাংলাদেশের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে ১৭ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ৭১৫ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই ব্যাটারদের র্যাঙ্কিংয়ে পাঁচে স্মৃতি মান্ধানা। বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১১৬ রান করেছেন মান্ধানা। গড় ২৯ ও স্ট্রাইকরেট ১১৪.৮৫। এই সিরিজেই সর্বোচ্চ ১০ উইকেট নিয়েছেন রাধা যাদব। ভারতের বাঁহাতি স্পিনারের বোলিং গড় ও ইকোনমি ৯.৬০ ও ৫.০৫। বোলারদের র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে এখন ২৩ নম্বরে রাধা। তাঁর রেটিং পয়েন্ট ৬১৭।
৭৬৯ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে অস্ট্রেলিয়ার বেথ মুনি। বোলার, অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও কোনো পরিবর্তন হয়নি। ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস ৫২৬ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সবার ওপরে। বোলারদের র্যাঙ্কিংয়ে সবার ওপরে আছেন সোফি একেলেস্টন। ইংল্যান্ডের বোলারের রেটিং পয়েন্ট ৭৬৩।
আরও পড়ুন:

ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশের মেয়েরা। ঘরের মাঠে হতাশার সিরিজে প্রাপ্তি বাংলাদেশের বোলিং। স্বাগতিকেরা ধবলধোলাই হওয়ার পর আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়েছেন মারুফা আকতার। পিছিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
মেয়েদের সাপ্তাহিক র্যাঙ্কিং আইসিসি আজ হালনাগাদ করেছে। টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন মারুফা। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ৬.২৯ ইকোনমিতে মারুফা নিয়েছেন ৫ উইকেট। বাংলাদেশের পেসার শেষের দিকে দুর্দান্ত বোলিং করেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৫৯৮। আগের মতোই আট নম্বরে আছেন রাবেয়া খান। বাংলাদেশের লেগ স্পিনারের রেটিং পয়েন্ট ৭০০। ভারত সিরিজে নিয়েছেন ৮ উইকেট। বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে বাংলাদেশের একমাত্র বোলার তিনি। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে ১৭ নম্বরে এখন জ্যোতি। বাংলাদেশ অধিনায়কের রেটিং পয়েন্ট ৫৯৩। ভারত সিরিজে একটি ফিফটি করলেও পাঁচ ম্যাচ মিলে করেছেন ৯৩ রান।
মেয়েদের টি-টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ভারতীয়রা। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন রিচা ঘোষ। বাংলাদেশের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে ১৭ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ৭১৫ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই ব্যাটারদের র্যাঙ্কিংয়ে পাঁচে স্মৃতি মান্ধানা। বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১১৬ রান করেছেন মান্ধানা। গড় ২৯ ও স্ট্রাইকরেট ১১৪.৮৫। এই সিরিজেই সর্বোচ্চ ১০ উইকেট নিয়েছেন রাধা যাদব। ভারতের বাঁহাতি স্পিনারের বোলিং গড় ও ইকোনমি ৯.৬০ ও ৫.০৫। বোলারদের র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে এখন ২৩ নম্বরে রাধা। তাঁর রেটিং পয়েন্ট ৬১৭।
৭৬৯ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে অস্ট্রেলিয়ার বেথ মুনি। বোলার, অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও কোনো পরিবর্তন হয়নি। ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস ৫২৬ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সবার ওপরে। বোলারদের র্যাঙ্কিংয়ে সবার ওপরে আছেন সোফি একেলেস্টন। ইংল্যান্ডের বোলারের রেটিং পয়েন্ট ৭৬৩।
আরও পড়ুন:

শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩১ মিনিট আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
১ ঘণ্টা আগে
ক্রিকেটের হালহকিকত যাঁরা জানেন, তাঁদের কাছে বৈভব সূর্যবংশী নামটাও অজানা নয়। তাঁর বয়স সবে ১৪; মুখাবয়বে এখনো শৈশবের ছোঁয়া। কিন্তু এই বয়সেই ক্রিকেটের এই বিস্ময় বালক ব্যাট হাতে আগুনের হলকা তুলছেন। যুব ক্রিকেট তো বটেই, তাঁর ব্যাটিং দক্ষতা আইপিএলের কল্যাণেও ক্রিকেটপ্রেমীদের জানা। সেই সূর্যবংশীদের বিপক্ষে
২ ঘণ্টা আগে
গৃহবিবাদ কেটেছে। কিন্তু আন্তর্জাতিকভাবে যে জট লেগে আছে, তা কাটবে কি? এটাই এখন প্রশ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলার ইস্যুর সমাধান এখনো হয়নি; অথচ সময় আর বেশি বাকি নেই।
২ ঘণ্টা আগে